Better life with steem|| The Diary Game || 29th August 2024.

in hive-120823 •  last month 
হ্যালো বন্ধুরা
IMG_20240829_180230.jpg

বৃহস্পতিবার সকাল টা ঘুম ভেঙেই ব্যস্ত হয়ে পড়তে হয়ে অফিসে আসার প্রস্তুতি নেওয়ার জন্য। তবে সপ্তাহের শেষ দিন হওয়াতে আলাদা প্রশান্তি অনুভব হয় এদিন। যাইহোক ইদানীং ব্যস্ততা আরও বেড়েছে, সেই সাথে রয়েছে আতংক! আতংক বলছি এই কারণে যে বাস মিস করলে সেদিন পৌঁছাতে জীবনের অর্ধেক আয়ু শেষ। যাইহোক স্নান সেরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম।এত সকালে বেরিয়েছি তাও রোদের কবলে পড়লাম।বাইরে তখনি এত তাপদাহ যে সহ্য করা যাচ্ছে না।কাছে ব্যাগ থাকায় কয়েক মিনিটের ভিতর শার্ট ঘামে ভিজে গেল।একটা অটোতে করে ময়লাপোতা মোড়ে পৌঁছে গেলাম। সেখানে কয়েক মিনিট অপেক্ষার পর বাস আসলে বাসে উঠে পড়লাম।

IMG_20240829_075131.jpg

বাসে একাকী বসে কি আর করব,তাই কিছু সময় স্টিমিটে ঢুকে কাজ করতে লাগলাম।রাতে ভাল ঘুম না হওয়ায় বাসে উঠে বসলে কিছু সময় পর ঘুম চলে আসে।তাই কিছু সময় ঘুমানোর চেষ্টা করলাম।বাস থেকে নেমে যথারীতি অটোতে করে কিছুদূর এগিয়ে গেলাম।আমার এই আসা যাওয়ার সময় দুইবার অটো পরিবর্তন করতে হয়।সব থেকে বিরক্তিকর বিষয় হলো যখন আপনি আপনার মতো করে রাস্তায় চলাচল করতে পারবেন না।এদিন ২য় অটোতে উঠে বসে আছি কিন্তু তার ৪ জন প্যাসেঞ্জার না হলে সে গাড়িটা ছাড়বে না।

IMG_20240829_203326.jpg

এদিকে আমার অফিস লেট হওয়ার উপক্রম হয়ে গেছে।আরও কিছু সময় অপেক্ষা করে ডাবল ভাড়া দিয়ে অফিসে পৌছালাম। মাসিক শেষ দিনে অফিসে একটু কাজের চাপ তুলনামূলক বেশি থাকে।দুপুর ১:২০ নাগাদ আমি ডেস্ক থেকে উঠে পড়ি। দুপুরের খাওয়া শেষ করে পুনরায় কাজ করতে আরম্ভ করি। বিকাল ৪ টার পর স্হানীয় বাজারে বের হই এক কলিগের সাথে।গ্রাম্য এলাকায় সবজির দাম সাধারণত কম হয়ে থাকে।কিন্তু এখানে দেখছি সব কিছুর দাম খুলনার তুলনায় বেশি বলা চলে।

IMG_20240829_202157.jpg

বাজার থেকে ফিরে বের হওয়ার পায়তারা করতে লাগলাম।আসলে এখানে একটা নির্দিষ্ট সময়ের পর আর তেমন কোন গাড়ি/ অটো রাস্তায় চলাচল করে না।কাজেই বিকাল হলে আমার যাওয়ার তাড়া আরও বাড়ে সেই সাথে বাড়ে দুঃশ্চিন্তা। অফিস থেকে বেরিয়ে খুলনা আসতে রাত ৮ টা বেজে গেল।গল্লামারি বাজার থেকে কিছু কেনাকাটা শেষ করে বাসায় এলাম।বাসায় এসে স্নান সেরে আমার প্রিয় একটা খাবার খেলাম!

IMG_20240829_215017.jpg

এরই ভিতর কলিং বেল বেজে উঠল,পাশের বাসার আন্টি এসেছে পূজার প্রসাদ দিতে।পূজার প্রসাদ খেয়ে কিছু সময় ফোন ব্রাউজ করলাম।আসলে এতটাই ক্লান্ত থাকি বাসায় ফিরে যে তখন এই ফোন ব্রাউজও ভালো লাগে না।আরও কিছু সময় পরে আমার ওয়াইফ খাবার খেতে ডাকল।খাবার খেতে গিয়ে দেখি পছন্দের খিচুড়ি রান্না হয়েছে আজ।রাতের খাবার শেষ করে আজ আর ঘুমানোর তাড়া নাই।তাই সবাই মিলে কিছু সময় আড্ডা দিলাম।এরপর ঘুমাতে চলে গেলাম।

তো বন্ধুরা আজ এ পর্যন্তই।আমার পোস্টটি পড়ে কেমন লাগল তা কমেন্টে জানাবেন।

ধন্যবাদ
Device Name:One Plus
Camera:48 Megapixel
Shot by:saha10
location:Bangladesh🇧🇩

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাই এখন গ্রাম অঞ্চলে বলে কথা নাই প্রায় সব জায়গায় সব্জির দাম একই রকম থাকে কেননা গ্রাম থেকে এখন সব্জি টাউনে যাই। তবে আমাদের এলাকায় কিন্তু সবজির দাম অনেকটা কম আছে।

বল্লামারী থেকে ফিরে আপনার প্রিয় খাবার খেয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম খুব ভালোভাবে আমাদের কাছে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন।

Loading...

বৃহস্পতিবারে কাজ থাকলেও মনের মধ্যে অন্যরকম একটা আনন্দ থাকে, কারণ এই দিনটা পার হইলেই দুইদিন ছুটি পাওয়া যায়, অনেক সময় সপ্তাহে শেষ কর্ম দিবস হওয়ার কারণে কাজটা একটু বেশি থাকে, আপনার সারাদিনের কার্যক্রম দেখে খুব ভালো লাগলো, ধন্যবাদ সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

"Wow, what a wonderful post! 🤩 It's great to see you sharing your daily experiences and thoughts in such a relatable way. I loved the photo of your delicious khichudi 😋 and it sounds like you had a lovely evening with your family. Your writing style is engaging and easy to follow, making me feel like I was right there with you.

I'd love to hear more about your day and what's been on your mind lately. What do you think was the highlight of your evening? Was it the delicious food or the time spent with loved ones?

Let's keep the conversation going! 🤗 If you have any thoughts or questions, feel free to share them in the comments below.

Also, don't forget to vote for our witness xpilar.witness by going to https://steemitwallet.com/~witnesses. Your support means the world to us and helps us continue contributing to the growth and success of the Steem community 🙏"

কর্মজীবনে সঠিক সময় অফিস যাওয়ার একটা তারা সবসময় থাকে।। যেহেতু বৃহস্পতিবার আর একদিন পরেই ছুটির দিন তাই একটু আনন্দ পাচ্ছিলেন। ছুটির দিনে ও ব্যস্ত থাকতে হয় বাসার কাজ নিয়ে।। আসলে সংসার জীবন এমনই পাই একটা দিন বাসায় থাকলো তাও ব্যস্ত থাকতে হয়।।

মাসের শেষ সপ্তাহে তুলানা মুলক ভাবে অফিসের কাজের চাপ একটু বেশি থাকে । তবে শেষ দিন আরো বেশি কাজ করতে হয় কেনোনা এই দিন এক মাসের সব কাজ জমা দিয়ে বাড়িতে যেতে হয়।

অন্যদিনের তুলনায় আজকে আপনি একটু দেরিতে বের হয়েছেন তাই রিক্সা না পাওয়ার কারণে গাড়ি ভাড়া বেগুন দিয়েই অফিসে গিয়েছেন।

যাইহোক আপনার দিনের সমস্ত কার্যক্রম আপনি পর্যায়ক্রমে আমাদের কাছে উপস্থাপনা করেছেন। আপনার পরবর্তী দিনলিপি পড়ার অপেক্ষায় রইলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন।