হ্যালো বন্ধুরা
আজ আপনাদের সাথে শেয়ার করব একটি সুন্দর বিকেলের গল্প। যেহেতু বিকেলটা খুব সুন্দর ছিল তাই স্বাভাবিক ভাবে বুঝতে পারছেন অনেক সুন্দর ভাবেই কাটিয়েছি দিনটি।
গত শনিবার আমি আমার খুব কাছের এক বান্ধবীর সাথে একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম ,মূলত আমি গিয়েছিলাম বন্যা পরিস্থিতি দেখার জন্য। কিন্তু ওই পরিবেশটা দেখে খুবই ভালো লাগছিল। যদিও নদী ভরে টইটুম্বর যেকোনো সময়ে আশেপাশে এলাকা প্লাবিত হতে পারে। তাই পূর্ব প্রস্তুতির একটা ব্যাপার আছে আমাদের সবার জন্যই।
আমাদের কোয়াটার টা একটু উঁচু জায়গায় প্রস্তুতকৃত কিন্তু আশপাশে এলাকাটা একটু নিচু তাই একটু ভয় লাগছে মনে, কারণ হলো আশেপাশের এলাকা প্লাবিত হলেও তো আমাদের ভোগান্তির শেষ নেই।
গতকালকে দুইটি নদীর মোহনায় গিয়েছিলাম যেখানে পানি বেড়ে গেলে আশেপাশে এলাকাগুলো স্বাভাবিক ভাবেই প্লাবিত হয়ে যাবে। কিন্তু সেখানের পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় নি এখনো তবে পরিবেশটা এত সুন্দর ছিল চারদিকে পানি টলটল করছিল। তাই ছবি তোলার মত একটি অনুভূতি তৈরি হলো মনে ।তাছাড়া এখানে আমিও দীর্ঘদিন যাবত থাকার পরও এই জায়গা গুলোতে আমার কখনো যাওয়া হয়নি। এরমধ্যে একটি হলো গয়নাঘাট।
বন্ধুরা আপনারা হয়তো সবাই জানেন গয়না বলতে তাকে বুঝায় নৌকা চেয়ে একটু বড় সাইজের পণ্যবাহী যানবাহন। গয়না দিয়ে সাধারণত পণ্য এক স্থান থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া জন্য ব্যবহৃত হয়ে থাকে। তাছাড়া শুধু পণ্যই না, মানুষ জন ও চলাচল করে এটি দিয়ে।একসময় এক জায়গায় থেকে অন্য জায়গায় যেতে হলে হলে মানুষ গয়না ব্যবহার করত ।যেহেতু আমাদের নদীমাতৃক দেশ, তাই নৌকা বা গয়নাই ছিল একসময়ের প্রধান যানবাহন।
তবে গতকালকে ওখানে কোন গহনা দেখিনি তবে গয়না যে একসময় ভাবতো ওখানে এর চিহ্ন ছিল। বিভিন্ন জায়গায় গয়না বাধার জন্য লোহা দিয়ে তৈরি খুঁটি রয়েছে,তা দেখে অতি সহজেই বুঝা যায় একসময় এখানে কি পরিমানে বড় গয়না নোঙ্গর করা হতো। এর পাশেই ছিল পাওয়ার প্লান্ট পাওয়ার প্লান্ট নিয়ে অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব।
গয়না ঘাট থেকে চলে গিয়েছিলাম আরেকটি নদীর মোহনায় সেটা হচ্ছে লালপুর নৌকা ঘাট। লালপুর শুধু নৌকা ঘাটের জন্য প্রসিদ্ধ না ,এখানে খুব সুস্বাদু মিষ্টি পাওয়া যায়। লালপুরের মিষ্টি অত্র এলাকার জন্য খুবই প্রসিদ্ধ। তাছাড়া লালপুরে নানা ধরনের শুটকি ও পাওয়া যায় ।সেই শুটকি বিদেশে ও রপ্তানি করা হয়।
সেজন্য লালপুরে যেয়ে ওই প্রসিদ্ধ দোকান থেকে কিছু মিষ্টি খেলাম টেস্ট করার জন্য ।তারপর আমি ও আমার বান্ধবী বাসার জন্য কিছু মিষ্টি নিয়ে আসলাম। আশেপাশের মিষ্টি থেকে সত্যিই লালপুরের মিষ্টি অনেক সুস্বাদু। লালপুর থেকে আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই আর নৌকাঘাটের ছবি ধারণ করতে পারিনি। তবে খুব সুন্দর একটি দিন কাটিয়েছি। আপন জনের সাথে বা প্রিয়জনদের সাথে সময় কাটাতে ভালো ই লাগে । ইচ্ছে করেই ওর সাথে একটু সময় কাটিয়েছি মনটাকে হালকা করার জন্য।।
আজ তাহলে এখানে ই লিখার সমাপ্তি টানছি। সবাই ভালো থাকবেন ,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
গয়না হল এক ধরনের নৌকা এটা আমার জানা ছিল না। গয়না করে অনেক বেশি জিনিস পরিবহন করা হয়। বান্ধবীর সাথে বাইরে বন্যা পরিস্থিতি দেখতে গিয়েছিলেন। আপনাদের চারপাশে জলে টই টই করছে। সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
"আরে ভাই মিষ্টির এলাকা যারা প্রতিদিন শুধু এসেছেন, বাড়তেই চাইছেন আমি টেস্ট করে যা হলো অন্যথায় এভাবেই খান । 🍰👍
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit