হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমার ডায়েরি গেম নিয়ে। আজকে সকালে ঘুম থেকে উঠলাম এরপর প্রথমে আমিও ফ্রেশ হলাম। এরপর সকালের নাস্তা করলাম তারপর ব্যায়াম করতে বের হয়েছিলাম। যেহেতু সকালে একটু ঠান্ডা থাকে শরীর সুস্থ রাখার জন্য আমি ব্যায়াম করতে বের হয়েছি। দীর্ঘ এক ঘন্টা সময় ব্যায়াম করলাম এরপর আমি বাসায় ফিরে আসলাম। আজকে আমার চাকরির ছুটির দিন তাই আমি নিজের চিন্তা করলাম। আজকে খুব ভালো একটি রান্নার ব্যবস্থা করবো এজন্য আমি টাকা নিয়ে বাজারে রওনা দিলাম।
আমি যখন বাজারে পৌঁছালাম তখন দেখলাম বাজারে অনেক ভিড় এবং অনেক মানুষ দেখা যাচ্ছে। যেহেতু আজকে অনেক মানুষেরই চাকরি ছুটি দিন রয়েছে । প্রথমে আমি কাঁচা সবজির দোকানে গেলাম সব রকমের সবজি অল্প অল্প পরিমাণ মতো কিনলাম। আমার পছন্দের মাছ কিনলাম। পাঙ্গাস মাছ বাজার মাছ কেটে পরিষ্কার করে নিয়েছিলাম। আমি চাঁপাইনবাবগঞ্জে চাকরির জন্য থাকি। এখানে আমের বিখ্যাত বাগান রয়েছে আমার নিজের খাওয়ার জন্য আমি কিছু পরিমাণ টাকার আম কিনলাম।
চাঁপাইনবাবগঞ্জে এ বাজারটি অনেক বড়ই । বাজার থেকে বের হওয়ার আগে তখন আমার কুশারের রসের কথা মনে পড়লো। এখানে বিক্রয় করা হচ্ছে। আমি ২০ টাকা দিয়ে এক গ্লাস কুশারের রস খেলাম। এরপর আমি আমার নিজের বাসায় রওনা দিলাম। এরপর আমি দুপুরে রান্নার করার জন্য প্রস্তুতি নিলাম। আমার পছন্দের মাছ পাঙ্গাস দিয়ে মাছের ঝোল তৈরি করলাম। এরপর দুপুরে গোসল করে নামাজ আদায় করে দুপুরের খাবার খেলাম।
বিকেলবেলা আমি নদীর ভ্রমণের জন্য বের হলাম। আমি প্রকৃতিকে অনেক ভালোবাসি। এবং প্রাকৃতি পরিবেশের সৌন্দর্য দেখতে সুন্দর লাগে। এখানে অনেক সুন্দর সময় কাটালাম। আমি যখন এই নদীতে বিকেল বেলা ঘুরতে আসলাম। আমার সেই ছোটবেলার বন্ধুদের কথা মনে পড়লো। বন্ধুদের নিয়ে নদীর এপার ওপার যাওয়া আসা করতাম সাঁতার কেটে। এই সময়টুকু আর আমরা কখনোই ফিরে পাবো না।
আমার ভিতরে এই পুরানো দিনের কথাগুলো শেষ না হতেই। হঠাৎ করে আমার এক মাঝি ভাইয়ের সাথে দেখা হলো। এই মাঝি ভাই এখানে নৌকায় মানুষ উঠে নিয়ে নদীর এপার ওপার করিয়ে দেয়। মাঝি ভাইয়ের সঙ্গে পরিচয় হয়ে অনেক ভালো লাগলো এবং তার সঙ্গে অনেক গল্প করলাম। বিকেল বেলা আমার এখানে এসে অনেক ভালো লাগলো বিকেলবেলা নদীর ভ্রমণ করতে এসে । একটি গানের কথা মনে পড়লো। যা-ও পাখি বলো তারে। সে যেনে ভোলে না মোরে। সুখে থেকো ভালো থেকো মনে বন্ধ এই আমারে। বুকের নুনাব্যাথা চোখে আমার ঝরে কথা।। সুখে থেকো ভালো থেকো। মনে বন্ধ এই আমারে এই গান গাইতে গাইতে আমি আমার নিজ বাসায় ফিরে আসলাম। এরপর রাতের বেলা ফ্রেশ হয়ে হালকা নাস্তা করলাম। এবং আমার অনেক কাজ ছিল সেই কাজ করলাম। আমার সেই কাজগুলো শেষ হয়ে গেলে আমি ঘুমিয়ে পড়লাম।
এভাবে আমার আজকের এই চাকরি ছুটির দিনে দিনটি কাটিয়েছি। আমি আপনাদের মাঝে ডায়েরি গেমের মাধ্যমে আমি শেয়ার করেছি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
বিকাল বেলা ঘোরাঘুরি করতে আমারও অনেক ভালো লাগে, (ঠিক আপনার মতই) কিন্তু আপনি যে নদী ভ্রমন করছেন এর আনন্দটা অন্যরকম নদীর স্রোতে ঠান্ডা বাতাস বয়ে চলে। নদীর বুকে নৌকা চালালে গান গাইতে ইচ্ছা করে।
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ,ভালো একটি দিন অতিবাহিত করেছেন এবং দিনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের কাছে শেয়ার করছেন।
আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit