আজকাল সময় কিভাবে কেটে যাচ্ছে তা বুঝতে পারছি না।সারা সপ্তাহের ফেলে রাখা কাজের চাপে বন্ধের দিনগুলো আরও বেশি ব্যস্ত থাকতে হয়।শনিবার আসলে মনটা বরাবরের মতো আজও খারাপ ছিল।ইদানীং জার্নিজনিত ভয়ের কারণে বেশি কষ্ট পাচ্ছি।যাইহোক আজ সকালে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে পড়ি। ফ্রেশ হয়েই বেরিয়ে পড়ি বাইতিপাড়া বাজারের উদ্দেশ্যে।সকালে এখানে গ্রাম থেকে কিছু টাটকা সবজি নিয়ে আসে বিক্রেতারা।বাজারে গিয়ে দেখি অনেক লোকজনের সমাগম। বাংলাদেশের মানুষের কাছে নাকি টাকা নাই এ কথাটা এখানে আসলে বিশ্বাস করা কঠিন।
বাজারে ইলিশ মাছ কেনার ধুম পড়ে গেছে।সেই সাথে খাশির মাংস।আমার মতো হত দরিদ্রের সেসব দিকে খেয়াল না করলেও চলত! আমি কিছু সবজি কিনে আজকের মতো বাজারের পর্ব শেষ করলাম।বাসায় ফিরে এসে সকালের খাবার খাওয়ার পালা।সকালে বরাবরই রুটি খাওয়া হয়।তবে প্রতিদিন দুপুরে রুটি খাওয়ার দরুন রুটির প্রতি বিরক্তি জন্মে গেছে।তাই সকালে ভাত রান্না করতে বলেছিলাম। গরম ভাতের সাথে খাটি ঘি,সকালে এই খাবার টা বেশ ভালো লাগে।খাওয়া দাওয়া শেষ করে কিছু কাজ নিয়ে বসলাম।
বেলা ১১ টা নাগাদ আমার সহধর্মিণী বলল কফি তৈরি করতে।আমি ব্লাক কফি পছন্দ করলেও সে দুধ কফি খেতে পছন্দ করে।তাই আমি কফিশপ এর মতো করে কফি তৈরি করলাম।কফি খাওয়া শেষ না হতেই একজন ফেরিওয়ালা বিছানার চাদর বিক্রয় করতে বাসার সামনে এলো।বাসায় বিছানার চাদর পর্যাপ্ত থাকলেও ওয়াইফ আরও কিছু চাদর নিতে চাইলে সেই বিক্রেতাকে আমরা বাসায় ডেকে নিলাম।ওনার কাছে খুব ভালো মানের কোনো চাদর ছিল না, তরপরও বাসায় ডেকে এনেছি বিধায় দুইটি বিছানার চাদর কিনে নিলাম।
এরপর আমাদের দুপুরের খাবার খাওয়ার সময় হয়ে গেল।দুপুরে খেয়ে আমরা কিছু সময় টিভি নিউজ শুনলাম। কিছু সময় বিশ্রাম নিয়ে নিলাম।তারপর পূজা উপলক্ষে কিছু কেনাকাটার উদ্দেশ্যে বের হলাম।প্রথমে আমরা চলে গেলাম শিববাড়ি মোড় এলাকায়।সেখানকার জেন্টস শোরুম গুলো থেকে কেনাকাটা শেষ করে বড় বাজারে ঢুকলাম।সেখানের কেনাকাটা শেষ হলে আমার বাবার জন্য জুতা কিনতে গেলাম অ্যাপেক্সে।আজ আবার অ্যাপেক্সে ২৬% অফ চলছে।তাই ওয়াইফ এর জন্যও একটা জুতা কিনে বাসায় এলাম।
বাসায় এসে আমার ওয়াইফ স্যুপ রান্না করে সবাইকে খেতে দিল।তারপর আমরা আমাদের এক আত্মীয়ের বাসায় গেলাম তার ছোট বাচ্চাকে পূজার উপহার দিতে।বাসায় এসে দ্রুত খেয়ে শুয়ে পড়লাম, কারণ আর কিছু না,আগামীকাল থেকে আবারে বোরিং কাজ করতে হবে!!
তো বন্ধুরা আজ এ পর্যন্তই।আমার পোস্টটি পড়ে কেমন লাগল তা কমেন্টে জানাবেন।
Device Name: | One Plus |
---|---|
Camera: | 48 Megapixel |
Shot by: | saha10 |
location: | Bangladesh🇧🇩 |