![]() |
---|
জীবনে চলার পথে অনেক সময় অনেক ভুল হবে এটাই স্বাভাবিক কিন্তু একই ভুল একাধিকবার করাটা কিন্তু অস্বাভাবিক। আমাদের মধ্যে অনেকেই আছে যারা কিনা একই ভুল একাধিক বার করে থাকে বলা যেতে পারে তারা অনেকটা ইচ্ছা করে এরকম করে। আর এই ভুল গুলোর জন্য অনেক সময় অনেকের সাথে সম্পর্ক নষ্ট হয় যার মূল কারণ হচ্ছে ইচ্ছাকৃত ভুল বা একাধিকবার ভুল।
![]() |
---|
বর্তমানে সময় গুলো একটু খারাপের মধ্যে দেই পার হচ্ছে মনের মধ্যে সবসময় একটা খারাপ লাগা যেন লেগেই থাকে। আর যেটার জন্য কোন কিছুই ভালো লাগেনা। ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে সকালের খাবার খেয়ে একটু বাইরে বের হই ভালো লাগতেছিল না। কিছুদূর যাওয়ার পরে একটা জায়গায় বসে ছিলাম পরে আমার একটা বন্ধু আছে। পরে তার সাথে বসে অনেকক্ষণ গল্প করতেছিলাম আর গল্প করতে করতে মনটা কিছুটা ভালো হয়ে যায়। সেখানে বেশ কিছু সময় অতিবাহিত করে বাসায় চলে আসি।
বাসায় আসার পর কিছু সময় শুয়ে থেকে ফোন ব্যবহার করি। আর একটু পরেই বাইরে এসে কিছু কাজ করি আর গরুর জন্য জবা কেটে দেই ইতিমধ্যেই দুপুর হয়ে যায় তাই দেরি না করে প্রতিদিনের মতোই দুপুরে গোসল করে নেই। বর্তমানে আবহাওয়া ধীরে ধীরে শীতল হয়ে আসছে দুপুরের পর বেশ ঠান্ডা লাগে তাই গোসলটা আগেই করে নেই।
![]() |
---|
আর গোসল করার পর প্রতিদিনের মতোই দুপুরের খাবার খেয়ে নেই। আর রুমে চলে এসে কিছু সময় crypto মার্কেট দেখি। বর্তমান সময়ে মার্কেটের অবস্থা কিছুটা খারাপ কিন্তু কিছু সময় এরকম থাকার সম্ভাবনা অনেক বেশি। আশা করা যায় পরের সপ্তাহ থেকে মার্কেট আবারও কিছুটা পাম্প করবে। নভেম্বরে ৫ তারিখে আমেরিকায় ইলেকশন আছে তার আগে মার্কেট ভালো একটা পাম্প করার সম্ভাবনা বেশি।
যাই হোক কিছু সময় ফোন ব্যবহার করার পর প্রতিদিনের মতোই ঘুমিয়ে যায়। আর বিকাল মুহূর্তে ঘুম থেকে উঠে বাসার কিছু কাজ করি আর বাইরে বের হই হাঁটাহাঁটি করার জন্য। একটু পরেই আমার একটা বন্ধু ফোন করে ওর ফোনের কি যেন সমস্যা তাই বাজারে যেতে বলে। পরে ওর কথা শুনে একটু পরেই বাজারে চলে যাই।
![]() |
---|
আর বাজারে যাওয়ার পরে ওর সাথে দেখা করে ওর ফোনের সমস্যা সমাধান করে দেই। আর কিছু সময় বসে থেকে ওর সাথে গল্প করি পড়ে দেখি একটা ঝাল চানা বিক্রেতা আসছে। পরে ওনার কাছে চানাচুর নিয়ে খায় আর পরে আমি বাসায় চলে আসি ইতিমধ্যেই সন্ধ্যা হয়ে গেছে। আর বাসায় আসার পর শুয়ে থেকে ফোন দেখতে থাকি। আর এভাবেই আমি আমার গতকালকে দিনটি অতিবাহিত করি।
সকলেরই জীবনে চলতে গেলে কিছু না কিছু ভুল আমরা করেই থাকি। তবে এটা ঠিক কিছু ভুলের জন্য মানুষের সাথে নিজেদের সম্পর্ক গুলো নষ্ট হয়ে যায়। আপনার সারাদিনের কর্মকাণ্ড গুলি তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই প্রথম আপনাকে ধন্যবাদ জানাই আপনার একটি দিনের কার্যক্রম খুব ভালোভাবে আমাদেরকে উপস্থাপনা করার জন্য।
ঝাল মুড়ি লোভনীয় ছিল অনেকদিন ঝাল মুড়ি খাওয়া হয় নাই বাংলাদেশের অনেক খাবারই অনেক মিস করি যেমন সিংড়া পুরি ইত্যাদি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit