বর্তমান সময়ে বাংলাদেশের প্রতিটি জায়গায় ধানের কাজ চলছে তাই প্রতিটি মানুষ অনেক বেশি ব্যস্ত, বিশেষ করে যারা কৃষক আছে তারা এখন রাত দিন পরিশ্রম করছে। আমাদেরও বাসায় ধানের কাজ চলছে এখনো ধান কাটা শেষ হয়নি। অগ্রিম কিছু ধান কাটা হয়েছিল সেগুলো বাসায় নিয়ে আসা হয়েছে এবং মাড়াই করা ও শেষ। আর ধান কাটার কাজ চলমান খুব শীঘ্রই শেষ হবে।
আপনারা জানেন প্রতি বছরই ধানের কাজ শেষ হলে ভুট্টা রোপণ করার কাজ চলে ঠিক এই বছরও চলছে। অগ্রিম একটা জমিতে ধান কাটা হয়েছিল আর গতকালকে সেই জমিতে ভুট্টা লাগানো হয়েছে। আর আমরা এই বছর প্রতিটি জমিতে শুধু ভুট্টা লাগিয়ে থাকি অন্য কোন ফসল ফলানো হয় না। যেহেতু এখনো ধান জমিতে রয়েছে সেগুলো আস্তে আস্তে বাসায় নিয়ে আসব তার পর ভুট্টা রোপন করার প্রক্রিয়া চলবে। প্রতিবছরই এই সময়ে প্রতিটি কৃষক অনেক বেশি ব্যস্ত থাকে ফসল বাসায় নিয়ে আসার পর আবারও ফসল ফলানোর কাজে।
যাইহোক ভুট্টা রোপন করার পরে বাসায় চলে আসি আর বাসায় এসে ফ্রেশ হয়ে বাইরে বের হই আর দেখতে পাই আমার চাচাতো ভাই গুলো ধান মাড়াইরের কাজ করতেছে। পরে সেখানে যেয়ে বেশ কিছু সময় দাঁড়িয়ে থাকি আর আমাদেরও দুই তিন দিনের মধ্যে সকল ধান বাসায় নিয়ে আসবে তখন আমাদেরও ধান মাড়াই করতে হবে।
পরে সেখান থেকে বাসায় চলে আসি আর রুমে এসে শুয়ে থেকে কিছু সময় ফোন দেখি তার একটু পরেই দুপুরের আজান হয়ে যায়। বর্তমানে শীতের প্রভাব বেড়েই চলছে তাই দুপুরের মধ্যে গোসল করার চেষ্টা করি। পরে প্রতিদিনের মতোই দুপুরে গোসল করে খাবার খেয়ে রুমে চলে আসি আর ফোনে কিছু কাজ ছিল সেগুলো করি। পরে প্রতিদিনের মতোই দুপুর একটু ঘুমাই, আর বিকাল মুহূর্তে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসার কিছু কাজ ছিল সেগুলো করি।
তারপর বাসা থেকে একটু বাইরে বের হই, আর আমার একটা বন্ধুর সাথে দেখা হয় পরে সে সহ রাস্তায় হাঁটাহাঁটি করতে থাকি। বাসা থেকে কিছুটা দূরে একটা নতুন ব্রিজ হচ্ছে সেখানে যাই আর দেখতে পাই সেখানে ঢালাই এর কাজ হচ্ছে। যখন ঢালাইয়ের কাজ হয় তখন অনেক মানুষের প্রয়োজন হয় আর সেখানে আমরা দেখতে পাই অনেক শ্রমিক কাজ করতেছে।
বেশ কিছু সময় সেই দৃশ্য দেখে বাসায় চলে আসি ইতিমধ্যেই সন্ধ্যা হয়ে গেছে। আর বাসায় আসার পর প্রতিদিনের মতোই রুমে এসে শুয়ে থেকে ফোন দেখতে থাকি। আর এভাবেই আমি আমার গতকালকের দিনটি অতিবাহিত করি।