হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমার কবিতর লালন পালন সম্পর্কে আপনাদের মাঝে আমি তুলে ধরবো। আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল কবিতা লালন পালন করবো। এজন্য আমি আমার বাবাকে বললাম আমাকে কবিতর কিনে দাও। একদিন আমার বাবাকে নিয়ে বাজারে গেলাম যেখানে কবুতর এবং সব ধরনের পশু পাখি পাওয়া যায়। সেই বাজার থেকে আমি চারটি কবুতর কিনে নিয়ে এসেছিলাম। বাড়িতে কবুতর কিনে নিয়ে আসার পর আমি তাদের নিয়ে খুবই যত্নশীল হয়ে পরি তাদের উপর।
কবিতরকে আমি যত্ন করার কারণে আরো সুন্দর হয়ে উঠল সেই কবুতরগুলো। এবং দুই মাস যাওয়ার পরে ডিম দিতে শুরু করলো এরপর ২১ দিন পর দুইটি বাচ্চা উঠলো বাচ্চা গুলোকে এই কবিতর মা তাদেরকে খুব যত্ন সহকারে ঠোঁট দিয়ে খাবার খাওয়াতে শুরু করলো। যখন সেই বাচ্চাগুলো ধীরে ধীরে একটু বড় হতে শুরু করলো আমি তাদেরকে হাত পোষা বানানোর চেষ্টা করলাম। দীর্ঘ একমাস এই কবুতর বাচ্চাকে আমি ট্রেলিং দিলাম আমার হাত পোষা বানানোর জন্য। যখনই কবুতরকে ডাকি তখনই সে আমার কাছে চলে আসে। কয়েক মাস যাওয়ার পর ধীরে ধীরে আমার বাড়িতে আরো কবিতর হতে শুরু করলো। এতগুলো কবিতর হওয়ার কারণে আমার খুবই আনন্দ হচ্ছে। যা আমার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো অবশ্যই আমার পূরণ হবে। আমি এগুলোকে খুবই ভালোবাসি।
আমরা যখনই কোন পশু লালন পালন করব তাদেরকে ভালোবাসতে হবে। এবং তাদের ওপর যত্নশীল হতে হবে তাহলে আপনার বাড়িতে সেই প্রাণী সুন্দর ভাবে বড় হবে এবং অনেক ভালো থাকবে। নিজ বাড়িতে আমি আরও বেশি করে এই কবিতরগুলো করবো। এবং ছোট একটি ফার্মিং করবো সেখানে অনেকগুলো কবুতর থাকবে। আমি সকাল বিকাল দুপুর সেখানে তাদের খাবার দিয়ে যত্ন করবো। এবং সব সময় তাদের খেয়াল করবো আমি পোষা প্রাণী কবিতরগুলোকে আমি কখনোই কষ্ট পেতে দিব না। আমার যে স্বপ্ন ছিল আমার সেই স্বপ্ন পূরণ ইচ্ছার জন্য আমি তাদেরকে সব সময় সুন্দর করে রাখতে চাই। যত বেশি বেশি এদের ওপর যত্নশীল হব তারা তত আরো সুন্দর ভাবে আমাদের এখানে থাকতে পারবে। কবিতর আকাশে উড়লে কত সুন্দর লাগে যা দেখলে চোখ ফেরানো যায় না। সৃষ্টিকর্তা অনেক কিছু সৃষ্টি করেছে নিজ হাতে। গরু ছাগল হাঁস মুরগি কবিতর এগুলো আমরা নিজ হাতে লালন পালন করব। এজন্যই আমাদের জন্যই এগুলো সৃষ্টি করেছে।
আপনাদের মাঝে আমার শখের কবিতরগুলোকে নিয়ে। অনেক সুন্দর ভাবে গল্প তুলে ধরেছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন।
কবুতর খুবই শান্ত প্রিয় একটা প্রাণী। যেটা সঠিকভাবে পালন করলে,,,, অনেক বেশি লাভবান হওয়া যায়।
কবুতর সঠিকভাবে সুন্দরভাবে যদি পালন করা যায়। তাহলে আমি মনে করি এটা খুবই ভালো একটা প্রাণী। যেটা আমাদের বাড়ির মধ্যে অল্প জায়গার মধ্যে আমরা অনেক বেশি পরিমাণে পালন করতে পারি। অবশ্যই পশুপাখিকে ভালোবাসা উচিত,,, কারণ ভালবাসলেই,,, আমরা তাদেরকে সঠিকভাবে পালন করতে পারবো।
অসংখ্য ধন্যবাদ আপনাকে,,,, আপনার পালিত কবুতর সম্পর্কে আমাদের সাথে আলোচনা করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit