ছুটির দিনগুলোর প্রধান কাজ বাজারে যাওয়া।সপ্তাহের মাঝে একদিনের ছুটি একটু আনন্দ দিলেও কাজের শিডিউল মনে পড়লে মুহূর্তেই সেটা উবে যায়।ছুটি থাকায় গতরাতে ঘুমিয়েছি দেরিতে কিন্তু সকাল না হতেই গরমের তীব্রতাই ঘুম ভেঙে গেল।কিছু সময় এপাশ ওপাশ করে উঠে পড়লাম। বাজারে যেহেতু যেতেই হবে তাই একদম সকালেই বাজারে গেলাম।কিন্তু আজ বাজারে তেমন কোন সবজি তথা মাছের দোকান বসেনি।সামান্য কিছু সবজি কিনে বাসায় ফিরে এলাম।বাসায় ফিরে সকালের খাবার টা খেয়ে নিলাম।কারণ পুনরায় অন্য কোনো বাজারে যেতে হবে।খাওয়া দাওয়া শেষ করে মিস্ত্রিপাড়া বাজারে গেলাম আকাশ কে নিয়ে।
এই বাজার টা আমার বেশ ভালো লাগে।মোটামুটি সব কিছু পাবেন এই বাজারে এলে।তবে পন্যের দাম একটু চড়া।বাজারে ঢুকে কিছুক্ষন বাজার বিশ্লেষণ করলাম ঘুরে ঘুরে।এরপর মাছ মাংস কেনা শুরু করলাম।কয়েক প্রকার মাছ কিনে আমরা পুনরায় বড় বাজার গেলাম।ওখানে মাছ কাটাতে নিয়ে গেলাম।ওখান থেকে আরও কিছু মাছ কিনে বাসায় এলাম।বাসায় পৌঁছাতে বেলা ১২:২০ বেজে গেল।এতটাই ক্লান্ত লাগছিল যে মনে হচ্ছিল এখনি মরে যাব! কিছু সময় বিশ্রাম নিয়ে স্নানে চলে গেলাম।সেখান থেকে বেরিয়ে মুড়ি আর খেজুরের গুড় নিয়ে বসলাম বিছানার উপর।
শারিরীক ক্লান্তি কখন যে আমাকে ঘুম পাড়িয়ে দিয়েছে আমি কিছুই বুঝতে পারিনি।ঘুম ভাঙলে দেখি বেলা ২:৪৫ বাজে।টেবিলে খাবার সাজিয়েছে তাই বউ ডেকে নিল।খাওয়া দাওয়া শেষ করলাম কিন্তু ডাইনিং এর ফ্যানটা খুব সমস্যা করছিল তাই খেতে বসে ঘেমে গেলাম একদম।এই ফ্যানটি আগেও রিপেয়ার করেছি তাই আর রিপেয়ার করে সময় নষ্ট করার কথা ভাবনায় আনলাম না।
এরই মধ্যে বাসার সামনে তরমুজ বিক্রি করতে এলো ভ্যানে করে।দাম শুনে বেশ ভালো লাগল।দাম কম হওয়ায় দুইটি তরমুজ নিলাম তার কাছ থেকে।কেটেও নিলাম না তরমুজ গুলো তাকে বিশ্বাস করে।একটু পর কেটে দেখি তরমুজের কালার একদম সাদা।মনে হচ্ছে কোনো ফর্সা হওয়ার ক্রিম মেখে একেবারেই সাদা হয়ে গেছে। মেজাজ খারাপ হলেও কিছু করার নাই।ভালো রকম একটা অভিজ্ঞতা হলো এটা নিয়ে।যেহেতু এটা খেতে সুস্বাদু হবে না তাই বউ বলল সরবত বানানো যায় কিনা সেটা দেখ।সঙ্গে সঙ্গে বর্তমানের ট্রেন্ড মোহাব্বতি সরবত বানানোর কাজে বসে গেলাম।
সরবত বানিয়ে খেয়ে বেশ তৃপ্তি এলো।এরপর পুনরায় বাজারে যাওয়ার পালা।ফ্যান কিনতে আবারো বাজারে গেলাম।ভেবেছিলাম শুক্রবার ফ্যানটা লাগিয়ে নিব।কিন্তু কিনে এনেই বসে পড়লাম ফ্যান লাগাতে।ফ্যান লাগাতে লাগাতে সন্ধ্যা ঘনিয়ে এলো।তারপর কিছু সময় নতুন ফ্যানের বাতাস উপভোগ করে স্নান সেরে বিশ্রাম নিলাম।রাতের খাবার খাওয়ার পর কিছু সময় আইপিএল খেলা দেখলাম।স্কোরবোর্ডে দেখেই খেলা দেখার আগ্রহ হারিয়ে গিয়েছে এদিন।তারপর রাত ১২ টা বাজলে ঘুমাতে চলে গেলাম।
তো বন্ধুরা আজ এ পর্যন্তই।আমার পোস্টটি পড়ে কেমন লাগল তা কমেন্টে জানাবেন।
Device Name: | One Plus |
---|---|
Camera: | 48 Megapixel |
Shot by: | saha10 |
location: | Bangladesh🇧🇩 |
We support quality posts and good comments posted anywhere and with any tag.
Curated by : @edgargonzalez
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দিনলিপিটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্যে। দিনটি আপনি কর্মব্যস্ততায় কাটিয়েছেন। বিশেষ করে বাজার করায় আপনাকে বেশ দূর্ভোগ পোহাতে হয়েছে। দূর্ভোগের অন্যতম কারণ হলো অধিক তাপমাত্রা।
তবে শেষমেস বাসায় এসে ফ্রেশ হয়ে ঠান্ডা শরবত খেয়ে ক্লান্তি দূর করেছেন এবং ঘুমিয়ে পরেছিলেন দেখে অনেক ভালো লাগলো। ভালো থাকবেন ভাই। আপনার আগামী দিনগুলো সুখের হউক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছুটির দিন আসার আগে পরিকল্পনা করে রাখি যে সারাদিন রেস্ট নেব বা ঘুমাবো। কিন্তু হয় তার পুরোই বিপরীত। বাজার করা সহ অন্যান্য কাজ করতে করতে আসলে সময় অনেক পার হয়ে যায়। আপনার ক্ষেত্রে এই অবস্থা হয়েছে। তবে গরমের দিনে ফ্যান লাগিয়ে ফেললেন এটা খুব ভালো কাজ করেছেন। নইলে খাবার খেতে বসে ভিজে জবজবা হয়ে যেতে হবে। সব মিলিয়ে খুব সুন্দর একটি দিনলিপি আমাদের সাথে শেয়ার করলেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছুটির দিনে কাজ আরো অনেক বেশী দেখা যায় আসলে জীবন মানেই ব্যাস্ত আর ব্যাস্ত জীবন উন্নতি হতে সময় লাগে না ৷ আপনি ছুটির দিনে বাজারে গিয়ে সমস্ত বাজার করে নিয়ে আসলেন ৷ রাতে টিভি দেখা শুরু করে দিয়েছেন ৷
যাই হোক ধন্যবাদ আপনাকে আপনার সারাদিনের কার্যক্রম গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনি মিস্ত্রিপাড়া বাজারে এসেছেন জেনে ভালো লাগলো। আপনার বাসা হয়ত আমার বাসার আশেপাশে কোথাও। আমিও মিস্ত্রিপাড়া বাজারের পাশেই থাকি। অফিস ছুটি হলে কি হবে বাসার কাজে তো আর ছুটি নেই। বাজার তো করতেই হবে তবে তেমন বাজার বসে নি আজ। আপনি তো আমার মতো প্রতিনিয়ত খেলা দেখেন দেখছি।
ধন্যবাদ আপনাকে আপনার কার্যক্রম তুলে ধরার জন্য। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্যর জন্য। মিস্ত্রিপাড়া বাজারে শুধু মাছের বাজার করতে যাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hello,
@saha10,
আপনাকে অনুরোধ করবো আপনার পোস্টে ব্যবহৃত প্রথম ছবিটি পরিবর্তন করার জন্য। এই ধরনের ছবি পোস্টে ব্যবহার করা ঠিক নয়, এবিষয় সম্পর্কে আশাকরি আপনি অবগত। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক অনেক দুঃখিত আমি ছবিটি ব্যাবহার করার জন্য। আমি এখনি সেটা এডিট করে নিচ্ছি।
ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit