Incredible India contest by @sduttaskitchen|The things I follow to rejuvenate myself.

in hive-120823 •  last year 
IMG_20231006_154552.pngedit canva

আমি সর্বপ্রথম এডমিন ম্যাম কে ধন্যবাদ জানাতে চাই, তিনি আজকে আমাদের জন্য এতো সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন এবং এখানে এত সুন্দর একটি বিষয় উল্লেখ করেছেন। আজকের এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা আমাদের স্টিমিটের বন্ধুদের মেজাজ খারাপ থাকলে বা মন খারাপ হলে তারা কি করে এই সম্পর্কে জানতে পারবো এবং আমি আমার মন খারাপ বা মেজাজ খারাপ হলে যা করি সেটি আপনাদের সাথে শেয়ার করব।।।

আজকের এই প্রতিযোগিতায় আমি আমার তিনজন বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আপনারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। @mdimran1 @mdsahin111 @mdrasel442

আপনার মেজাজ পুনরুজ্জীবিত করতে আপনি কি অনুসরণ করেন?

pexels-photo-3777568.jpegpexels

জীবনে চলার পথে অনেক সময় অনেক কারণে মেজাজ গরম হয়ে যায়।। এই মেজাজ গরম হলে একেক জন একেকটি কাজ করা থাকে।। অনেক মানুষ মেজাজ গরম হলে অদ্ভুত কিছু আচরণ করে আবার অনেকেই ঘরের জিনিস ভাঙচুর করে।। আবার এমন মানুষ রয়েছে তারা তাদের রাগ বউয়ের উপর প্রভাব ফেলায় এমনকি হাতও তুলে।।।।

আর বন্ধুরা আমার যদি কোন কারনে মেজাজ গরম হয়ে থাকে তখন আমি সর্বপ্রথম রুমে আসি আর দরজা বন্ধ করে দেই।।।। মোবাইলটা হাতে নিয়ে ইউটিউবে ঢুকে হিন্দি গান ফুল সাউন্ড দিয়ে হেডফোনটা লাগিয়ে শুনতে থাকি।।।।। যাতে করে বাইরের কোন সাউন্ড আমার কানে এসে না লাগে।।। আমার মেজাজ গরম হওয়ার সময় যদি বাইরের সাউন্ড আমার কানে আসে তখন আরো বেশি মেজাজ গরম হয়।।। আর এই জন্যই আমি এই কাজটি করে থাকি।।।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...owoTY5rZA1VW6PTtob4S1V8hJ81p6BJ6iDLiL5yMPJoP7RpoWctTTEprHqMrjyvGpA4oiXwx9yTTfy1gwfqmYjQa8Txww2BPtX7KqdUgAKF5GuFKfaymFTBhNN (1).png

কোন জিনিসগুলি আপনাকে সবচেয়ে বেশি বিরক্ত করে এবং আপনার মেজাজ পরিবর্তন করে?

bored-3126445_1280.jpgpixabay

আমাদের ছোট একটি দোকান রয়েছে আর দোকানটি আমার বাবা পরিচালনা করে।।। মাঝেমধ্যে অনেক কারণেই দোকানটা বন্ধ থাকে।।।। দোকানটা আমাদের বাসার কাছে হওয়ায় অনেক সময় অনেক কাস্টমার বাসায় ডাকতে আসে।।। যখন বাসায় ডাকতে আসে তখন বেশিরভাগ সময়ই আমি যাই কারণ বাবা অনেক কারণে ব্যস্ত থাকে।।। আর ওই সময় আমি দোকানে যাই কাস্টমারদের খরচ দিতে।।। কিন্তু এমনও কিছু কিছু সময় কাস্টমার আসে তখন সবচাইতে বেশি বিরক্ত লাগে এবং ফুল মেজাজ গরম হয়।।।।

মাঝে মাঝে আমি যখন রুমে শুয়ে থেকে আমার ফোনের কিছু কাজ করি বিশেষ করে ওই সময়গুলোকে কাস্টমার বেশি আসে।।।। তখন এতটাই বিরক্ত লাগে যেটা কাউকে বলে বোঝানোর মত না।।।।।। আর এই বিরক্ত রাগ চাপা দিয়ে দোকানে যেয়ে তাদের খরচ দিতে হয়।।।। অনেক সময় অনেক মানুষকে খরচ দেই না রাগ করে।।।। আর এটা আমার বাবাকে বলে দেয়।।।।।। মাঝে মাঝে আমি অনেক বকা ও শুনি।।। আমার কাছে সবচাইতে এটি বিরক্তকর লাগে।।।।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...owoTY5rZA1VW6PTtob4S1V8hJ81p6BJ6iDLiL5yMPJoP7RpoWctTTEprHqMrjyvGpA4oiXwx9yTTfy1gwfqmYjQa8Txww2BPtX7KqdUgAKF5GuFKfaymFTBhNN (1).png

আপনি কি কখনও অন্যদের তাদের মেজাজ পরিবর্তন করতে সাহায্য করেছেন (এটি শিশু বা বয়স্ক হতে পারে)? গল্প শেয়ার করুন।

pexels-photo-6255881.jpegpexels

হ্যাঁ এটা আমি অনেক‌ বার করেছি এবং এখনো ও করি।।। আমার বাসার পাশে এক আঙ্কেল আছে তিনি প্রায় প্রায় আমার আন্টির সাথে অনেক খারাপ ব্যবহার করে ও মারধর করে থাকে।।।। আর এই জন্য তিনি অনেকবার বাবার বাসায় গিয়েছে এবং কি আত্মহত্যা করার চিন্তা করে ছিল।।। আমি সেই আন্টিদের সাথে অনেকবার কথা বলেছি আর অনেক বুঝিয়েছি আর সে আমার কথা খুব সুন্দর ভাবে বুঝেছে।।।। আমার আন্টি এই কারণে অনেকবার অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছিল যেগুলো আমি তাকে নিয়ন্ত্রণে এনে দিয়েছি।।

