Incredible India monthly contest of February#1 by @sampabiswas|Experience of the beginning of the new year

in hive-120823 •  yesterday 

আশা করি সকলে ভাল আছেন এবং সুস্থ আছেন। অনেকদিন পর আবারও আপনাদের মাঝে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য উপস্থিত হয়েছি।। দীর্ঘ অনেকদিন হয় কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হচ্ছে না ,, বলা যেতে পারে ইচ্ছা করেই করা হচ্ছে না।। প্রথমেই আমি কো-অ্যাডমিন দিদিকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন ।

আমি শুরুতেই আমার প্রিয় কিছু বন্ধুদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমি আশা করি আপনারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন এবং মনের ভাব প্রকাশ করবেন। @karobiamin71 , @shuhad @rubina203

Tell us how you planned to spend the first day of 2025 and whether it was successful or not?

free-photo-of-festive-2025-light-display-in-urban-setting.jpegpexels

২০২৪ সাল পেরিয়ে আমরা নতুন বছরে পা রেখেছি আর এই নতুন বছরে প্রথম দিন ঘিরে অনেকের অনেক পরিকল্পনা থাকে। যদিও পূর্বপুরুষের রীতিমতো বর্তমানে নতুন বছরগুলো শুরু হয় না। কারণ আমি ছোট থেকে দেখতাম এই নতুন বছরে প্রথম দিনে কোন মানুষ কোন জিনিস কাউকে ধার দিত না টাকা-পয়সার থেকে শুরু করে বাড়ির যেকোনো জিনিস কাউকে দেওয়া নিষেধ।

এছাড়াও একটা জিনিস এখনো আমার নজর কাড়ে সেটি হচ্ছে এই ইংরেজের প্রথম দিনে কোন দোকানদার বাকি দিত না শুধু ইংরেজি না পহেলা বৈশাখেও একই নিয়ম পালন করতেন তারা।। সময়ের সাথে সাথে আজ যেন সব বিলুপ্তির মুখে কারণ আজ আর সে নীতি কেউ মানে না।।

বছরের প্রথম দিনটা পরিবারের সাথে কাটিয়েছি, যদিও বোন প্রতিবছরে আমাদের বাসায় থাকে কিন্তু এ বছরে ভাইয়ের ছুটি না থাকায় তারা একাই বছরের দিনটি অতিবাহিত করেছে।। কিন্তু ফোনে দীর্ঘ সময় বোনের সাথে কথা হয়েছে এছাড়াও পরিবারের সাথে খুবই আনন্দের সাথে প্রথম দিনটি অতিবাহিত করেছি।।

To welcome the new year, do you value time spent with friends or family more and why? Tell about it.

pexels-photo-6194304.jpegpexel

নতুন বছর আসলেই মানুষের মধ্যে একটা অন্যরকম আনন্দ কাজ করা শুরু করে বিশেষ করে রাত বারোটার পর থেকে শুরু হয়ে যায় নতুন বছরের আনন্দ।। ফোনে এসএমএস ও ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে মানুষ তাদের নতুন বছরের বার্তা সবাইকে পৌঁছে দেয়। বন্ধুবান্ধব থেকে শুরু করে সকলেই একই রকম কাজ করে থাকে।। এছাড়াও আমি আমার পছন্দের মানুষ থেকে শুরু করে আমার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে সকলকে আমি আলাদা ভাবেও অভিনন্দন জানাই।

আর ঘুম থেকে ওঠার পর পরিবার ও আমার বোনকে আমি নতুন বছরের শুভেচ্ছা জানাই,, তারাও আমাকে শুভেচ্ছা জানাই।। আর হ্যাঁ আমি অবশ্যই নতুন বছরকে আমি আমার পরিবারের সাথে সময় কাটাতে সবচাইতে বেশি মূল্য দেই।। কারণ সবার আগে আমার পরিবার তাই আমি পরিবারকে সবার আগে প্রাধান্য দেই।।

In the first month of the new year, tell about an event in your life from which you learned something that will help you on your way for the rest of your life.

free-photo-of-happy-woman-in-santa-hat-looking-at-city-lights.jpegpexels

আমাদের জীবন নিয়ে নতুন বছরের প্রথম দিনে আমরা নানার রকম পরিকল্পনা করে থাকি। এছাড়াও পুরাতন বছর থেকে শিক্ষা নিয়ে আমরা নতুন বছর নতুন ভাবে তৈরি করার অঙ্গীকার করে থাকি। আর আমরা চেষ্টা করি সেই ভাবে আমাদের জীবনকে গুছিয়ে নিতে।।

নতুন বছরের প্রথম দিনে আমাকে আমার বোন অনেক পরামর্শ দেয় জীবন সম্পর্কে।। আর বোনের কথাগুলো আমাকে অনেক কিছু শেখাই এবং আমি সেই কথাগুলো অনুযায়ী জীবন পরিচালনার চেষ্টা করছি। আসলে আমাদের আপন মানুষগুলো কখনো আমাদের খারাপ চায়না তারা সবসময় আমাদের ভালো চায় আর সেই জায়গা থেকে তারা সবসময় আমাদের ভালো উপদেশ দিবে এটাই স্বাভাবিক।।

আসলে আমরা অনেক সময় অনেক ভুল সিদ্ধান্তের মধ্যে থাকি আর যখন আমাদের কেউ সেই সিদ্ধান্তর সঠিক পরামর্শ দিয়ে তখন আমরা বুঝতে পারি আসলে আমাদের চিন্তাভাবনা ভুল ছিল।। আর সেই পরামর্শ কে কাজে লাগিয়ে আমরা আমাদের জীবন সুন্দরভাবে গঠন করতে পারি।।

তো বন্ধুরা এই ছিল আমার নতুন বছরের পরিকল্পনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...