শীতের সকালগুলোতে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে মন চায় না।গ্রামের বাড়িতে থাকায় শীতের অনুভবটা মাঝ রাতে ভালোই পাওয়া যায়।আজ বৃহস্পতিবার থাকায় মনের ভিতর একটা প্রশান্তি থাকে যে আজকের পরই ২ দিনের ছুটি।সকালে আজ অন্য দিনের তুলনায় আগে উঠে পড়লাম।কিন্তু বিছানা ছাড়তে মন চায় না।অবশেষে ৭:৩০ টা নাগাদ ওয়াশরুমে চলে গেলাম।প্রথমেই ট্রিমার দিয়ে দাড়ি-গোঁফ ট্রিম করে নিলাম।স্নান সেরে বের হতে ৮:২০ বেজে গেল।তড়িঘড়ি করে নিচে নেমে গেলাম।মাকে খাবার দিতে বললে মা খাবার দিল।সকাল ৮:৪৫ এ আমার অফিস যাত্রা শুরু হলো।
শীতকালে বাইক রাইড করা অনেক কষ্টের বলে আমি মনে করি।এখনো ততটা শীত পড়েনি বললেই চলে কিন্তু বাইকে বসলে অনেক শীত অনুভব হয়।১০ টা বাজার কিছু আগে অফিসে পৌছালাম। কয়েকদিন আগে আমার একজন কলিগ চাকরি থেকে ইস্তফা দেয়াতে আমার উপর কাজের চাপ অনেকাংশে বেড়ে গেছে। সারাদিন কোথা থেকে চলে যায় তা ঠিক পাই না আজকাল! যাইহোক দুপুরের খাবার খাওয়ার কথা একরকম মনেই ছিল না আজ। ২:০০ টা নাগাদ আমি ও আমার একজন কলিগ একত্রে লাঞ্চ রুমে চলে গেলাম।লাঞ্চের পর পুনরায় আবারো একি রকম গতিতে কাজ আরম্ভ করলাম।
বৃহস্পতিবার থাকায় সবার বাড়ি যাওয়ার তাড়া থাকে।তাই সবার ডেস্কের কাজ সবাই সময়মতো শেষ করে নেয়। আজ আমার অফিসের ওখানে স্হানীয় বাজার বসেছে।সপ্তাহে দুই দিন হাট বসে।অনেক অস্হায়ী দোকান এদিন গুলোতে দেখা যায়।গ্রাম্য এলাকা হওয়ায় সব টাটকা শাক সবজি সহ মাছ মাংস পাওয়া যায়।তাই আজ বিকালে আমি আমার একজন কলিগকে নিয়ে বাজারে গেলাম।শাক সবজির দাম তুলনামূলক কম ছিল আজ কিন্তু এত দূর থেকে বহন করাটাই কঠিন কাজ।কলিগ বেশ কিছু পাকা কলা কিনল।তারপর পুনরায় অফিসে ফিরলাম।
সন্ধ্যা ৬ টা নাগাদ আমি অফিস থেকে বের হলাম।আমার সাথে একজন কলিগ এলো।তাকে মাঝ পথে নামিয়ে দিয়ে বাকিটা পথ আমি একাই গেলাম।ফকিরহাট বাইক রেখে খুলনার উদ্দেশ্যে রওয়ানা হলাম।অটোতে উঠে ফোন পেলাম যে ছোট ভাইয়ের বিয়ের ভিডিওটা আজ ডেলিভারি দিবে।তাই আজ আর বাজারে গেলাম না আসার পথে,সরাসরি বাসায় এসে পেনড্রাইভ নিয়ে তার অফিসে চলে গেলাম।ভিডিও/ ছবিগুলো পেনড্রাইভে নিয়ে পুনরায় বাজারে ছুটলাম।বজার করে বাসায় ফিরতে রাত ১০ টা বাজল।স্নান সেরে বসতেই সহধর্মিণী পিঠা এনে চমক দিল।পাটিসেপ্টা আমার খুব পছন্দের একটা পিঠা।বেশ কয়েকটি পিঠা খেতে খেতে ছোট ভাইয়ের আশীর্বাদের ভিডিও দেখতে লাগলাম।তারপর নিয়ে এলো নুডুলস রান্না করে।
রাত ১১ টা নাগাদ ডিনার সেরে নিলাম আমরা।তারপর এটা ওটা নিয়ে আরও কিছু সময় পর ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নিতে নিতে পোস্টটি লিখছি।
তো বন্ধুরা আজ এ পর্যন্তই।আমার পোস্টটি পড়ে কেমন লাগল তা কমেন্টে জানাবেন।
Device Name: | One Plus |
---|---|
Camera: | 48 Megapixel |
Shot by: | saha10 |
location: | Bangladesh🇧🇩 |