শীতের সকালে ঘুম থেকে উঠে বিছানা ছাড়াটা বেশ আলসেমির।শুয়ে থেকে কিছু সময় ফোন ব্রাউজ করে নিলাম।এরপর বাইতিপাড়া বাজারে চলে গেলাম।বাইরে ঝিরিঝিরি বাতাসের কারণে শীতের অনুভব বেশি লাগছে।বাইতিপাড়া বাজারে এখন শীতকালীন সবজির সমাহার।অবশ্য সব বাজারেই এখন শীতকালীন সবজিতে পূর্ণ। তবুও কেন যেন দাম নাগালের বাইরে।মধ্য- বিত্তের এই বাজারে কেনাকাটা করে ভালো থাকা প্রায় অসম্ভব বলা চলে।আর আমার মতো চুনোপুঁটি মানুষের জন্য তা দুরূহ বলে মনে হয় আজকাল।যাইহোক প্রয়োজনমতো সবজি কিনে বাসায় ফিরলাম।
বাসায় গিয়ে পুনরায় বের হলাম দুধ কেনার জন্য। গ্রামের বাড়ি থেকে দুধ নিয়ে আসা হয় বরাবরই। কিন্তু আজ আমার শ্যালকের জন্মদিন থাকায় দুধটা অতি প্রয়োজনীয় হয়ে পড়েছে।বাজারে গিয়ে দেখি দুধ ৭৫ টাকা লিটার! গ্রামে এখনো ৪০-৪৫ টাকায় প্রতি লিটার বিক্রয় করা হয়।যাইহোক ১ লিটার দুধ কিনে পুনরায় বাসায় ফিরে এলাম।আমি বরাবরই ঘর কুনো টাইপের।আজ আর সন্ধ্যার আগে কোথাও বের হওয়ার নাই ভেবে ভালো লাগছে।
বাসায় এসে সকালের খাবার শেষ করে পুনরায় বিছানায় চলে গেলাম।কিছু সময় কম্পিউটারটা ওপেন করে কাজ করলাম।সারা সপ্তাহের ক্লান্তিতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না।কিছু সময় পর সহধর্মিণীর ডাকে উঠে পড়লাম।তাকে রান্নার কাজে সহায়তা করতে হবে।যেহেতু শ্যালকের জন্মদিন তাই বাসায় ওর পছন্দমতো রান্না হচ্ছে।রান্নার কাজ শেষ করে স্নান সেরে নিলাম।এরই ভিতর আমার কাজিন ফোন করে বলল সে খুলনা আসছে।তার চশমাটা হঠাৎ ভেঙে গেছে যার কারণে চশমার দোকানে যেতে হবে।
শীতের এই সময়ে দুপুরে খাওয়ার পর ঘুম চলে আসে।বিছানায় যেতেই একটু ঘুমিয়ে পড়েছিলাম।পার্থ ফোন করলে ফ্রেশ হয়ে নিলাম দ্রুত। সন্ধ্যার পরপরই ও বাসায় এসে ঢুকল।এরপর আমরা চশমার দোকানে চলে গেলাম।পার্থ'র চোখে অনেক সমস্যা তাই ওর চশমা বানানোর ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়।চশমা অর্ডার করার পর আমরা চলে গেলাম কসমেটিকস মার্কেটে। সেখান থেকে পার্থ একটা গিফট কিনে নিল।এরপর আমরা কেক কিনতে চলে গেলাম ময়লাপোতা মোড়ে।
ময়লাপোতা মোড়ে অনেকগুলি কেকের দোকান হয়েছে।আমাদের পছন্দমতো ফ্লেভারের কেক আর তার সাথে প্রয়োজনীয় সামগ্রী কিনে বাসায় চলে এলাম।বাসায় এসে কিছু সময় বিশ্রাম নিয়ে ডিনার সেরে নিলাম আমরা সবাই।রাত ১১ টা নাগাদ কেকে কাটার উৎসবের আয়োজন করা হলো।কেক কেটে জন্মদিন পালনের পর আমরা আরও কিছু সময় গল্প করেছি।কিন্তু গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না।
তো বন্ধুরা আজ এ পর্যন্তই।আমার পোস্টটি পড়ে কেমন লাগল তা কমেন্টে জানাবেন।
Device Name: | One Plus |
---|---|
Camera: | 48 Megapixel |
Shot by: | saha10 |
location: | Bangladesh🇧🇩 |