আজ শুক্রবার, বরাবরের মতোই আমার ছুটির দিন।তবে আজ তথা এ সপ্তাহে ছুটির দিন উপভোগ করছি না মোটেই। শারীরিক অসুস্থতার কারণে কোন কিছুই ভাল লাগছে না।এই কদিনের ভয়ানক জার্নির কারণে কোনো কাজেই ঠিক মতো সময় দিতে পারছি না।সকালে বাসা থেকে বেরিয়ে যায় আর আসি প্রায় মধ্য রাতে।তার উপর আছে অফিসের নানা রকম কাজের প্রেশার। গতকাল অফিস থেকে ফিরে দ্রুত খেয়ে ঘুমিয়ে পড়ি।কিন্তু ইনসমনিয়ার সমস্যার কারণে অথবা উদ্বিগ্নতার আমার ঘিম ঠিকমতো হয়না।মধ্য রাতে ঘুম থেকে উঠে পড়ি। তারপর অনেক ঘুমানোর চেষ্টা করেও ঘুমাতে পারিনি।
যাইহোক আজ সকালে ঘুম ভাঙে ৮:০০ টার দিকে।খুব একটা ঠান্ডা নাই আজ।বাইরে বেরিয়ে ফ্রেশ হয়ে আকাশ কে ডেকে তুললাম বাজারে যাওয়ার জন্য। এরপর দুজনে গেলাম সবজি বাজারে।সবজি বাজারের অবস্থা এখনো অস্হিতিশীল,কোনো সবজির দাম ৫০ টাকার নিচে নামছে না বহুকাল হলো। শুক্রবার এলেই আমাদের নতুন কিছু খেতে মন চায়।আজ হঠাৎ মনে হলো চাইনিজ কোনো খাবার তৈরি করব।যেই ভাবা সেই কাজ,আমরা সিদ্ধান্ত নিলাম ফ্রাইড রাইস,চাইনিজ ভেজিটেবল আর চিকেন ফ্রাই তৈরি করব।
বাজারে গিয়ে এসব তৈরির জন্য প্রয়োজনীয় কিনলাম ও বিরক্ত মনে বাসায় এলাম।এরপর সকালের খাবার খেলাম।সকালে খাবার খাওয়ার কিছু সময় পর আবারো মনে হচ্ছিল ক্ষুদা লেগেছে। গত সপ্তাহে আমার খুব পছন্দের একটা খাবার মুড়কি তৈরি করে রেখেছিল তাই এ বেলায় মুড়কি দিয়ে পেট ঠান্ডা করলাম।অসুস্থতাজনিত কারণে মেডিসিন খেলে অনেক ঘুম পায় আজকাল।তাই কিছু সময় পর ঘুমিয়ে পড়েছি। এদিকে দুপুরের খাবার সময় হয়ে গেল।আমাদের দুপুরের খাবার শেষ করে রান্নার কাজে নেমে পড়তে হবে।
দুপুরের খাবার শেষ করে আমি কাজে নেমে পড়লাম।সমস্ত প্রকার সবজি আমি প্রথমে কেটে নিলাম।তারপর আমার সহধর্মিণীকে ডেকে নিলাম।দুজন মিলে ফ্রাইড রাইস বানানোর কাজে নেমে পড়লাম।আমাদের একটা সমস্যা হয় রান্না করতে,সেটা হলো কোনো ভাবেই তাড়াতাড়ি শেষ করতে পারিনা।আজও সেরকমটাই হবে বলে মনে হচ্ছে।এদিকে আজকের খাবার টা আমি আমার পাশের ফ্লাটে থাকা আত্মীয়র বাসায়ও দিব তাই সময় মতো হওয়া অনেক জরুরি ছিল।
আমরা খাবার তৈরি করতে রাত ৮:০০ টা বাজিয়ে ফেললাম।এরপর যতটা দ্রুত সম্ভব সেগুলো গুছিয়ে নিয়ে পাশের ফ্লাটে দিতে চললাম।সেখানে কিছু সময় গল্প করে বাসায় ফিরলাম।চাইনিজ আইটেম একটু গরম গরম ই ভালো লাগে আমার। তাই দেরি না করে খেতে বসলাম সবাই মিলে।অনেক দিন পর রান্নাটা করলাম আমরা।বেশ ভালো লাগল মেনুটা।তারপর ক্লান্তিতে ঘুম চলে এলো।কখন যে ঘুমিয়ে পড়লাম তা নিজেই জানতে পারলাম না!
তো বন্ধুরা আজ এ পর্যন্তই।আমার পোস্টটি পড়ে কেমন লাগল তা কমেন্টে জানাবেন।
Device Name: | One Plus |
---|---|
Camera: | 48 Megapixel |
Shot by: | saha10 |
location: | Bangladesh🇧🇩 |
আপনি গাজর, পটল, ধুন্দল, কলার মোচা যেগুলি ক্রয় করেছেন সবগুলি সবজিই খাওয়ার জন্য খুবই উপযোগী। তবে বর্ষার কারনে সব সবজির দাম একটু বেশি । আমাদের এখানে পটলের কেজি ৬০ থেকে ৭০ টাকার মধ্যে পাওয়া যায়। সর্বপরি আপনার পোষ্টটি পড়ে খুব ভাল লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শুক্রবার আমাদের ছুটি থাকে, ছুটির দিনে আমরা বিভিন্ন আয়োজন করে থাকি, অনেক সময় ছুটির দিন আমরা ভিন্নরকম খাবারের আয়োজন করে থাকি, অসুস্থ হলে ছুটির দিনেও ভালো লাগেনা, আপনার দ্রুত সুস্থতা কামনা করছি, আপনার সারাদিনে কার্যক্রম দেখে খুব ভালো লাগলো ধন্যবাদ সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit