![]() |
---|
শনিবার ছুটির দিন,তবে শনিবার আসলে মনটা একটু খারাপ হয়ে যায়।কারন ছুটির দিনটা শেষ হলেই আবারও ব্যস্ত সময় শুরু হয়ে যায়।আজ আবার অফিসের পিকনিক ছিল।সেখানে যাওয়া থেকে অনেক কষ্টে নিজেকে বিরত রাখতে সক্ষম হয়েছি।যাইহোক আজ দিনটা শুরু হয় সকালের বাজার করার মাধ্যমে।আজ সকালে ছোটভাই আকাশ কে সঙ্গে নিয়ে বাজার করতে যায়।প্রথমে আমরা বাইতিপাড়া বাজারে যায়। সেখান থেকে চলে যায় বড় বাজার।বড় বাজারের মাছ মাংসের বাজার আমার খুব অপছন্দের জায়গা।কারণ সেখানে খুব বেশি বিকল্প থাকে না।কিন্তু সেখানেই যেতে হয় কারণ মাছ মাংস কেটে আনার লোক ওখানেই পাওয়া যায়।যাইহোক বাজারে গিয়ে মাছ মাংস কিনলাম।সেগুলো কাটিয়ে আনতে আমাদের প্রায় ১১:২০ বেজে গেল।বাসায় এসেই স্নান করতে চলে গেলাম,কারণ মাছের বাজারে গেলে একটু অস্বস্তি অনুভব হয়।
![]() |
---|
বাজারের কাজ শেষ করে একটু বিশ্রাম নিব এমন সময় আবার ফোন এলো এক আত্মীয়ের, তাকে নিয়ে আবার ডাক্তারের কাছে যেতে হবে।এদিকে বাসায় গেষ্ট রয়েছে,তাদের ও আজকে আমার সাথে একটা মেলায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে।যেহেতু দুই দিকেই সামলাতে হবে তাই ডাক্তার দেখানোর কাজটা বিকালে রাখলাম।এরকিছু পরই দুপুরের খাবার টেবিলে দেয়া হলো।সবাই একসাথে খেতে খেতে নানা বিষয় নিয়ে আলোচনা করলাম।
![]() |
---|
দুপুরে খাবার খাওয়া শেষ করে আর দেরি করলাম না।ডাক্তারের সাক্ষাৎ পাওয়ার প্রত্যাশায় বেরিয়ে পড়লাম।এদিন ভাগ্য অনেক সুপ্রসন্ন থাকায় ডাক্তার দেখানোর কাজটা যাওয়া মাত্রই শেষ হলো।তাদেরকে নিয়ে একটা অটোতে তুলে দিয়ে বাসায় ফিরলাম।বাসায় ফিরতে ফিরতে মোটামুটি সন্ধ্যা ঘনিয়ে এসেছে।আমি পৌছানোর আগেই সবাই বের হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছিল।এরপর আমরা শিল্প ও বানিজ্য মেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম।বানিজ্য মেলা বলতে আমি জানি বেশ বড় পরিসরের একটা মেলা।কিন্তু এই মেলা হচ্ছে নগরীর অন্য প্রান্তের একটা ছোট ময়দানে।কাজেই এখানে এসে যে মন ভরবে না তা বুঝতে বাকি রইলো না।
![]() |
---|
মেলার প্রবেশদ্বারে সবাইকে দাড় করিয়ে রেখে টিকেট কাটতে গেলাম।টিকেট কেটে ভিতরে প্রবেশ করে দেখলাম প্রচন্ড ভিড়।আমার অনুমানই সঠিল হলো,মেলায় মানুষের সমাগম থাকলেও কোয়ালিটি সম্পন্ন পন্যের দোকানপাট নাই বললেই চলে।ওখানে আমার একজন কলিগের সাথে সাক্ষাৎ হলো।সেও তার পুরো পরিবার নিয়ে মেলায় এসেছে।মেলায় ঘোরাঘুরি করে আমার সহধর্মিণী তার প্রয়োজনীয় কিছু জিনিস ক্রয় করে নিল।এরপর আমরা ৮:২০ নাগাদ বেরিয়ে এলাম।সেখানে থেকে বাসায় ফিরে হালকা নাস্তা সেরে বিশ্রাম নিলাম।পরের দিন অফিস থাকায় দ্রুত খাওয়া দাওয়া সেরে ঘুমাতে চলে গেলাম।
তো বন্ধুরা আজ এ পর্যন্তই।আমার পোস্টটি পড়ে কেমন লাগল তা কমেন্টে জানাবেন।
Device Name: | One Plus |
---|---|
Camera: | 48 Megapixel |
Shot by: | saha10 |
location: | Bangladesh🇧🇩 |