সনাতনী বিয়ের অনুষ্ঠান

in hive-120823 •  19 days ago 
IMG_20250215_101021.jpg


হ্যালো বন্ধুরা

আজ চলে এসেছি আপনাদের মাঝে সনাতনী বিয়ের কিছু রীতিনীতি নিয়ে অর্থাৎ আমার দেখা সনাতন ধর্মাবলম্বী একটি বিয়ের কিছু খন্ড চিত্র তুলে ধরার জন্য। আমার বাসার নিচ তলার দাদার ছোট ছেলের বিয়ে ছিল ‌। যেহেতু আমার বিল্ডিংয়ের বিয়ে ,তাই পুরা বিল্ডিং এর লোকজনকে দাওয়াত করেছে আমারও সপরিবারে দাওয়াত ছিল । সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি এবং তাদের বিয়ের বিভিন্ন রীতিনীতি সম্পর্কে প্রত্যক্ষ দেখার সুযোগ হয়েছে।

IMG20250213141831.jpg

প্রতিটি ধর্মেরই নিজস্ব কিছু রীতিনীতি রয়েছে । আমাদের যেমন বিয়ের অনুষ্ঠানের কিছু বিশেষ রীতিনীতি তথা নিয়ম রয়েছে ,তেমনি ওদেরও কিছু নিয়ম রয়েছে যা সম্পূর্ণ আমাদের থেকে আলাদা। সনাতন ধর্ম একটি প্রাচীন তাই,কৃষ্টি কালচার গুলো ও একটু অন্যরকম।

আমি যেহেতু জীবনের প্রথম দেখেছি তা আমার কাছে ছিল একটি নতুন অভিজ্ঞতা। একটি বিয়ের অনুষ্ঠান কে কেন্দ্র করে অনেক নিয়ম তারা পালন করে থাকে। তাই ওদের বিয়ের বন্ধন টা একটু মজবুত মনে হয় আমার কাছে। অনেক পন বা ওয়াদা করে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হয়। ছেলে -মেয়ে দুজনকেই বিভিন্ন ওয়াদা করে বিয়ের পিঁড়িতে বসতে হয়। যা আমার কাছে দেখে খুব ভালো লাগলো। বিয়েতে আবদ্ধ হওয়ার জন্য এরকম রীতিনীতি গুলো নিঃসন্দেহে প্রশংসনীয়।

IMG20250213155750.jpg

যেখানে নিয়ম নীতি কঠোর, সেখানে সেই নিয়ম নীতিগুলো ভাঙাও খুব কঠিন ।তাই সংসার ভাঙার ভয়ও খুব কঠিন একটি ব্যাপার ।আমার কাছে মনে হল যে,এটি আমাকে খুব অনুপ্রাণিত করেছে।

বর্তমান প্রেক্ষাপটে সমাজে যে হারে বিবাহ বিচ্ছেদ হচ্ছে, এরকম নিয়ম-নীতি মেনে বিবাহ করলে মানুষ বিবাহ বিচ্ছেদে আবদ্ধ হওয়ার আগে শতবার এসব বিষয়গুলো স্মরণ করবে। আমার মনে হয় এই কারণে সনাতন ধর্মে বিবাহ বিচ্ছেদ নেই বললেই চলে।

IMG20250213134310.jpg

আমি প্রত্যক্ষভাবে দেখলাম তারা যে সমস্ত নিয়ম পালন করে বিবাহের আবদ্ধ হয় ।তাই স্বাভাবিকভাবেই একটি বিচ্ছেদ করার আগে তাদের ওই বিষয়গুলো মাথায় থাকে। তাই শত ঝামেলা থাকা সত্ত্বেও তারা বিবাহ বিচ্ছেদের মতো একটি খারাপ কাজে লিপ্ত হয় না যা আমাকে অনুপ্রাণিত করেছে।

এবং অনেক কিছু আমি জীবনের প্রথম দেখেছি সত্যিই এই বিয়েতে অংশগ্রহণ না করলে আমি সনাতন ধর্মাবলম্বীদের বিয়ে সম্পর্কে অনেক কিছুই অজানা থাকতো। আর বৌদি ও দাদা অসম্ভব ভালো একজন মানুষ ।আমাদের বাসায় এসে সপরিবারে দাওয়াত করে গিয়েছেন ‌।অত্যন্ত আপ্যায়ন প্রিয় একজন মানুষ ওরা ,ওরা স্বামী স্ত্রী দুজনেই খুব ভালো মনের মানুষ।

তবে বিয়ের বেশিরভাগ অনুষ্ঠানগুলি আমি বাসা থেকেই দেখেছি। বাসার সামনে একটু খালি জায়গা রয়েছে ওখানে প্যান্ডেল করেছিল। নিচে নামতে হয়নি, তবে নিচে নেমে ভিডিও করলে বা ছবি ধারণ করলে হয়তো বা আরো স্পষ্ট হতো। তাই বলে একেবারে যে খারাপ হয়েছে তাও নয় উপর থেকে মোটামুটি ভালই দেখা গিয়েছে। তাছাড়া বাদ্যযন্ত্রের আওয়াজ পুরো এলাকাতে বিরাজমান। আশেপাশের যত ছেলেপেলেরা আছে, সবাই চলে এসেছে বাদ্যযন্ত্রের আওয়াজ শুনে।

আমাদের মুসলিম পরিবারের বিয়েতে তো এরকম বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা যায় না। তাই বাচ্চারা অধীর আগ্রহে দৌড়ে চলে এসেছে দেখার জন্য।। আমার কাছে ভালো লেগেছিল ,বরের বন্ধুরা হলি খেলেছে রঙ ছড়াছড়ির খেলা ,সাদা গেঞ্জির মধ্যে হরেক রকমের রং অন্যরকম দৃশ্য। এক বন্ধু আরেক বন্ধু কে রং ছুড়ে মারছে। আসলে আনন্দ থাকে গায়ে হলুদের অনুষ্ঠানগুলোতে এই রং মাখামাখি খেলাতে।

জীবনের একটি নতুন অভিজ্ঞতা। তবে অভিজ্ঞতাটা বরাবর ই খুব সুন্দরছি।শুধু আমি নয়, আমার বিল্ডিংয়ের অন্যান্য ভাবীরাও উপভোগ করেছিল বিষয়টি। দাদার দুইটা ছেলে , মেয়ে নেই ।তাই বড় ছেলের বউকে অনেক আদর করেন। আমার বিশ্বাস ছোট ছেলের বউকে ওই ভাবেই আদর করে রাখবেন। তাছাড়া একটি মেয়ে সবকিছু ছেড়ে দিয়ে, অচেনা একজন মানুষের হাত ধরে ঘর থেকে বের হয়ে আসে। সে যদি ওই জায়গাটাকে নিরাপদ মনে করে ,তাহলে সে সবকিছু বিলিয়ে দিতেও কোন কৃপণতা ভোধ করে না ।তার সর্বোচ্চটুকু দিয়েই সংসারের হাল ধরতে চায়।

আমি মন থেকে দোয়া করি ,ওদের দাম্পত্য জীবন যাতে সুখের হয় শান্তির হয়। আর যে কঠিন নিয়ম নীতি অনুসরণ করে তারা বিয়ে করে আমার বিশ্বাস তারা ওই নিয়ম-নীতি ভঙ্গ করবে না। দুজন দুজনকে বুঝবে মৃত্যুর আগ পর্যন্ত দুজন একসাথে থাকবে। সেই কামনাই করি। সত্যি অনেক উপভোগ্য ছিল । যেহেতু জীবনের প্রথম এত কাছ থেকে বিয়ের অনুষ্ঠানের বিভিন্ন রীতিনীতি উপলব্ধি করেছি ।তাই
আমার কাছে বিষয়টি একটু অন্যরকম হয়েছিল। তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

প্রতিটা ধর্মের মধ্যেই বিভিন্ন ধরনের রীতি-নীতি অনুসরণ করে বিয়ের অনুষ্ঠান পরিচালিত হয়ে থাকেন সনাতন ধর্মের বিয়েতে আমার মনে হয় অতিরিক্ত নিয়ম-নীতি অনুসরণ করে আমি যখন স্কুলে পড়তাম তখন আমার একটা ফ্রেন্ডের বিয়ে হয়েছিল ওর বিয়েতে আমাকে নিমন্ত্রণ করা হয়েছিল ওখানে গিয়ে আমি রীতিমতো অবাক হয়েছিলাম দোয়া রইল তাদের জন্য তাদের দাম্পত্য জীবন অনেক বেশি সুখের হোক ধন্যবাদ সনাতন ধর্মের বিয়েতে কাটানো আনন্দঘন মুহূর্তটা আমাদের সাথে উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।