এখনো মাঝে মাঝে তাদের বাসায় অনেক ঝগড়া হয় আর আংটি তখন আমার কাছে আসে আর সব বলে।।।।।। তখন আমি তাকে অনেক বুঝিয়ে সবকিছু থামিয়ে রাখি।।।।। আমার মনে হয় আমি যদি তাকে তার মেজাজ পরিবর্তন করে না দিতাম তাহলে সে অনেক ভুল সিদ্ধান্ত নিতো এবং কি বড় কোন দুর্ঘটনা এতদিনে হয়ে যেত।।।।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...owoTY5rZA1VW6PTtob4S1V8hJ81p6BJ6iDLiL5yMPJoP7RpoWctTTEprHqMrjyvGpA4oiXwx9yTTfy1gwfqmYjQa8Txww2BPtX7KqdUgAKF5GuFKfaymFTBhNN (1).png

বন্ধুরা আমি আজকের এই প্রতিযোগিতায় যে বিষয়টি ছিল তার আলোকে সবগুলো প্রশ্নের উত্তর সঠিকভাবে ও গুছিয়ে লেখার চেষ্টা করেছে,,, জানিনা কতটুকু গুছিয়ে লেখতে পেরেছি।।।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...owoTY5rZA1VW6PTtob4S1V8hJ81p6BJ6iDLiL5yMPJoP7RpoWctTTEprHqMrjyvGpA4oiXwx9yTTfy1gwfqmYjQa8Txww2BPtX7KqdUgAKF5GuFKfaymFTBhNN (1).png

তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।।।।।

6TcUrCfGYJ5GcQX6WMQSCZWGpUyWTEE6Ku6sbGr9WGNBzMtnH7nFEXKcWLyTh4cS9yyByJjpmP4e7FNXcRMS8X1kXLftzCMS3ucbFmVpgG...vrGr6outJQdYHNmS4v9wUp9JbZ1E3h2WvMtQuv1kFRcjE1g17AxSGF6nL3TzrmRhvnpiaXcfpZjJUXK9m477gjBcgkwRQhSEFxh5P6tbghBf3HuXgcaf8JTEzi.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

প্রথম আপনাকে ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতায় আমাকে ইনভাইট করার জন্য যদিও আমি এখনো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করি নাই ইনশাল্লাহ নিয়ত আছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। আপনার মেজাজ ঠিক করার জন্য যে পদ্ধতি অবলম্বন করছেন এটার যুক্তিসম্মত কিছু কারণ আপনি দেখিয়েছেন। ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

শুনে ভালো লাগলো আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।।। আর এত সুন্দর ভাবে কমেন্টস করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।।।

প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ,,, প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এরপর আমি দেখলাম আপনার মেজাজ খারাপ হলে। আপনি গান শুনেন,,, আসলে আপনার ক্ষেত্রে আর আমার ক্ষেত্রে অনেকটাই ভিন্ন। যাইহোক অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রতিযোগিতার প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দেয়ার জন্য।

আপনি যখন মোবাইলে কাজ করেন তখন কাস্টমার বেশি আশে। এ কারণেই আপনার অনেক বেশি মেজাজ খারাপ হয়। আসলে আমরা যখন একটা কাজ করি তখন ওই সময়টা যখন একটু কেউ বিরক্ত করে। তখন অনেক বেশি মেজাজ খারাপ হয়। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভাল থাকবেন।

অনেক সুন্দরভাবে কমেন্ট করেছেন আপু খুবই ভালো লাগলো।।।

এর সুন্দরভাবে প্রতিযোগিতা মূলক পোস্টটি ভাগ করে নিয়েছেন প্রার্থনা রইল আপনার পোস্টে সফল হোক এবং বিজয়ের মুখ দেখতে পান ভালো থাকবেন সুস্থ থাকবেন। আসসালামুয়ালাইকুম।

অলাইকুম আসসালাম আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন।।

ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো থাকবেন।

এটা জানতে পেরে খুবই ভালো লাগলো আপনার মেজাজ গরম হয়ে গেলে আপনি রুমে এসে কানে হেডফোন দিয়ে গান শুনেন। এমন মানুষ খুবই কম দেখা যায় ধৈর্য ধরে থাকাটা অনেক কঠিন ব্যাপার আপনি ধৈর্য ধরে রুমের ভেতরে গিয়ে গান শোনা নিজেকে সান্তনা করেন মোবাইলটি হাতে নিয়ে এটা শুনে আসলে অনেক ভালো লাগলো আমার কাছে।

ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে কমেন্ট করার জন্য।।

I have also often seen that people get angry and raise their hands on their wives, which is very wrong. You listen to Hindi songs to calm your anger. I also listen to them, it makes my mood very good.
Good luck with the contest 👍

আপনি আপনার মন ভালো করার জন্য হিন্দি গান গুলো শুনতে কানে হেডফোন লাগিয়ে।আর আপনার আরো একটি গুন আমি আমার পোস্টটি পড়ে জানতে পারলাম আপনি আপনার পাশের বাড়ির আন্টিকে তার মন ভালো করার জন্য আপনি খুব চেষ্টা করেন। অনেক ভালো লাগলো। পোস্ট টি পড়ে। ধন্যবাদ আপনাকে।

আপু আমার প্রতিযোগিতার পোস্ট পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে গুছিয়ে আপনার অনুভূতি গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই প্রতিযোগিতায় আপনাকে অংশগ্রহণ করতে দেখে আমার ও খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

আপনাকেও ধন্যবাদ সবসময় ভালো থাকবেন।।।