বৃহস্পতিবার এলেই মনটা ভালো হয়ে যায়।সমস্ত রকম অফিসিয়াল ব্যাপার থেকে দুই দিনের ছুটি সেই সাথে প্রশান্তি মেলে যাতায়াতের কথা মনে করলে।যাইহোক আজ সকালে একটু তাড়াতাড়ি ঘুৃম ভেঙে যায়।ইদানীং আমার শরীর টা ভালো যাচ্ছে না।কারণ মনে হয় এই কম ঘুমানোর ফল এটা।আসলে সকালে এতটা তাড়া থাকে আর মনে ভয় থাকে যে বাস মিস করলে আমি আর সঠিক সময়ে পৌঁছাতে পারব না।তাই এলার্ম ছাড়াই ঘুম ভাঙে কয়েক বার।যাই হোক সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে উষ্ণ গরম জল পান করলাম এক লিটার।এরপর কিছু সময় হাঁটাহাটি করে স্নান সেরে নিলাম।
খাওয়া দাওয়া সেরে যতটা দ্রুত সম্ভব সব গুছিয়ে নিলাম।ঘড়িতে তাকিয়ে দেখি তখনও কয়েক মিনিট সময় আছে।ওয়াইফের সাথে কিছু সময় কথা বলে আমি বেরিয়ে পড়লাম।সকালে হাঁটাটা ভালো তাই আমি সুযোগ পেয়ে হাতছাড়া করতে চাইনি।বাসা থেকে ময়লাপোতা মোড় পর্যন্ত হেঁটে চলে গেলাম।তখনও স্টাফ বাস এসে পৌঁছায় নাই। কিছু সময় অপেক্ষার পর বাস এলে আমি সেখানে উঠে বসি আর ফোন ব্রাউজ করতে থাকি।একে একে সব স্টপেজ এ এসে থামলে গাড়ি ভর্তি হয়ে যায়।তারপর কলিগদের সাথে এটা ওটা নিয়ে কথা বলতে বলতে চলে আসি গন্তব্যে।
বাস থেকে নেমে আমাকে আরও ১২-১৩ কিমি যেতে হবে।এটাই হলো এই জার্নির সব থেকে বাজে সময়।কি আর করা,একটা অটোতে চেপে বসলাম।অটো চলাচলের রাস্তার ছবি আমি এর আগেও শেয়ার করেছি।অনেক সাবধান হওয়ার পরেও আমার মাথায় অটোর রডের আঘাত লাগে।কিন্তু কিছুই করার নাই।অটো থেকে নেমে আবারও অটোতে উঠতে হবে,কিন্তু এখানের কেস টা একটু ভিন্ন। এখানে মিনিমাম ৪ জন হলে তারা অটো ছাড়বে।তাই অপেক্ষা করতে থাকলাম।এদিকটা ব্যাকইয়ার্ড জায়গা হওয়ায় লোকজন কম চলাচল করে।তাই প্রায় ২০ মিনিট অপেক্ষার পর অটো ছাড়ল।
অফিস পৌঁছাতে প্রায় ১০ টাই বেজে গেল।অফিসে ঢুকে শুনলাম আমার একজন কলিগ ছুটিতে যাচ্ছে। শুনেই মনটা খারাপ হলো।নতুন অফিস হওয়ায় এখনো সব কিছু সামলে নিতে পারিনি তার মধ্যে এক অফিসারের ছুটির বিড়ম্বনা আমাকে পোহাতে হবে।যাইহোক এরপর কাজ শুরু হলো।নিত্যদিনের পরিচিত কাজ করতে থাকলাম আপন মনে।এদিকে সামান্য কাজের প্রেশার হলেও আজকাল মাথার ভিতর কেমন একটা অনুভূতি হয়।তাই কিছু সময় পাশের রুমে গিয়ে বসে রইলাম।
বিকাল ৫:৪৫ নাগাদ বমি আর আমার কলিগ একসাথে বেরিয়ে এলাম খুলনার উদ্দেশ্যে।বৃহস্পতিবার ফেরার সময় সাথে লোক থাকায় বিরক্তি কম লাগে।আমরা রূপসা ঘাট পার হওয়ার পর দুজন দুদিকে চলে যাব তাই বিদায় নিলাম।আমি বাসায় ফোন করলে বলল কিছু সবজি আর পাকা কলা কিনতে।পাকা কলা কিনে রওয়ানা হলাম বাসার উদ্দেশ্যে।
বাসায় এসে দেখি আমার পছন্দের ডিম আমড়া রান্না হয়েছে আজ।ওয়াশরুমে গিয়ে স্নান সেরে নিলাম দ্রুত। তারপর হালকা খাবার খেয়ে কিছু সময় টিভি দেখলাম।এরপর রাত ১১ টা নাগাদ আমরা সবাই ডিনার সেরে নিলাম।আগামীকাল ছুটির দিন হওয়ায় রাত একটু বেশি হলে সমস্যা নাই।তারপর একে একে সবাই ঘুমাতে চলে গেলাম।
তো বন্ধুরা আজ এ পর্যন্তই।আমার পোস্টটি পড়ে কেমন লাগল তা কমেন্টে জানাবেন।
Device Name: | One Plus |
---|---|
Camera: | 48 Megapixel |
Shot by: | saha10 |
location: | Bangladesh🇧🇩 |
অফিসের ব্যস্ততা শেষ করে ঘরে ফেরা এবং পরের দিনের ছুটির দিন পালন করা অনেক আনন্দদায়ক।
অধিকাংশ সময় গুলোতেই আপনার মতই আমাদের আত্মীয়-স্বজনদের দেখি ছুটির দিনে বাড়িতে কাটানোর জন্য বৃহস্পতিবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit