Better Life with Steem|| The Diary Game||12 April 2024||

in hive-120823 •  9 months ago  (edited)
Picsart_24-04-12_23-53-33-350.jpg
  • আনন্দময় একটি দিনের গল্প

  • ১২ ই এপ্রিল

  • রোজ শুক্রবার

হ্যালো স্টিমিট বন্ধুরা,

যেহেতু গতকালকেই ছিল আমাদের ঈদ। তাই এখনো সবার ঘরে ঘরেই ঈদের আমেজ বিরাজমান। আমার বাসায় ও ব্যতিক্রম নয়। সবাই একটু দেরি করে ঘুমিয়েছেন। সারাদিন ঘুরাঘুরি করে সবাই খুব ক্লান্ত তাই, আজ খুব সকালে কেউ ঘুম থেকে ওঠেনি আমিও ফজরের নামাজ পড়ে খানিকটা ঘুমিয়ে নিলাম। তারপর ৭টার দিকে মোবাইলে এলাম দিয়ে রেখেছিলাম, এলামের শব্দ ঘুম থেকে উঠলাম ৭ টার দিকে এবং ৯ টা পর্যন্ত কমিউনিটিতে সময় দিলাম। ফাঁকে ফাঁকে কিছু নিজের বাসার কাজ ও সেড়ে নিলাম।

সকাল বেলা:

তারপর যখন প্রায় নয়টার বেজে গেল তখন কিচেনের দিকে চলে আসলাম । কারণ নাস্তা বানাতে হবে, এদিকে আবার বাসার খেলা দেশে চলে গিয়েছেন । তাই সংসারের যাবতীয় কাজ আমাকেই করতে হবে। আমি ইচ্ছে করেই ওকে দেশে পাঠিয়ে দিয়েছি যাতে করে সবার সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে পারে।

IMG20240412105632.jpg
IMG20240412105622.jpg

নাস্তার পর্ব শেষ হয়ে যাবার পর হাড়িপাতিল গুলো ধোয়ে রুম গুছিয়ে নিলাম। তারপর আমি আমার নাস্তা খেয়ে নিলাম।

দুপুর বেলা

সমস্ত কিছু গোছানো হয়ে যাবার পর , পুনরায় দুপুরের রান্না করার জন্য কিচেনে চলে আসলাম ।
তবে আজকে রান্নার ঝামেলা খুব একটা ছিল না। কারণ গতকালকের অনেক খাবারই রয়ে গিয়েছে ফ্রিজে। তাই হালকা পাতলা রান্না করে , ওয়াশ রুমে চলে গেলাম, গোসল করে একসাথে ওযু করে বের হয়ে গেলাম। তারপর জোহরের নামাজ পড়ার জন্য প্রস্তূতি নিয়ে নিলাম। জোহরের নামাজ আদায় করে কয়েক ঘণ্টার মতো কমিউনিটির সময় দিলাম।

হঠাৎ করেই মেয়েরা বায়না ধরেছে বাইরে ঘুরতে যাবে, কি আর করা সবাই মিলে একটু ঘুরতে গেলাম। তাছাড়া এখন তো্যবাইরে ঘুরতে যাওয়াটাই স্বাভাবিক ঈদ বলে কথা। তাই সবাই মিলে ঘুরতে গেলাম রেস্টুরেন্ট খাওয়া দাওয়া করে বাসায় ফিরে আসলাম। আজ গিয়েছিলাম আমরা "ব্যাচেলার পয়েন্ট"।

IMG_20240412_173944_211.jpg
IMG_20240412_174505_470.jpg
IMG_20240412_174251_576.jpg
IMG20240412175953.jpg
IMG_20240412_171137_762.jpg
IMG20240412175351.jpg

কোমল পানীয় খাওয়ার শেষ পর্যায়ে হঠাৎ বড় মেয়ে বলল,মা এটার তো ছবি তোললেনা🤓 তা শুনে ছেলে আমার হেঁসেখুন|

সন্ধ্যা ও রাতের বেলা:

মাগরিবের আযান রাস্তায় ই দিয়ে ফেলেছিল ,তাই জটপট বাসায় এসে মাগরিবের নামাজ আদায় করে নিলাম। তারপর রাত ৮ টা পর্যন্ত কমিউনিটিতে সময় দিলাম। এরপর বড় মেয়ে কাল চলে যাবে হোস্টেলে তাই ওর জন্য মুরগি ও সবজি রান্না করে বক্সে করে ফ্রিজে রেখে দিলাম। রান্নার পূর্ব শেষ করতে না করতেই প্রায় ১০ বেজে গেল। আমি ১০.৮ মিনিটে কমিউনিটিতে ঢুকলাম এবং বারোটা নাগাদ কমিউনিটির কাজ করলাম। এর পর এশার নামাজ আদায় করে পোস্ট লিখতে বসলাম। এই ছিল আমার আজকে সারাদিনে কার্যক্রম গুলো যা আমি এখন আপনাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করলাম।

  • পোস্টটি আমি রাতেই‌ লিখেছিলাম, কিন্তূ হঠাৎ করে শরীর টা খারাপ লাগছিল তাই আর সাবমিট করতে পারিনি।

সবাইকে অসংখ্য ধন্যবাদ সময় ও ধৈর্য্য নিয়ে আমার পোস্টে পড়ার জন্য। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Your post is very well presented. You spent your day very well and had a nice time with your family at the restaurant. Thank you for sharing such a beautiful moment with us. Best wishes to you.

  • বাহ দারুন মন্তব্য করেছেন। ঈদ মোবারক ভাইয়া। মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়।

ঈদ মোবারক, আপনিও ভালো থাকবেন 🥰

  • অবশ্যই ফি আমানিল্লাহ।
Loading...

TEAM 3
¡Congratulations! This post has been upvoted through -steemcurator06.
We support quality posts anywhere and with any tags.

Curate posts.jpg

Curated by : @uzma4882

  • আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টের resteem করার জন্য। ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আপনার একটি দিনের কার্যাবলী আমাদের কাছে শেয়ার করার জন্য। লেখাগুলো পড়ে মনে হল যে বেশ ভালোভাবে ঈদের দ্বিতীয় দিন উদযাপন করছেন। মেয়েদের নিয়ে বাইরে ঘুরাতে ঘুরতে গিয়েছেন এবং একটি রেস্টুরেন্টে বার্গার খেয়েছেন। ঈদের পরে একটু ঘোরাঘুরি করতে মনে চাই।

Posted using SteemPro Mobile

  • অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য। সর্বোচ্চ টুকু দিয়ে চেষ্টা করছি আপনাদের সাথে সম্পৃক্ত থাকার জন্য ।আমার জন্য দোয়া করবেন ভাইয়া।
  • আসলেই ভাইয়া আমরা বাসা বাড়িতে থাকি তো অনেকটা বন্দি জীবন তাই একটু পরিবার পরিজন নিয়ে বাইরে ঘুরতে গেলে মনটা হালকা হয় প্রিয়জনদের কথা মনে পড়ে বাসায় থাকলে খারাপ লাগে। আমি অনেকটা আপনার মত প্রবাস জীবনী কাটাচ্ছি। এখানে আমি ছাড়া আমার কেউ নেই। ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

সর্বপ্রথম আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনার সারা দিনের একটি আনন্দময় এর দিন আমাদের মাঝে তুলে ধরার জন্য, ঈদের সময় আমরা অনেক জায়গায় ঘোরাঘুরি করতে যাই পাশাপাশি অনেক মানুষও আমাদের বাড়ি আসে তাদের সাথে আমরা বাহিরে ঘুরতে যাই খুবই ভালো লাগে এখন যেহেতু এদের সময় চলছে এখন প্রত্যেকটা মানুষের বাড়ি আনন্দই ভরে আছে।

  • ঈদের আনন্দ ঘরে ঘরে ই। ওকে ঠিকই বলেছেন ঈদ আসলে সবাই সবার বাসায় আছে তোমরা সবাই মিলে ঘুরতে গেয়ে অনেক ভালো লাগে। একটু বাইরে ঘুরাঘুরি না করলে ঈদের মতো লাগে না। ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

আপনার বাসার খালাকে গ্রামের বাসায় পাঠিয়েছেন ঈদ করার জন্য বিষয়টি জেনে খুব ভালো লাগলো। আপনার মেয়েরা সহ সবাই মিলে বাইরে ঘুরতে গিয়েছেন। আসলে ঈদের পরের দিন এভাবে সবাই মিলে পরিবারের সাথে ঘুরলে খুব ভালোই লাগে।

সুন্দর একটি দিনের আনন্দ আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

  • কারণ ঈদ সবার জন্যই তাই না। পরিবারের সদস্যদের সাথে ঈদ উদযাপন করলে আনন্দ দ্বিগুণ হয়ে যায় ।এখানে থাকলে হয়তো সেই সেভাবে আনন্দটা উপভোগ করতে পারত না, সে অনুভূতি থেকেই এ কাজটি করেছি আমি।

  • পরিবারের সাথে বাইরে ঘুরতে গেলে এমনি তো মন ভালো লাগে সবারই প্রয়োজন মাঝে মাঝে পরিবারকে সময় দেওয়া, ধন্যবাদ।

ঈদের দিন আমাদের মুসলমানদের জন্য অনেক আনন্দের একটি দিন এই দিনে আমরা অনেক মজা করে থাকি। আপনার কাটানো ঈদের দ্বিতীয় দিন টা সত্যিই অনেক আনন্দময় ছিল দেখে অনেক ভালো লাগলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

  • সত্যি কথা বলতে কি ঈদের দিন ঝামেলার জন্য বিরতি পারিনি মেয়েরাও কোথাও বের হয়নি তাই সবাই মিলে তো বাইরে বের হলাম পছন্দের খাবার খেলাম আনন্দ করলাম এই আর কি। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

ঈদের দিন অতিথিদের জন্য কাজকর্ম করে আবার বাহিরে বের হওয়া যায় না মহিলাদের।আর আপনি একদম সঠিক কাজ করেছেন পরে বের হয়েছেন সবাই কে নিয়ে।আসলে ঈদের আনন্দ টা সবার উপভোগ করা উচিত। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

  • আমি আসলে চেষ্টা করি বিশেষ দিন গুলো বিশেষ ভাবে কাটানো। তাই এই উদ্যোগ নিয়েছিলাম। ধন্যবাদ আপনাকে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য এবং আমার কমেন্ট এর রিপ্লাই করার জন্য। আপনার পরবর্তী আকর্ষণীয় কমেন্ট এর জন্য অপেক্ষা করছি আশা করি খুব তাড়াতাড়ি আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন।

  • আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে খুব সুন্দর ভাবে শেয়ার করেন আসলে আমি খুব খুব করি আপনাদের পোস্টগুলা। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।