দেশের চলমান পরিস্থিতির কারণে প্রায় ৫ দিন একেবারেই ঘরবন্দী থাকলাম।বন্ধুদের সাথে দেখা হয়না অনেক দিন।সকালেই বন্ধুর ফোন পেয়ে ঘুৃম ভাঙল। ওর ও একইরকম অনুভব হচ্ছে।আসলে আমরা সামাজিক জীব তা এসব কঠিন সময়ে বেশি প্রমানিত হয়।আমরা যারা বাইরে কাজে ব্যস্ত থাকি তাদের জন্য বাইরে বের হতে না পারা টা এক প্রকার সাজা স্বরূপ। যাই হোক আমরা আজ প্লান করলাম যাই হয়ে যাক আজ আড্ডা দিবই।এরপর বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে নিলাম।
আজ সকালের খাবার টা খুব পছন্দের খাবার আমার।রুটি আর নরম সুজি দিয়ে সকালের নাস্তা সারতে হবে।সকালের খাবার খেতে খেতে সবার সাথে আড্ডা দিলাম।একটা সময় ছিল প্রায়ই এই খাবার টা খেতাম আমরা বাড়িতে।কিন্তু এখন আর এসব খাওয়া হয়না বললেই চলে।যদিও এটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না।আগে বাড়িতে মা কাকিদের একাদশীর খাবারে এটা থাকতই।কিন্তু কালের বিবর্তনে তারা জেনেছে একাদশীর উপোস করলে এসব খাবার খাওয়া যাবে না।তাই এখন এসব খাবার, বিশেষ করে সুজি টা বিভিন্ন পূজার সময়ই তৈরি করা হয়ে থাকে।
সকালের খাবার খেয়ে কিছু সময় আমরা টিভিতে সংবাদ দেখলাম।দেশের কোথায় কি হচ্ছে সেটা জানলাম।আর একটা বিশেষ ব্যাপার ছিল সংবাদ দেখার, সেটা হলো আগামীকাল অফিস খুলছে কিনা।টানা ৩ দিন সাধারণ ছুটির পর আগামীকাল অফিস খুলতে পারে এটা আগে থেকে ধারনা করতে পারছিলাম।যাইহোক সকালের সংবাদে এসব ব্যাপারে নিশ্চিত হতে পারলাম না।এরপর বউকে বললাম চা বানাতে।সে আমার অতি পছন্দের চা তৈরি করল।এটা তৈরি করে মূলত খেজুরের গুড় দিয়ে।একদম ১০০% খাটি খেজুরের গুড়ের চা অনেক সুস্বাদু হয়।চায়ের কাপে চুমুক দিতে দিতে আমরা কিছু পারিবারিক বিষয়ে আলোচনা সারলাম।
এরপর স্নানাদি সেরে নিলাম দ্রুত করে।বিকালে ফ্রেন্ডদের সাথে বের হওয়ার সময় বিকাল ৪ টায়।তাই দুপুরের খাবার আজ সময়মতো সেরে নিলাম।প্রকৃতপক্ষে আজ কারফিউ শিথিল সন্ধ্যা ৬ টা পর্যন্ত। তাই একটু আগে ভাগে বেরিয়ে সন্ধ্যার ভিতর বাসায় ফেরার ইচ্ছে রয়েছে।যাইহোক দুজন বন্ধুর আসার কথা থাকলেও এলো শুধু আবতহী। ওর বাসা আর আামার বাসা কাছাকাছি হওয়ায় ও আমার বাসার সামনে এসে ফোন দিলে আমি বেরিয়ে পড়লাম।
আজও রাস্তা অনেকটা জনমানবহীন মনে হচ্ছে আমার কাছে।সাধারণ মানুষ বের হয়ে কি করবে,সব অফিস ও দোকান পাট বন্ধ।আমরা একটা রিক্শা নিয়ে সার্কিট হাউজের মাঠে গেলাম।সেখানে বৃক্ষ মেলা চলছে, আমরা বৃক্ষমেলায় বেশিরভাগ সময় কাটালাম।বিভিন্ন রকম গাছ দেখতে বেশ ভালো লাগছিল। বিশেষ করে বনসাই গুলো দেখতে অসাধারণ লাগে।তবে এসব বনসাইয়ের দাম ও অনেক চড়া।কোনটাই ৬ হাজারের কম না! বাসায় ফিরলাম সন্ধ্যা ৬ টা নাগাদ।এরপর সান্ধ্যকালীন খাবার হিসবে নুডুলস রান্না হলো।সেটা খেয়ে কিছু সময় মুভি দেখলাম।ল্যাপটপে দুটি মুভিই ছিল দেখার মতো।একদিনে এগুলে দেখতে দেখতে ডায়ালগ পর্যন্ত মুখস্থ হয়ে গিয়েছে!
এরপর রাতের খাবার খেয়ে আমি আজ দ্রুত ঘুমাতে গেলাম।আাগামীকাল অফিস শুরু বেলা ১১ টা থেকে।তাই আর বিলম্ব না করে ঘুমাতে গেলাম পরের দিনের আশায়।
তো বন্ধুরা আজ এ পর্যন্তই।আমার পোস্টটি পড়ে কেমন লাগল তা কমেন্টে জানাবেন।
Device Name: | One Plus |
---|---|
Camera: | 48 Megapixel |
Shot by: | saha10 |
location: | Bangladesh🇧🇩 |
ভাই প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আপনার একটি দিনের কার্যক্রম খুব ভালোভাবে আমাদের কাছে উপস্থাপনা করার জন্য।
ভাই বাংলাদেশের পরিস্থিতি দিনে দিনে অবনতির দিকে যাচ্ছে দেশের কথা আর কি বলব সবাই আসে স্বার্থ নিয়ে।
বাবারে লাল চায়ের কালার কি? একেবারে লেগার কড়া করে খেলছেন তো। 😁😁
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
TEAM 6 : Congratulations!
This post has been curated using steemcurator08. We appreciate your efforts on making quality blogs and post relevant comments. Thank You! 😊
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thanks for your support.It really very pleasant to get the support from you.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ একটা অবস্থা। ঠিকমতো ঘর থেকে বের হওয়া যায় না। তবে আজ আপনি বেশ সুন্দর একটি দিন কাটিয়েছেন।
আপনার করা গাছের টব গুলো কিন্তু মন কেড়ে নিয়েছে আমার। ভীষণ সুন্দর লাগছিলো।এরকম সবুজ ঘাস আমাদের পরিবেশটা৷ কে আরও বেশি সুন্দর করে তোলা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit