![]() |
---|
অনেক দিন পর আজ লিখতে বসেছি। ভাল লাগছে অনেক দিন পর চেনা প্লাটফর্মে নতুন করে কাজ করতে পেরে।কয়েক মাস যাবত এত বাজে সময় কাটিয়েছি তা নিজেই আর মনে করতে চায় না।যাইহোক অনেক দিন পর গত শুক্রবার ও শনিবার পরিবারের সাথে একটু রিলাক্সে সময় কাটাতে পেরেছি।বাসায় কিঋু আত্মীয় ছিল তাই রাতের খাওয়া দাওয়া সেরে তাদের সাথে কিছু সময় কাটালাম।তাই রাতে ঘুমাতে দেরি হয়ে যায়।পরের দিন থেকে অফিস থাকায় এটা স্বভাবতই একটু সমস্যা সৃষ্টি করে ফেলে।সকালে ঘুম ভাঙে নির্ধারিত সময়েই। মোবাইলে এলার্ম বাজলেই উঠে পড়তে হয়।এত সকালে উঠতে ইচ্ছে না করলেও কিছু করার থাকে না।
![]() |
---|
এরপর স্নানাদি সেরে সকালের খাবার খেয়ে বেরিয়ে পড়ি অফিসের উদ্দেশ্যে। আজ বাইরের তাপমাত্রা ঠান্ডা না থাকায় জ্যাকেটটা হাতে করে নিয়ে বেরিয়ে পড়লাম।কিন্তু ভয়ানক কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে চারপাশ।বাসা থেকে বেরিয়ে কিছু দূর হেঁটে গিয়ে অটো ধরলাম।রূপসা ঘাটে নেমে ট্রলারে উঠবার সময় মনে হলো এদিকটায় কুয়াশার পরিমাণ আরও বেশি।মাত্র ১০/১৫ হাত দূরে কি আছে তাও দেখা যাচ্ছে না আজ।ট্রলার ঘাট থেকে ছাড়ার পর অন্য ঘাটে পৌছানোর বদলে বেশ খানিকটা দূরে চলে গিয়েছিল।পুনরায় সেটা ঘাটে ভিড়লে তড়িঘড়ি করে নেমে ফকিরহাট পৌঁছানোর অটোতে উঠলাম।
![]() |
---|
এরপর আমার বাইকে চড়ে বাকিটা পথ আসতে হবে।ফকিরহাটে আমাদের একটা ছোট ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।সেখানেই বাইকটা থাকে বন্ধের দিনগুলোতে।বাইকে চড়ে সি এন্ড বি মোড়ে এলাম।ঘন কুয়াশার চাদরে রাস্তায় চলাচল কঠিন হলেও কিছু করার ছিল না।সেখানে আমার কলিগ আগে থেকে দাড়িয়ে ছিল আমার জন্য। অন্যান্য দিনগুলোতে আমরা এখানে একটু বিরতি দিই।কিন্তু আজ দেরি হওয়ায় সরাসরি অফিস চলে গেলাম।
অফিসে ঢোকার পর স্যার সবাইকে নিয়ে কিছু সময় মিটিং করলেন।এরপর নিত্য দিনের কাজের মধ্যে ডুব দিলাম।কাজ করতে করতে কখন বেলা ১ টা বেজে গেছে কিছুই ঠিক পায়নি।এরপর লাঞ্চে চলে গেলাম।লাঞ্চ সেরে আসার পর ঘুম পাচ্ছিল কিন্তু সেটা করলে তো আর চলবে না।এক কাপ কফির মাধ্যমে ঘুম কে নিবারণ করলাম।এরপর অফিসের কাজ শেষ করে ৬ টা নাগাদ অফিস থেকে বের হলাম।
![]() |
---|
রাতের রাস্তা খুবই ভয়ানক লাগে আমার কাছে।বেশ খানিকটা পথ চলাচলের অযোগ্য, তাই অতিরিক্ত খেয়াল রেখে বাইক রাইড করতে হয়।আমরা আবারও সি এন্ড বি এসে থামলাম,কিছু সময় আড্ডা দিলাম চায়ের কাপে চুমুক দিতে দিতে।আজ গ্রামের বাড়িতে চলে গেলাম।এরপর স্নান সেরে তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে নিলাম।রাতের খাবার খেয়ে ফোন ব্রাউজ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না।
তো বন্ধুরা আজ এ পর্যন্তই।আমার পোস্টটি পড়ে কেমন লাগল তা কমেন্টে জানাবেন।
Device Name: | One Plus |
---|---|
Camera: | 48 Megapixel |
Shot by: | saha10 |
location: | Bangladesh🇧🇩 |
বেশির ভাগ সময় আমরা সকালে ঘুম থেকে ইচ্ছা না থাকলেও উঠি৷ কারণ, আমাদের সব সময় কোনো না কোনো কর্ম ব্যস্ততা থাকে।
আপনার পোষ্টের পড়া এবং ছবি দেখে জানতে পারলাম অনেক কুয়াশা ছিল দিনটা৷ যদিও আমাদের এদিকে এখন গরম চলে আসছে বলা যায়। কুয়াশার দেখা পাওয়া যায় না।
বেশ সুন্দর ভাবে দিনলিপিটা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ পোষ্টটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেকদিন বাদে আবারো আপনাকে আমাদের সাথে দেখতে পেয়ে ভালো লাগলো আসলে আমাদের জীবনে ব্যস্ততা আছে তবে সেই ব্যস্ততা কাটিয়ে আপনি যদি একটু সময় এখানে দিতেন তাহলে আরো বেশি ভালো হতো নিজের দৈনন্দিন কার্যক্রম খুব সুন্দরভাবেই আমাদের সাথে শেয়ার করেছেন সকালবেলা ঠান্ডা না থাকলেও কুয়াশার পরিমাণটা অনেক বেশি তাই অনুরোধ করবো রাস্তায় গাড়ি চলাচল করতে খুব সাবধানে চলাফেরা করবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার একটা দিনের কার্যক্রম শেয়ার করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit