Contest of March#2 by @sduttaskitcen| My three favorite smartphones.

in hive-120823 •  9 months ago 
pexels-photo-607812.jpegpexels

আধুনিক যুগে বিশ্বের সকল তথ্য হাতে পাওয়ার জন্য স্মার্টফোনের বিকল্প নেই। বর্তমান সময়ে আমরা ঘরে বসেই একটি স্মার্টফোনের মাধ্যমেই বাংলাদেশের সকল তথ্য সংগ্রহ করতে পারি। আর এই স্মার্টফোন মানুষ ভেদে ভিন্ন ভিন্ন ব্যবহার করে থাকে। আজকে আমাদের ম্যাম আমাদের জন্য এত সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করেছে। সেই সাথে এত সুন্দর একটি বিষয় নির্বাচন করেছেন তার জন্য ম্যামকে অসংখ্য ধন্যবাদ জানাই।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আগে, অবশ্যই আমি আমার তিনজন বন্ধুকে এই প্রতিযোগিতায় আমন্ত্রণ জানাতে চাই।

@xhadhin @pijushmitra @mukitsalafi

আপনারা এখানে অংশগ্রহণ করুন এবং আপনাদের মূল্যবান মতামত শেয়ার করুন।

Name three smartphones that are on your favorite list. Share the reasons.
pexels-photo-424299.jpegpexels

আমি যে তিনটি ফোন সবচেয়ে বেশি পছন্দ করি তার নাম হলো:-

  • Symphony
  • Samsung
  • Redmi

আমি আমার জীবনের সর্বপ্রথম যে স্মার্টফোন ব্যবহার করেছি সেটার নাম হচ্ছে symphony। আর এই ফোনটি আমার ভাই আমাকে দিয়েছিল। আর প্রথম অবস্থায় যখন আমি ফোনটা পেয়েছিলাম এত বেশি খুশি হয়েছিলাম যেটা বলে বুঝানোর মত না। আর আমি যখন ফোন ব্যবহার করি তখন ফোনের এত কিছু জানতাম না। আর symphony ফোন ব্যবহার করে আমার কাছে মনে হয়েছে এই ফোনটি অনেক ভালো ক্যামেরা থেকে শুরু করে এর চার্জের ব্যাকআপ সব কিছুই মিলে।

দ্বিতীয় নাম্বার যে ফোনটা ব্যবহার করেছি তার নাম হলো Samsung ।। এই ফোনটির নাম শুনেনি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। এই samsung ফোন একটা সময় এত বেশি জনপ্রিয় ছিল যে সবার মুখোমুখি শুনেছি। আর সেই জায়গা থেকে এই ফোনটা আমি নিয়েছিলাম। এই ফোনের ক্যামেরা দুর্দান্ত ভালো কিন্তু চার্জের ব্যাকআপ খুব বেশি ভালো হয়নি।

এরপর আমি যে ফোনটি ব্যবহার করেছি বা করছি এর নাম হচ্ছে Redmi আর এই ফোনটি হচ্ছে Xaiomi ব্র্যান্ডের। আমরা যদি ক্যামেরার দিকে বলতে যাই তাহলে Redmi বেশ এগিয়ে আছে।

While purchasing smartphones, which things do you prefer? Describe.
pexels-photo-3473411.jpegpexels

আমরা অবশ্যই যে কোন জিনিস কেনার আগে তার ভালো মন্দ যাচাই করে থাকি তেমন স্মার্টফোনও। আমি স্মার্টফোন কেনার আগে সর্বপ্রথম এর প্রসেসর ও রাম রম দেখে থাকি। এছাড়াও এই ফোনটার ক্যামেরা কত মেগা পিকচার ও চার্জিং ব্যাটারি কত এম্পিয়ার এগুলো দেখে থাকি আর সর্বশেষ যেটা দেখে থাকি সেটা হলো ফোনের কালার।

How many smartphones do you use as of now? Which one is your still favorite among them? why?
pexels-photo-248526.jpegpexels

আমি এখন পর্যন্ত ৬টি স্মার্ট ফোন ব্যবহার করেছি। আর এইগুলোর মধ্যে সবচাইতে প্রিয় হল Redmi। আর এর কারণ হচ্ছে এই ফোনের ক্যামেরা থেকে শুরু করে চার্জিন ব্যাকআপ সবকিছুই দুর্দান্ত। এছাড়াও এই ফোনটি সকল অ্যাপস ডবল করে ব্যবহার করা যায়। এক কথা বলতে গেলে এই ফোনটি ডুয়েল।

আর আমি যেহেতু অনলাইনে কাজ করি আমার জন্য বা যারা অনলাইনে কাজ করে তাদের জন্য Redmi ফোন অত্যন্ত প্রয়োজন। কারণ এই ফোনটি দীর্ঘ সময় পর্যন্ত খুব সুন্দর সাপোর্ট দিয়ে থাকে। এছাড়া বাকি যে ফোনগুলো রয়েছে সেই ফোনগুলো এক বছর পার না হতেই অনেক স্লো হয়ে যায় যেটা আমার কাছে বিরক্ত কর। আমার হাতের ফোনটার বয়স দুই বছর আর এখন পর্যন্ত এই ফোনটি দুর্দান্ত সার্ভিস আমাকে দিচ্ছে।।

How long can you stay away from your smartphones? Share your favorite program that you enjoy watching on your smartphone.
pexels-photo-359757.jpegpexels

আমি বাসার কোন কাজের ক্ষেত্রে আর পড়াশোনার সময় স্মার্টফোনের কাছ থেকে দূরে থাকি। এছাড়া বলতে গেলে আমি সব সময় ফোন ব্যবহার করে থাকি।

যদি আমার স্মার্টফোনের পছন্দের প্রোগ্রাম শেয়ার করার কথা বলা হয় তাহলে আমি সর্বপ্রথম বলবো টেলিগ্রাম। যেখানে আমি সবচাইতে বেশি অ্যাক্টিভ থাকি এছাড়াও আমি সর্বদাই খেয়াল রাখি ডিসকর্ডে। আমি মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে এই দুইটা জিনিস সবচাইতে বেশি করি।

স্মার্টফোন সম্পর্কে আমি খুব বেশি জানি না। যতটুকু জানি সেই জায়গা থেকে প্রতিটি প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করেছি।

তো বন্ধুরা আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। আপনি সুন্দর করে আপনার পছন্দের স্মার্টফোনগুলো সম্পর্কে আমাদের জানিয়েছেন। আপনার পছন্দের তালিকার ফোন গুলো হচ্ছে Symphony,Samsung ও Redmi. আমারও Redmi কোম্পানির ফোনগুলো ভালো লাগে। বাজেটের মধ্যে একটি ভালো ব্রান্ড Redmi. শুভকামনা আপনার জন্য

শুনে ভালো লাগলো আপনার ও রেডমি ফোন ভালো লাগে।। যদি একটু বাজেট ভালো থাকে তাহলে রেডমি ফোন নেওয়াটাই বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি।।

  • প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনার পছন্দের ব্রান্ডের তিনটি মোবাইল সম্পর্কে আমাদের সাথে শেয়ার করার জন্য। রেডমি আমার ও পছন্দের একটি মোবাইল। এই প্রতিযোগিতায় আপনার সফলতা কামনা করছি ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

ধন্যবাদ আমাকে এই প্রতিযোগিতায় আমন্ত্রণ জানানোর জন্য। আমি ইতিমধ্যেই আমার পোস্ট পাবলিশ করে দিয়েছি। স্যামসাং আপনার পছন্দের তিনটি স্মার্টফোনের মধ্যে একটি জেনে আমার ভালো লাগলো। আমি বর্তমানে স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবহার করছি বেশ কয়েক বছর ধরে। আপনি খুব সুন্দর ভাবে প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছেন। এই প্রতিযোগিতায় আপনার সাফল্য কামনা করি।

আমি অনেকক্ষণ ব্যবহার করলেও আমার কাছে বর্তমানে রেডমি ফোন টা দুর্দান্ত মনে হয়।। ভালো লাগলো আপনার কমেন্ট পড়ে ভালো থাকবেন।।

Loading...

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য এবং আপনার পছন্দের ফোন সম্পর্কে বিস্তারিত লেখার জন্য।। আমি নিজেও রেডমি ফোন ব্যবহার করি আমার কাছে ভীষণ ভালো লাগে।। ধন্যবাদ আপনার প্রতিযোগিতার জন্য অনেক অনেক শুভকামনা।।

শুনে ভালো লাগলো আপনি নিজেও রেডমি ফোন ব্যবহার করেন।। আসলে অনলাইনে কাজ করার জন্য রেডমি ফোন অত্যন্ত প্রয়োজন যেটা আমার কাছে মনে হয়।।

বাহ! আপনি বেশ অনেকগুলো স্মার্টফোন ব্যবহার করেছেন দেখছি। বলতেই হবে এ বিষয়ে আপনার অভিজ্ঞতা অনেক। আপনার পছন্দের ব্রান্ড হলো রেডমি আর পছন্দ হওয়ার কারনও বেশ ভালো ভাবেই তুলে ধরেছেন। আমার পছন্দের স্মার্টফোন হলো রেডমি কোম্পানির।

ধন্যবাদ আপনাকে সুন্দরভাবে সবকিছু উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

শুনে ভালো লাগলো আপনার পছন্দের ব্র্যান্ড হল রেডমি।। আসলে যারা একটু বেশি দামি ফোন নিতে চায় আমি মনে করি রেডমি ফোনটা নিলেই ভালো হয়।।

রেডমি ফোন এখন বেশ ভালোই সার্ভিস প্রদান করছে তাদের গ্রাহককে। কম কামে বেশ অনেক কিছুই প্রোভাইড করে। যাদের বাজের একটু বেশি তাদের জন্য রেডমির ফোন বেস্ট হয়ে থাকে।।
ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত প্রদানের জন্য।।

Posted using SteemPro Mobile

আপনি একদম সঠিক বলেছেন যাদের বাজে একটু বেশি রয়েছে তারা নিঃসন্দেহে রেডমি ফোন নিতে পারে।।

Posted using SteemPro Mobile

@sabus. Your article beautifully captures the indispensability of smartphones in the modern era. It's interesting to see your favorite smartphone choices and the reasons behind them. Consider refining grammar and structure for clearer communication. Keep sharing your insights and experiences! Thumbs up

আপনাকে প্রথমেই জানাই অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি সকল প্রশ্নের উত্তর খুব ভালোভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে অনেক ভালো লাগলো। ভাই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন আর আপনার পরবর্তী আকর্ষণীয় পোস্ট এর জন্য অপেক্ষা করছি।

আমার প্রতিযোগিতার পোস্টটি পড়ে আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো।।

ভাই আপনি খুব ভালো এবং উপকারী পোস্ট করেন তাই আপনার পোস্ট গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আপনার পরবর্তী আকর্ষণীয় পোস্ট এর জন্য অপেক্ষা করছি আশা করি খুব তাড়াতাড়ি আসবে।

শুনে ভালো লাগলো আমার পোস্ট আপনার কাছে ভালো লাগে।। আর হ্যাঁ আপনি অনেক সুন্দর হয় পোস্ট লেখেন ভালো থাকবেন ধন্যবাদ।।

ভাই আপনি অনেক সুন্দর পোস্ট করেন যা পড়তে ভালোই লাগে।আসলে পোস্ট লেখতে মোটামুটি ভালোই কষ্ট হয় তবে যদি শুনতে পাওয়া যায় যে পোস্ট টা পড়ে কারো কাছে ভালো লেগেছে তাহলে সেই কষ্ট টা আর থাকে না। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করার জন্য ৷ আর আপনার প্রতিটি প্রশ্নের উত্তর বেশ চমৎকার ছিলো ৷ আপনার বিজয়ী কামনা করছি ৷ ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ দিনটি আপনার শুভ হোক ৷

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার প্রতিযোগিতার পোস্টটি পড়ে এত সুন্দর কমেন্ট করার জন্য ভালো থাকবেন সবসময় ধন্যবাদ।।