![]() |
---|
ছুটির দিনগুলোর আগের রাতে সুযোগ পেলেই একটু আড্ডাবাজিতে মেতে উঠতে মনে চায়।বাসায় আত্মীয় স্বজন থাকায় সেটা আরও উদ্রেক যোগায়।বৃহস্পতিবার অফিস শেষ করে বাসায় আসতে প্রায় রাত ৯:২০ বেজে গেল।এরপর বাসায় পৌঁছেই পুনরায় বের হয়ে বজার সদাই শেষ করে বাসায় গিয়ে বিশ্রাম নিতে নিতেই ঘড়ির কাটায় ১১ টা বেজে গেল।এরপর খাওয়া দাওয়া শেষ করে গল্প করতে করতে অনেক রাতে ঘুমিয়েছিলাম। তাই শুক্রবার ঘুম থেকে উঠতে দেরি হয়।ঘুম থেকে উঠেই বাজারের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম।বাইতিপাড়া বাজারে গিয়ে কিছু সবজি কিনে বাসায় ফিরলাম।
![]() |
---|
বাসায় এসে ফ্রেশ হয়ে দেখি টেবিলে খাবার দিয়েছে,আমার অতি পছন্দের খাবার "ফ্যানা ভাত"। রাতের বানানো পাটিস্যাপ্টা পিঠা খাওয়ার কথা মনে হতেই মনটা ভালো হয়ে গেল।কারণ এই পিঠাটা আমার খুব পছন্দের। কয়েক পিচ পিঠা খেয়ে সকালের খাওয়ার পর্ব শেষ করলাম। সকালের খাবার শেষ করে আবার একটু ঘুম দিই।ঘুম থেকে উঠে বাসার কিছু অগোছালো কাজ গুছিয়ে স্নান সেরে নিলাম।বাসায় আমার এক শ্যালিকা থাকায় সে বাইরে ঘুরতে যেতে চাইল।তাই আমরা পরিকল্পনা করলাম আজ কোথাও থেকে ঘুরে আসব।দুপুরের খাবার খেয়ে নিলাম আমরা এরপর বাইরে যাওয়ার তাড়া পড়ে গেল।আমরা প্রথমে চলে গেলাম খুলনা নিউ মার্কেট। সেখানে যদিও কিছু কাজ ছিল তাই প্রথমে কাজ গুলো মিটিয়ে আমরা আড্ডা দিতে থাকলাম।আজ আবার ১৪ ই ফেব্রুয়ারী, তাই এখানে স্বাভাবিক সময়ের তুলনায় লোকজনের সমাগম বেশি।
![]() |
---|
নিউ মার্কেট থেকে হালকা খাবার খেয়ে আমরা ওখান থেকে চলে এলাম সাউথ সেন্ট্রাল রোডে।সেখানের একটা রোডসাইড টং এর খাবার আমার খুব ভালো লাগে।সেখান থেকে আমরা পছন্দ মতো খাবার খেলাম।এরপর হাঁটতে হাঁটতে পিটিআই মোড়ে গিয়ে কিছু সবজি কিনলাম।তারপর হাঁটতে হাঁটতে বাসার উদ্দেশ্যে রওয়ানা করি।বাসায় পৌঁছে দেখি রাত ৯ টা বাজতে চলেছে।আমার অনলাইনে একটা ক্লাস ছিল তাই দ্রুত সেখানে জয়েন করি।ক্লাস শেষ হতে হতে প্রায় রাত ১১ টা বেজে গেল।এরপর ডিনার করে কিছু সময় ফোন ব্রাউজ করলাম।
![]() |
---|
এরপর একে একে সাঙ্গ পাঙ্গ আমার রুমে এলো লুডু হাতে।তাদের ইচ্ছা আমার সঙ্গে লুডু খেলবে।এরা আমাকে কখনোই এই খেলায় হারাতে পারে নাই।তাই আজ পণ করে এসেছে আমাকে হারিয়েই উঠবে।কিন্তু তারা আমাকে আজও হারাতে পারে নাই।এসব করতে করতে রাত প্রায় ২:৩০ টা বেজে গেল।এরপর না ঘুমালে শরীর আর সঙ্গ দিবে না তাই ঘুমাতে চলে গেলাম।
তো বন্ধুরা আজ এ পর্যন্তই।আমার পোস্টটি পড়ে কেমন লাগল তা কমেন্টে জানাবেন।
Device Name: | One Plus |
---|---|
Camera: | 48 Megapixel |
Shot by: | saha10 |
location: | Bangladesh🇧🇩 |