Incredible India monthly contest December #1 | | My resolution 2024

in hive-120823 •  last year  (edited)

Hello everyone

আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি "My resolution 2024" কন্টেস্টটিতে অংশগ্রহণ করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক।

20231211_211833_0000.jpg

Image create by Canva

প্রথমেই আমি দিদিকে ধন্যবাদ জানাই এতো সুন্দর একটি কন্টেস্ট এর আয়োজন করার জন্য। সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। জীবনে সবারই ভূল হয় আর ভূল থেকেই মানুষ শিক্ষা নেয়। জীবনে প্রতিটি সফলতার পিছনে থাকে হাজারো ব্যর্থতার গল্প। আমাদের সবারই কিছু চাওয়া পাওয়া থাকে। নতুন বছরের জন্য আমিও আমি resolution পরিকল্পনা করেছি। এগুলো বাস্তবায়ন করতে পারলে তবেই আমার ২০২৪ সালটি ভালোভাবে কাটাতে পারবো। আজকে আমি সেই resolution গুলো আপনাদের সাথে শেয়ার করবো।


What resolution do you make and follow for the upcoming year?


প্রথমত, আমি নিজের শরীরের প্রতি খেয়াল করবো। কেননা আমার চেহারা একেবারেই ভালো না। রোগা-পাতলা চেহারা। যার জন্য বন্ধুমহলে প্রায়ই আমাকে নানারকম জটিলতার মধ্যে পড়তে হয়। তাই আমি এইবার নতুন বছরে ভালোভাবে খাওয়া দাওয়া করে আমার চেহারায় পরিবর্তন আনার চেষ্টা করবো। আমার উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি কিন্তু ওজন মাত্র ৫৪ কেজি আমি চাই এই বছর আমার ওজন ৬ কেজি বাড়িয়ে ৬০ কেজি নিয়ে আসতে।

দ্বিতীয়ত, আমি নতুন বছরে ধৈর্য ধরে ভালোভাবে লেখাপড়ায় মনোযোগী হতে চাই। কেননা এই বছরে আমি অনার্স ১ম বর্ষের ফাইনাল পরিক্ষা দিলাম। ভার্সিটির এডমিশনের প্রস্তুতি নেয়ার কারনে আমি আমার কলেজের পড়া কিছুই পড়তে পারি নি যার কারনে আমার পরীক্ষাগুলো একেবারেই খারাপ হয়েছে। তাই আমি নতুন বছরে আমার পড়াগুলোকে ভালোভাবে গুছিয়ে নিয়ে যেতে চাই। কেননা লেখাপড়ার কোনো বিকল্প নেই। জীবনে উন্নতি করতে হলে ভালোভাবে লেখাপড়া করতেই হবে।

তৃতীয়ত, আমি নিয়ম মেনে প্রতিদিন একটি করে পোস্ট করতে চাই। এই বছর আমি মাঝে মাঝে কয়েকদিন গ্যাপ দিয়েছি আবার কোনো কোনোদিন ২-৩ টা করে পোস্ট করেছি যেটা দেখতে খুবই খারাপ ও বিশৃঙ্খল দেখায়। আর এখানে কোনো ধারাবাহিকতাও বজায় থাকে না। কোনো কাজের ক্ষেত্রে সফল হতে হলে কৎর পরিশ্রমের পাশাপাশি ধারাবাহিক হওয়াও প্রয়োজন। তাই আমি নতুন বছর স্টিমিটে ধারাবাহিকভাবে পোস্ট করতে চাই।

চতুর্থত, আমি বাংলাদেশের অনেক যায়গায় ভ্রমণ করতে চাই। আমি একজন ভ্রমণপ্রিয় মানুষ। ভ্রমণ করে বেড়াতে প্রচন্ড ভালোবাসি আমি। ২০২২ ও ২০২৩ সালে এডমিশনের ব্যস্ততার কারনে তেমন কোথাও ঘুরতে যাওয়া হয় নি। তবে ২০২৪ সালে আমি চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় ঘুরতে যেতে চাই। কেননা প্রকৃতির আসল সৌন্দর্য উপভোগ করতে হলে আমাকে অবশ্যই চট্টগ্রাম বিভাগে যেতে হবে।


How would your resolution be useful for you and others? Describe.


উপরিউক্ত resolution গুলো আমার ভালো থাকার ও সফলতার জন্য প্রয়োজন। কেননা এগুলো অর্জন করার মাধ্যমেই ২০২৪ সালটা আমার ভালোভাবে কাটবে বলে আমি আশা করি এবং সেই পরিকল্পনাতেই আমি এই resolution গুলো তৈরি করেছি। এগুলো আমার জন্য অ এক দরকারী। আর আমি যদি এগুলো থেকে সফলতা অর্জন করতে লারি তাহলে আমি মনে করি যে বাকিদের কাছেও এই resolution গুলো দরকারী হবে। এখানে একেক জনেন resolution একেক রকম হবে।


Do you think the resolution is essential to overcome something?


pexels-photo-3184611.jpeg

Source

হ্যাঁ। আমি মনে করি আমি।যে বিষয়গুলো তুলে ধরেছি আমার সফলতা অর্জনের জন্য সেগুলো প্রয়োজন। কেননা সফলতা অর্জনের জন্য নিজের শরীরকে ঠিক রাখতে হবে। শরীর ঠিক না থাকলে কোনো কাজেই ভালোভাবে মন বসে না। ধৈর্য ধারন ও ভালোভাবে লেখাপড়া করতে পারলে তবেই দেশের সম্পদে রূপান্তরিত হতে পারবো আমি। যেকোনো কাজের ক্ষেত্রেই ধৈর্য্যের প্রয়োজন আছে। একটা প্রবাদ বাক্য আছে যে, "সবুরে মেওয়া ফলে।" তাই আমাকে ধৈর্য ধারন করে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। জীবনে ভালো থাকতে হলে প্রকৃতিতে ঘুরে বেড়ানো অনেক উপকারী। এতে করে মন ভালো থাকে।

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভূল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য @shahid2030, @neelofar এবং @azifnur86 কে আমন্ত্রণ যানাচ্ছি।

ধন্যবাদ সবাইকে💙

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এবং এতো সুন্দর করে সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।আপনার মতো আমি ও অনেক শুকনা। আমাকে এর জন্য সব সময় বাসায় বকা শুনতে হয়। আমাকে সব সময় বলে বেশি করে খেতে।আর শীতের দিনে চেহারার যত্ন নিতে হবে। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

ধন্যবাদ ভাই

আমিও একজন ভ্রমণপ্রিয় মানুষ কিন্তু বর্তমান পরিস্থিতির জন্য কোথাও বেড়াতে যেতে পারছি না। শেষবার বেড়াতে গিয়েছিলাম সিকিমে গতবছর তাও হানিমুন করতে। ওজন বাড়াতে হলে প্রতিদিন রাতে ২৫ গ্রাম কাঁচা বাদাম ভিজিয়ে রেখে পরের দিন সকালে খান যদি আপনার অন্য কোনো অসুখ না থাকে তো। নচেৎ, ডাক্তারবাবুর পরামর্শ নিন। আপনার জন্য শুভকামনা রইলো।

ধন্যবাদ ভাই এরকম একটি পরামর্শ দেয়ার জন্য।

Loading...

নিজের শরীরের যত্ন নেওয়া প্রত্যেকটা মানুষের উচিত। কেননা আমরা অসুস্থ হয়ে পড়লে আমাদের পরিবার অনেক বেশি ঝামেলার মধ্যে পড়ে যায়। আর পরিবারকে প্রতিনিয়ত কষ্ট দেয়ার চাইতে। নিজের শরীরটাকে সুস্থ রাখা অনেক বেশি উত্তম। আপনি প্রতিনিয়ত নিজের পড়াশোনাটা কঠোর পরিশ্রমের মাধ্যমে চালিয়ে যেতে চান। এবং স্টিম প্ল্যাটফর্মে টিকে থাকতে চান।

আমি আশা করি সৃষ্টিকর্তা অবশ্যই আপনার ইচ্ছে গুলো পূরণ করবে। এবং আপনি কঠোর পরিশ্রমের মাধ্যমে অনেক দূর এগিয়ে যেতে পারবেন। সঠিকভাবে পড়াশোনা করুন অবশ্যই ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে আর স্টিম প্লাটফর্মের সাথে যেভাবে যুক্ত আছেন। আরো একটু কঠোর পরিশ্রম করুন হয়তোবা আরো ভালো কিছু আপনি এখান থেকে অর্জন করে নিতে পারবেন। প্রতিযোগিতার প্রত্যেকটা প্রশ্নের উত্তর চমৎকারভাবে দেয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আমার পুরো পোস্টটি পড়ে এরকম একটি সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

আপনার resolution গুলো পড়ে অনেক ভালো লাগল।আপনি খুব সুন্দর পরিকল্পনা করেছেন। লেখাপড়াকে সর্বাগ্রে রেখে জীবনে মজাও করতে হবে।আপনি ভ্রমণ করার ও পরিকল্পনা করেছেন।আপনার জন্য শুভকামনা থাকছে। আপনার পরিকল্পনা সফল হোক।

আমার পোস্টটি পড়ে এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

শুরুতেই জানাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আপনার রেজোলিউশন এর সব প্রশ্নের উত্তর গুলো বেশ সুন্দর ভাবে উপাস্থাপন করেছেন ৷ আগামী বছর আপনার মনের ইচ্ছা পুরন হোক এই কামনাই করি সৃষ্টিকর্তার কাছে ৷

ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

আপনিও ভালো থাকবেন ভাই। ধন্যবাদ আপনাকে।

আপনি নতুন বছরে নিজের প্রতি সবার আগে মনোযোগ দিতে চান আর এটা একটা খুবই ভালো সিদ্ধান্ত। সেই সাথে এডমিশন টেষ্ট এর জন্যও প্রস্তুতি নিতে চান খুব ভালো ভাবে। আর যেকোনো কাজে ধারাবাহিকতা থাকা খুবই প্রয়োজন। একারনে আপনি ভবিষ্যতে স্টিমিট প্ল্যাটফরমের কাজের প্রতি আরো মনোযোগী হয়ে নিয়মিত পোস্ট করতে চান।
নতুন বছরে আপনার মনের প্রতিটি ইচ্ছে পূরণ হোক। আর ভালো থাকুন সারাবছর জু্ড়েই এই কামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি সুন্দর মন্তব্য করার জন্য

ধন্যবাদ প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্যে। নতুন বছরের চাওয়া গুলো আপনার পাওয়ায় রূপ নিক সেই কামনা করি।
ভালো থাকবেন।