![]() |
---|
বরাবরের মতো আজকের শুক্রবারও আমার ভিষন ব্যস্ত কাটল।সামনেই হিন্দু ধর্মাবলম্বীদের সব থেকে বড় উতসব, শারদীয় দুর্গা পূজা।আজ সকালে ঘুম থেকে উঠে দেখি হালকা বৃষ্টি পড়ছে।সারা সপ্তাহের ক্লান্তিতে মনে হচ্ছিল আরও কিছু সময় ঘুমিয়ে নিই।কিন্তু বাজারে যাওয়ার তাড়ার ফলে সেটা আর সফলতার মুখ দেখেনি। বাজারে যেতে যেতে দেখি লোকজনের একটা জটলা পেকে আছে।সেখানে আসলে বাতাবি লেবু বিক্রি হচ্ছিল একটু সস্তায়। বাঙালি বলে নিজেকে তুলে ধরতে ভালো লাগে,আর বাঙালি সস্তা পেলে সেখানে হুমড়ি খেয়ে পড়বেনা এমনটা দেখা যাবে না কখনো।
![]() |
---|
বাজারে গিয়ে দেখি লোকজনে ভরপুর।আসলে শুক্রবার এমনি ভিড় হয়।আমার প্রয়োজনীয় সবজি কিনে বাসায় ফিরব এমন সময় বন্ধু তারকের সাথে দেখা।অনেক দিন আগে ওর সাথে কথা হয়েছে।দীর্ঘ কয়েক বছর মাঝে পেরিয়ে গেছে।ও এখন খুলনা থাকে জেনে ভালো লাগল।এখন থেকে নিয়মিত দেখা হবে।ওকে বিদায় জানিয়ে আরও দুইটি মোচা কিনে বাসায় এলাম।বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে নিলাম।এরপর আবারো বাজারে যেতে হবে।তবে এখন যেতে হবে মাছ- মাংস কিনতে।
এখন আমি আকাশ কে সঙ্গে নিয়ে চলে গেলাম বড় বাজার।বড় বাজারে গিয়ে কয়েক প্রকার মাছ ও মুরগী কিনলাম।সামনে দুর্গা পূজা, তাই কিছু ইলিশও নিয়ে নিলাম।বাজার থেকে মাছ- মাংস কাটিয়ে নিয়ে বাসায় আসতে বেলা ১২ টা বেজে গেল।বাসায় এসে স্নান সেরে কিছু সময় আমি বিশ্রাম নিলাম।এরপর দুপুরের খাবার খাওয়া শেষ হলে একটু ঘুমিয়ে পড়েছিলাম।হঠাৎ করে বিকাল ৪:৩০ টা নাগাদ আমাকে ডেকে তোলা হলো।আমাদের এখন গন্তব্য হলো পূজার শপিংয়ে যাওয়া।হঠাৎ ঘুম থেকে ওঠার কারণে শরীরে এনার্জি পাচ্ছিলাম না।ফ্রেশ হয়ে নিতে শরীরটা চাঙা হলো।
![]() |
---|
আমরা প্রথমে চলে গেলাম নগরীর শিববাড়ি মোড় এলাকায়।সেখানকার জেন্টস শপগুলো থেকে আমার ভাইদের জামা প্যান্ট কিনতে হবে।আমরা প্রথমে প্রতিটি শোরুমে ঢুকে চেক করতে লাগলাম কোথায় বেষ্ট কালেকশন পাওয়া যাবে।তারপর একে একে কেনাকাটা শুরু করে দিলাম।শিববাড়ি মোড়ের কেনাকাটা শেষ করে আমরা কিছু খাওয়া দাওয়া করব বলে প্লান করলাম।কাজী ফার্মস'র চিকেন বল আমার খুব ভালো লাগে।তাই সেখানে গিয়ে কয়েক স্টিক চিকেন বল নিলাম।খাওয়া দাওয়া শেষ করে পিকচার প্যালেস মোড়ে এলাম।
![]() |
---|
এখান থেকে বাড়ির কাকা কাকিমাদের কেনাকাটা শেষ করলাম।তারপর চলে গেলাম সোহরাওয়ার্দী মার্কেটে,সেখান থেকে বাড়ির সব বোনদের জন্য জামা কাপড় নিয়ে বাসায় চলে এলাম।বাসায় জামা কাপড় গুলো রেখেই সেলুনে চলে গেলাম।সেখান থেকে ফিরে স্নান করে দেখি চটপটি তৈরি করেছে আমার সহধর্মিণী। সেটা খেয়ে পরপরই রাতের খাবার খেয়ে নিলাম।তারপর কিছু সময় পর সারা দিনের কেনাকাটা পুনরায় বের করে দেখলাম সব ঠিক আছে কিনা। তারপর পরের দিনের আশায় ঘুমাতে চলে যাওয়া।
তো বন্ধুরা আজ এ পর্যন্তই।আমার পোস্টটি পড়ে কেমন লাগল তা কমেন্টে জানাবেন।
Device Name: | One Plus |
---|---|
Camera: | 48 Megapixel |
Shot by: | saha10 |
location: | Bangladesh🇧🇩 |