ছুটির দিনগুলোতে সকাল বেলা বাজারে যাওয়ার তাড়া থাকে আমার।সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে বৃষ্টি পড়ছে।ফ্রেশ হয়ে নিলাম বাইরে যাব বলে।কিন্তু এর মধ্যে বৃষ্টির তীব্রতা বেড়ে গেল। বসে রইলাম কিছুসময়,বৃষ্টির ধারা কমে গেলে বাজারে গেলাম।বাজারে এই আবহাওয়ার ভিতরেও লোকের কমতি ছিল না।প্রায় সব রকম সবজির এত চড়া দাম যে তা ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।আজ বাজার থেকে শাপলা কিনলাম।শাপলা আমার খুব প্রিয় একটা সবজি।আগে ছোটবেলায় শাপলা নিজেরা তুলে আনতাম খাল বিলে যাওয়ার সময়।কখনও ভাবি নাই এই শাপলা কিনে খেতে হবে।
বাজার থেকে ফিরে বাসায় এসে কিছু সময় বসলাম।এরই ভিতর দেখি সহধর্মিণী শাপলা কাটছে।কিন্তু তার শাপলা কাটার ধরন দেখে মনে হলো ২ ঘন্টা লাগিয়ে দিবে সে।এরপর আমি সহজ পন্থা দেখিয়ে দিলাম।সেভাবেই শাপলা কাটার কাজ সেরে নিলাম দুজন মিলে।সকাল থেকে যেহেতু বৃষ্টি পড়ছে তাই হঠাৎ প্লান করলাম খিচুড়ি খাওয়ার।এদিকে মামা ফোন করছে তার বিয়ের কেনাকাটা করতে আসছে।যাইহোক খিচুড়ি খাওয়ার জন্য আমাকে বলল একটা নারকেল ভেঙে দিতে।গ্রামের বাড়ি থেকে ৪ টা নারকেল এনে রেখেছিলাম কয়েকদিন আগে।বের করে দেখি সেটা গজিয়ে গেছে।
নারকেল থেকে বেশ বড় একটা ফোপর বের হলো।তারপর নারকেল কে ফাল ফাল করে ছোট ছোট টুকরা করে নিলাম।ছোট বেলায় দেখেছি বাড়িতে বছরে কয়েকবার নারকেলের ঘানি দিত।তখন প্রচুর নারকেল উৎপাদিত হতো।কিন্তু অল্প সময়ের ব্যবধানে সেগুলো এখন অতীত।দুপুরের খাবার খেতে খেতে মামা ফোন করল সে রওয়ানা করেছে। মামাকে নিউ মার্কেট আসতে বলে আমি রেডি হয়ে নিলাম।আমরা নিউমার্কেট গিয়ে দেখি নিউমার্কেট বন্ধ। কিন্তু নিউমার্কেট তো বন্ধ থাকে মঙ্গলবার।
এদিকে আমাদের আজই কেনাকাটা করতে হবে।তাই হাল ছাড়লাম না।প্রহরীদের সাথে কথা বলে জানতে পারলাম তারা দেশের পরিস্থিতির কারণে নিরাপত্তাহীনতায় বন্ধ করে রেখেছে মার্কেট।তাদের কথা অনুযায়ী ৫ টা পর্যন্ত অপেক্ষা করলাম।কিন্তু ওদিন আর মার্কেট খুলবে না তাই আমরা সিদ্ধান্ত নিলাম অন্য কেনাকাটা করব। মামা কে নিয়ে কসমেটিকস কিনতে চয়েজ শপে চলে গেলাম।সেখানে আমার ওয়াইফও আসবে।
কিছু সময় পরই মুহুর্মুহু গুলির আওয়াজ কানে ভেসে আসতে লাগল।খুলনা শহরে এরকম দিন আগে কখনো দেখিনি। আমার ওয়াইফকে বললাম সাবধানে দ্রুত চলে আসতে।ও আসলে আমরা সমস্ত শপিং একটা দোকান থেকেই সেরে নিলাম। এদিকে খুলনার পরিস্থিতি আরও ভয়ানক হয়ে উঠেছে দু-এক ঘন্টার ব্যবধানে।
মামার আরও কিছু কেনাকাটা করার ইচ্ছা থাকলেও দোকান খুলেনি কোথাও।মামা কে নিয়ে মান্নান চটপটিতে গিয়ে বসলাম।আশেপাশে এই একটাই খাবারের দোকান খোলা ছিল। সেখানে গিয়ে হালকা খাবার খেয়ে বের হব এমন সময় প্রচুর বৃষ্টি নামল।বৃষ্টি থামলে বের হয়ে দেখি সব রাস্তায় জল জমে গেছে।মামা কে বিদায় দিয়ে আমরা বাসায় এলাম।এরপর ফ্রেশ হয়ে আমরা নিউজ দেখতে টিভি অন করলাম।দেখি খুলনায় আজ অনেক হতাহত হয়েছে। এাব দেখে মনটা অনেক খারাপ হলো।তারপর আমরা ঘুমাতে চলে গেলাম।
তো বন্ধুরা আজ এ পর্যন্তই।আমার পোস্টটি পড়ে কেমন লাগল তা কমেন্টে জানাবেন।
Device Name: | One Plus |
---|---|
Camera: | 48 Megapixel |
Shot by: | saha10 |
location: | Bangladesh🇧🇩 |
সহধর্মিণী কাজে সাহায্য করাটা আমি মনে করি খুব ভালো মন মানসিকতার একটি কাজ। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম খুব ভালোভাবেই আমাদের কাছে উপস্থাপনা করার জন্য।
আপনার পরবর্তী দিনের কার্যক্রম পড়ার অপেক্ষায় রইলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে আমার পোষ্টটি মনোযোগ সহকারে পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার কমেন্টে পড়ে আপনার মতামত জানানোর জন্য আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এখনকার দিনে বাজারে কাঁচা সবজি অনেক দাম। সবকিছুই বেশি দামে কিনে খেতে হয়। বিনা পয়সায় কিংবা কম দামে এখন কিছুই পাওয়া যায় না। অনেকেই শাপলা রান্না করে খায় ।কিন্তু আমি কোনদিন খাইনি। খেতে নাকি খুব ভালো লাগে। মামাকে নিয়ে বাজার করতে গিয়েছিলে কিন্তু বাজারের সব দোকান বন্ধ। আপনার সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit