আসসালামু আলাইকুম
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি হাজির হলাম আমার আজকের ডাইরি নিয়ে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আমার আজকের ডাইরিটি। |
ক্যানভা এপস দিয়ে তৈরি করা হয়েছে
আজকে আমার দিনটি শুরু হয়েছে সকাল ৯টায় ঘুম থেকে উঠার মাধ্যমে। ঘুম থেকে উঠেই আগে মোবাইলটা হাতে নিয়ে স্টিমিটে প্রবেশ করে নোটিফিকেশন চেক করলাম ও কয়েকজনের পোস্টে আপভোট দিলাম। তারপর মোবাইলটা চার্জে দিয়ে ফ্রেস হয়ে এসে আমার সকালের খাবার খেয়ে নিলাম। আমাদের বাড়িতে সকালে নাস্তা হয় না ভাত রান্না করা হয়। আর তাই আমি সকালে ভাত খেয়েছি। খাওয়ার পর একটু বিশ্রাম নিলাম। বাড়িতে আমার আম্মু নেই, তিনি আমার খালার বাসায় বেড়াতে গেছেন। আমার ভাবি একাই বাড়ির সব কাজ করছিলো, কিন্তু আমার ১৫ মাস বয়সের ছোট ভাতিজি কান্না করছিলো। ভাতিজির সাথে একটু খেলা করলাম ও তার কান্না থামালাম।
সকালের মিষ্টি রোদে গাছের নিচে তোলা সেলফি
কিছুক্ষন পর তার বাবা চলে আসলো। আজকে সকাল থেকেই অনেক ভালো রোদ উঠেছিলো। যার কারনে আমি আজকে সকালে হাফ হাতা টি-শার্ট পরেই বাইরে বের হয়েছিলাম। বাইরে গিয়ে একটা গাছের নিচে সেলফি তুললাম। আজকে ছিলো শুক্রবার, পবিত্র জুম্মার নামাজের দিন। আর আজকে আমাদের বাংলাদেশে সরকারি ছুটি। তাই আজকে সবাই বাড়িতেই ছিলো। কিন্তু তবুও কোনো কারনবশত আজকেও ক্রিকেট খেলা হয় নি। তাই আমি আমাদের এলাকার একটি দোকানের টং এ গেলাম এবং সেখানে গিয়ে দেখলাম যে এলাকার ৩ জন ছোট ভাই সেখানে বসে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলছে। আমিও তাদের সাথে বসে বসে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলা শুরু করলাম।
গেম খেলতে খেলতে দুপুর হয়ে গেলো ও আযান দিয়ে দিলো। আর আজকে যেহেতু জুম্মার নামাজের দিন তাই তাড়াতাড়ি করে বাড়িতে ফিরলাম। বাড়িতে এসে গোসল করে গেলাম নামাজে। জুম্মার নামাজ আদায় করে বাড়িতে এসে গায়ে সরিষার তেল মাখলাম ও মুখে মেরিল দিলাম। কিছুক্ষন পর আমার দুপুরের খাবার খেয়ে নিলাম। খাওয়ার পর একটু বিশ্রাম নিলাম। তারপর আমাদের কবুতরের খোপের দিকে চোখ গেলো। এটা কাঠের তৈরি একটি খোপ। সেটা একটা ছবি তুললাম। এরপর রুমে এসে শুয়ে শুয়ে স্টিমিটে একটা পোস্ট করে ফেললাম।
বিকালের রোদে ধানক্ষেত ও আমার সেলফি
এরপর আমি মোবাইল নিয়ে বাইরে হাটতে বের হলাম। আমাদের বাড়ির পাশের ক্ষেতে গেলাম। আকাশে সূর্য ছিলো এবং ধানক্ষেতে সেই সূর্যের প্রতিচ্ছবি দেখা যাচ্ছিলো যেটা আমার অনেক ভালো লেগেছে। তাই সেটার ছবি তুলে নিলাম ও আমি নিজেও কয়েকটা সেলফি তুললাম। এরপর কিছুক্ষন সেখানেই রোদে দাঁড়িয়ে থাকলাম। আজকের রোদটা একটু বেশী তীব্র ছিলো যার কারনে বেশীক্ষন রোদে দাঁড়িয়ে থাকতে পারলাম না।
সেখান থেকে আমি বাড়িতে ফিরে আসলাম। বাড়িতে এসে শুয়ে শুয়ে মোবাইলে আমার বন্ধুদের সাথে চ্যাটিং করছিলাম। আমার বন্ধু মাহামুদুল আমাকে কল দিয়ে বললো যে যশাই মোড়ে আজকে ফাইনাল খেলা আছে দেখতে যাবো কি না। বাড়িতে কেউ না থাকার কারনে খেলা দেখতে গেলাম না। মোবাইল টিপতে টিপতে আমার ঘুম পাচ্ছিলো তাই মোবাইলটা রেখে শুয়ে পড়লাম।
মাঠে ফুটবল খেলার দৃশ্য
ঘুম থেকে উঠলাম বিকাল বেলায়। ঘুম থেকে উঠে দেখি বিকাল ৫ টা বেজে গেছে। ফ্রেস হয়ে আমাদের বাড়িতে থাকা টোস্ট খেলাম। তারপর আমার বন্ধু সুহাদ ও তাজউদ্দীনকে মেসেজ দিয়ে জমির হাট উচ্চ বিদ্যালয়ের মাঠে আসতে বললাম। এরপর আমিও রেডি হয়ে চলে গেলাম মাঠে। সেখানে গিয়ে দেখি যে মাঠের এক প্রান্তে একটি গোলবারে এলাকার ছেলেরা ফুটবল খেলছে। আমি তাদের ফুটবল খেলার কয়েকটা ছবি তুললাম। এরপর গিয়ে শহীদ মিনারের সিড়িতে বসে বসে মোবাইল টিপলাম। এদিকে সুহাদের কোন খবর নেই আর তাজউদ্দীন বললো যে ওর একটু সমস্যা আছে তাই আজকে সে আসবে না। তাই আমি বসে বসে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলা শুরু করলাম। কিছুক্ষনের মধ্যেই আমার বন্ধু
@shuhad চলে আসলো। এরপর আমরা মাঠে বসে আড্ডা দিলাম।
সুহাদের সাথে তোলা সেলফি
এক পর্যায়ে
@shuhad তার পুরাতন কর্মস্থলে যেতে চাইলো। যেহেতু সে অনেকদিন পর এসেছে তাই আমিও আর না করতে পারলাম না। এই ঠান্ডার মধ্যে রাতে আমরা বাইকে করে চলে গেলাম পার্বতীপুরের বউ বাজারে। সেখানে গিয়ে
@shuhad তার পুরাতন কর্মস্থল আপডেট ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে সেখানকার মালিকের সাথে দেখা করলো এবং অনেক্ষন কথা বললো। লোকটা অনেক ভালো ছিলো। কথা বলার পর আমরা নাস্তা করলাম। নাস্তা করার ফাকে রাস্তায়
@shuhad এর সাথে সেলফি তুললাম। এরপর আমরা বাড়ি ফিরে আসলাম। বাড়িতে এসে ফ্রেস হয়ে গেলাম নামাজ আদায় করার জন্য। আজকে হলো পবিত্র শবে বরাত এর রাত। তাই মসজিদে গিয়ে নামাজ আদায় করলাম। নামাজ আদায় করার পর রাত ১০:৩০ মিনিটের পর বাড়িতে ফিরে আসলাম এবং আমার রাতের খাবার খেয়ে নিলাম। খাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে আমার আজকের এই পোস্টটি লেখা শুরু করলাম।
তো বন্ধুরা এই ছিলো আমার আজকের পোস্ট । আশা করি আপনাদের ভালো লেগেছে । ভূল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন । আবারো দেখা হবে নতুন কোনো পোস্টে। |
ধন্যবাদ সবাইকে
সবগুলো ছবিই আইফোন ১২ দিয়ে ধারন করা হয়েছে।
X promotion : https://x.com/saikat01718/status/1890459999463239819?s=46
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই দিনে এই পোস্ট আশা করিনি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনিও দেখছি আমার মত তবে আমি এত লেট করে ঘুম থেকে উঠি না খুব সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে তারপর ওয়েবসাইটে কিছুক্ষণ ঘোরাঘুরি করি বিশেষ করে এই স্টিম প্লাটফর্মে নোটিফিকেশনগুলো চেক করি বিভিন্ন পোস্টে কমেন্ট করি আপলোড করি এটা আমার নিত্যদিনের কাজ তারপর নিজের সংসারের কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ি।
যেহেতু ওই দিনটা শুক্রবার ছিল তাই সকাল সকাল নামাজে যাওয়াটা প্রতিটা মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য বিকেলবেলা আপনি আবার আপনার বন্ধুর সাথে তার পুরনো কর্মস্থলে ঘুরতে গিয়েছেন ধন্যবাদ আপনার সুন্দর মুহূর্ত গুলো আমাদের সাথে উপস্থাপন করার জন্য ভালো থাকবেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit