Contest of May#2 by @sduttaskitchen |Qualities all humans should carry within!

in hive-120823 •  4 months ago  (edited)
Brown Simple Minimalist Happy Birthday Instagram Post_20240525_203113_0000.jpgedit canva

আজকের এই কনটেস্টে খুবই চমৎকার একটি বিষয় উল্লেখ করা হয়েছে। এরকম প্রতিবারই চমৎকার চমৎকার বিষয় নিয়ে কনটেস্টের আয়োজন করা হয়। কিন্তু আমি ব্যস্ততায় হোক বা অবহেলায়, জয়েন করতে পারিনা কিন্তু এখন থেকে প্রতিটি কনটেস্টে জয়েন করার চেষ্টা করব। আমি এডমিন ম্যামকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি কন্টেস্টের আয়োজন করার জন্য।

আমি প্রথমেই কনটেস্টে জয়েন করার জন্য আমার তিনজন বন্ধুকে অনুরোধ জানাচ্ছি, আমি আশা করি আপনারা এই কন্টেস্টে জয়েন করবেন। @jakaria121, @mdshain111 @mukitsalafi

"As per your viewpoint, which three qualities all humans should carry within?"

আমরা মানুষ আর আমাদের প্রতিটি মানুষের মধ্যে গুণ অবশ্যই রয়েছে সেটা ভালো হোক বা খারাপ। আর প্রতিটি মানুষই তার গুণের মাধ্যমে মানুষের কাছে পরিচিত লাভ করেন। যদি ভালো গুণ থাকে তাহলে মানুষ তার ভালো গুণটাই বলে থাকে আর যদি খারাপ গুণ থাকে তাহলে মানুষ তার খারাপ গুণই বলে থাকে।

একটা মানুষের অনেক গুণ থাকলেও আজকের এই কনটেস্টে তিনটি গুণের কথা বলা হয়েছে তা আমি নিম্নে উল্লেখ করছি।

সততা

pexels-photo-4116566.jpegpexels

প্রকৃত মানুষ হওয়ার জন্য সততা থাকা আবশ্যক। যার মধ্যে সততা রয়েছে তার মাধ্যমে মানুষ অনেক কিছু শিখতে পারে। বর্তমান সময়ে সততা নিয়ে চলতে গেলে অনেক কিছুর সম্মুখীন হতে হয় তারপরও নিজের মধ্যে সততা রাখা জরুরি।

সততা নিয়ে চলতে গেলে সাময়িকভাবে কিছু সমস্যা হলেও সৃষ্টিকর্তা সেই মানুষকে অনেক বেশি পছন্দ করে থাকে। আর একজন মানুষ সততা নিয়ে চলতে গেলে জীবনে উন্নতি করতে অনেক কষ্ট সহ্য করতে হয়,, আর অসৎ পথে উন্নতি করতে গেলে খুব বেশি কষ্ট করতে হয় না খুব তাড়াতাড়ি সে উন্নতির শীর্ষে পৌঁছায়।

আত্মবিশ্বাস

আত্মবিশ্বাস হল নিজের প্রতি বিশ্বাস যেটা মানুষকে যে কোন কাজ করতে অনেক বেশি সাহায্য করে। পৃথিবীতে যেকোনো কাজ করার ক্ষেত্রে আত্মবিশ্বাস থাকা জরুরী। তাহলে সেই ব্যক্তি যে কোন কাজেই সফলতা অর্জন করতে পারবে। জীবনে যেকোন বিপদে পড়লে আত্মবিশ্বাস রাখতে হবে আর এই আত্মবিশ্বাস মানুষকে বিপদ থেকে রক্ষা করে। যারা জীবনে আত্মবিশ্বাস নিয়ে চলে তারা কখনো হেরে যায় না।

আর যারা আত্মবিশ্বাস নিয়ে চলে না তারা যে কোন কাজে সফলতা অর্জন করতে পারে না, মাঝপথেই তারা থেমে যায়। আর যদি আত্মবিশ্বাস নিজের প্রতি থাকে তাহলে যে কোন কাজ করতে সে ভয় পায় না। আর এই জন্যই নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখা জরুরি।

পরিশ্রমী

কোথায় রয়েছে পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। পৃথিবীতে যে মানুষগুলো সফলতা অর্জন করেছে তার পেছনেই রয়েছে পরিশ্রম। পরিশ্রম ছাড়া কোন মানুষই তার ভাগ্য পরিবর্তন করতে পারবে না।

আমি অনেক মানুষ দেখেছি তারা কিছু টাকা পাওয়ার পর আর পরিশ্রম করতে চায় না। তারা বসে বসে সেই টাকা খরচ করে খেতে চায় কিন্তু তারা এটা জানে না, বসে খেলে একটা সময় পর রাজার ভান্ডারও ফুরিয়ে যায়। তাই বলা যায় যে কোন মানুষের জন্যই পরিশ্রম অত্যন্ত প্রয়োজন।

"How do those qualities help to enhance us and others (including family and society)? Describe."
pexels-photo-313690.jpegpexels

মানুষ মানুষকে দেখে অনেক কিছুই শেখে।। তাই নিজের মধ্যে সততা থাকলে সেটা দেখে অন্য একজন মানুষ নিজেকে সঠিকভাবে পরিচালনা করতে পারে। আমি নিজের কথাই বলছি, আমি অনেক মানুষকে দেখি তারা নিজেকে কিভাবে পরিচালনা করেছে। আর সেটা দেখে সেইভাবে আমিও পরিচালনা করতে চাই যদি সেই মানুষ নিজেকে সঠিকভাবে পরিচালনা করে। তাই এখান থেকে বলা যায় অন্যের সততা দেখে অনেকেই নিজেকে পরিবর্তন করে।

পৃথিবীতে বহু মানুষ আত্মবিশ্বাস এর অভাবে নিজেকে সঠিকভাবে পরিচালনা করতে পারে না। আর যখন নিজেকে সঠিকভাবে পরিচালনা করতে পারে না তখন চলে যায় অন্য মানুষের পরামর্শ নিতে। আর যদি নিজের মধ্যে আত্মবিশ্বাস থাকতো তাহলে অন্যের কাছে পরামর্শ না নিয়ে নিজেই সেই কাজ করতে এগিয়ে যেত।

পৃথিবীতে মানুষ পরিশ্রম করে নিজের ভাগ্য পরিবর্তন করে। আর এই মানুষগুলোকে দেখে অনেকেই পরিশ্রম শুরু করে দেয় এবং নিজের ভাগ্য পরিবর্তন‌ করার চেষ্টা করে। সমাজে মানুষ অন্যকে দেখে অনেক কিছু শিখে থাকে বা নিজের মধ্যে পরিবর্তন করার সাহস যোগায়।

"Do you believe identifying self-mistakes and quality somehow makes us distinct? Justify your view."
pexels-photo-5875111.jpegpexels

বর্তমান সময়ে নিজের ভুল স্বীকার করে এমন মানুষ খুঁজে পাওয়া বিরল। নিজের ভুল বুঝতে পারা বা স্বীকার করা মানুষের অনেক বড় একটি গুণ। যে মানুষ নিজের ভুল নিজেই বুঝতে পারে, সে নিজেই নিজেকে উন্নতি করতে পারবে।

পৃথিবীতে এমন মানুষের অভাব নেই যারা নিজের ভুল শিকার না করে সেই ভুল অন্যের উপর চাপিয়ে দেয়, তারা কখনো প্রকৃত মানুষ হতে পারে না। আর যারা ভুল করার পর স্বীকার করে এমন মানুষ আমার অনেক পছন্দ আর যারা ভুল করে স্বীকার করে না এমন মানুষ আমার কাছে বিরক্তিকর।

আজকের এই কনটেস্টে, এই ছিল আমার ব্যক্তিগত মতামত । জানিনা প্রতিটি বিষয়ের কতটা সঠিকভাবে উত্তর করতে পেরেছি। হয়তো প্রতিটি বিষয়ের উল্লেখিত কথার সাথে সবাই একমত হবেন না। কিন্তু আমি আমার মত করে চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কনটেস্ট অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
একজন ভালো মানুষের জন্য অনেকগুলো সৎ গুণাবলী থাকা প্রয়োজন। তার মধ্যে আপনি তিনটে বিষয়ে আমাদের মাঝে উল্লেখ করেছেন।
তিনটে বিষের মধ্যে আমি পরিশ্রমী বিষয়টা নিয়ে কথা বলব।
সত্যিই ভাই পরিশ্রম হলো সৌভাগ্যের চাবিকাঠি। এই পৃথিবীতে যে পরিশ্রম করবে সেই সফলতার মুখ দেখতে পারবে। কেউ যদি বসে বসে স্বপ্ন দেখে তাহলে তার স্বপ্ন কখনোই পূরণ হবে না।

যাইহোক, আপনার প্রতিটি প্রশ্নের উত্তর খুব সুন্দর ছিল।
আপনার জন্য সবসময় শুভকামনা রইল। ভালো থাকবেন।

জি ভাই জীবনে ভালো কিছু করতে গেলে পরিশ্রম একজন মানুষের করতেই হবে।। এ পর্যন্ত যত মানুষ সফলতা অর্জন করেছে তার পেছনে রয়েছে কঠোর পরিশ্রম।।

ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ভালো থাকবেন।।

Loading...

আসলে মানুষের চরিত্রটাই এমন যে নিজের ভূল ঢাকার জন্য তার দায় কিভাবে অন্যের উপর চাপানো যায় সেটি নিয়েই সবাই ব্যস্ত থাকে।

ধন্যবাদ প্রতিযোগিতায় আমাকে ইনভাইট করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন।

একজন মানুষের মধ্যে অবশ্যই সততা আত্মবিশ্বাস পরিশ্রম এবং অন্যের প্রতি ভালবাসা। এগুলো অবশ্যই থাকতে হবে। তা না হলে জীবনে কখনোই উন্নত করা সম্ভব না। আমরা যদি শুধুমাত্র আমাদের কথা চিন্তা করি একটু একটু করে এগিয়ে যাই, দিন শেষে আমরা কখনোই সবার কাছে ভালো হতে পারব না। সেজন্যই অন্যের প্রতি ভালোবাসা টা থাকা খুব প্রয়োজন। আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর অসাধারণ ছিল। ধন্যবাদ ভালো থাকবেন।

আপনি খুবই চমৎকার কথা বলেছেন মানুষের মধ্যে সততা আত্মবিশ্বাস ভালোবাসা থাকা খুবই প্রয়োজন।। কিন্তু বর্তমান সময়ে প্রতিটা মানুষ শুধু নিজের চিন্তাই করি এটা কখনো উচিত নয়।। ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ভালো থাকবেন।।

বর্তমান সময়ে একটা জিনিস বেশ ভালোভাবেই বুঝতে পেরেছি, এবং নিজের জীবনের সাথে অনেকটা মিলিয়ে দেখেছি। সেটা হচ্ছে আমরা মানুষকে যতই সম্মান করি! আমাদের পরিশ্রম দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করি না কেন? দিনশেষে সেই মানুষগুলোই আমাদেরকে নিচে নামিয়ে দেয়ার চেষ্টা করে। আমাদের পরিশ্রমকে তেমন একটা মূল্যায়ন করে না। তাই আমি মনে করি আমাদের মূল্য যেখানে আছে, সেখানে থাকাটাই উত্তম এবং নিজের পরিশ্রমের দ্বারা এগিয়ে গিয়ে, অন্যের জন্য কিছু করার মধ্যে যে শান্তি রয়েছে। সেটা হয়তোবা সবাই উপলব্ধি করতে পারেনা। যারা করে একমাত্র তারাই উপলব্ধি করতে পারে। আপনাকেও ধন্যবাদ মূল্যবান মতামতের জন্য। ভালো থাকবেন।

সমাজে বর্তমান সময়ে এরকম মানুষের অভাব নেই, আপনি যাদেরকে সম্মান করবেন ভালবাসবেন দিন শেষে দেখবেন তারাই আপনাকে অবহেলা করছে কষ্ট দিচ্ছে।। আর হ্যাঁ এটা একদম সঠিক বলেছেন আমাদের মূল্য যেখানে যাওয়া উচিত যেখানে আমাদের সম্মান রয়েছে।।

আমরা এই পৃথিবীতে ক্ষণিক সময়ের জন্য এসেছি। দীর্ঘস্থায়ী সময় আমরা কখনোই এই পৃথিবীতে থাকতে পারবো না। তাই আমি যতটুকু সময় বেঁচে থাকব। ঠিক ততটুকু সময় অন্ততপক্ষে নিজের মান সম্মান বজায় রেখে বেঁচে থাকার চেষ্টা করব। তাই যেখানে আমাদের সম্মান থাকবে, সবার প্রতি ভালোবাসা থাকবে আমার এবং আমার প্রতি ভালোবাসা থাকবে সবার। সেখানেই আমরা থাকতে অনেক বেশি পছন্দ করি। এমন মানুষের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসাটাই উত্তম। যে মানুষটা আপনার ভালোবাসার উপেক্ষা করে, অন্য কারো সাথে আপনার তুলনা করবে। আর এখান থেকে আপনি বুঝতে পারবেন। সে মানুষটা আপনাকে কখনোই ভালোবাসে নি।

অনেক শিক্ষণীয় কিছু কথা বলেছেন সত্যিই আমরা পৃথিবীতে কয়দিনের জন্য এসেছি আর এসে যদি মানুষের সাথে খারাপ ব্যবহার করি তাহলে মৃত্যুর পরও তারা আমাদের খারাপ বলবে।। তাই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় মানুষের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলা প্রতিটি মানুষের উচিত।।

ক্ষণস্থায়ী জীবনের শেষ অল্প কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে, আর এর মাঝে যদি আমরা মানুষের মনে কষ্ট দেই, তাদের এই কষ্ট সারা জীবন থাকবে। আমাদের মৃত্যুর পরেও তারা মানুষের কাছে বলে বেড়াবে, আমরা তাদের সাথে খারাপ ব্যবহার করেছি। এতে করে সমাজে আমরা কখনোই ভালো হতে পারবো না। মৃত্যুর পরেও শান্তি পাবো না। তাই অন্ততপক্ষে মানুষের সাথে ভালো ব্যবহার করাটাই উত্তম।

এটা একদম সঠিক বলেছেন মানুষের খারাপ করলে মৃত্যুর পরও তারা সেটা মনে রাখে তাই পৃথিবীতে থাকাকালে মানুষের ভালো কাজ না করতে পারলেও ক্ষতি করা থেকে বিরত থাকা উচিত।।