বর্ষণমুখর একটি দিনের গল্প

in hive-120823 •  5 months ago 
IMG_20240706_172414.jpg

হ্যালো বন্ধুরা

বন্ধুরা আবার ও চলে আসলাম আপনাদের মাঝে কিছু অভিজ্ঞতা শেয়ার করার জন্য। এখন বর্ষাকাল রিমঝিম বৃষ্টি সারাক্ষণ এই পড়তে থাকে এটাই স্বাভাবিক। তবে মাত্রা অতিরিক্ত বৃষ্টি আমাদের কারোই কাম্য নয়। আর আমরা যারা প্রতিনিয়ত বাইরে যাচ্ছি, প্রয়োজনের তাগিদে বা জীবিকার তাগিদে তাদের জন্য বিষয়টা অনেকটাই কষ্টকর হয়ে যায় ‌।

IMG20240701075806.jpg

বৃষ্টি কার না ভালো লাগে , বৃষ্টির রিমঝিম শব্দে হাজারো কবিতা মনের পুড়ে যায়। তবে সেদিনের বৃষ্টিতে আমার ছোট বেলার একটি স্মৃতি মনে পড়ে গিয়েছিল। আমি যখন ক্লাস থ্রিতে পড়ি তখন আমার বাসায় ইংরেজির টিচার এসে আমাদের বাসায় গ্রুপে পড়াতো। ওই স্যার একদিন ভুলে চাবির রিং আমাদের বাসায় রেখে গিয়েছিল। স্যার চলে যাওয়ার পর যখন রুম গুছাছিলাম তখন চাবির রিংটা আমার মার চোখে পড়ল ।আমার মা বলল, তোদের স্যার দেখি চাবির রিং ফেলে রেখে গেছে বাসায় ঢুকবে কি করে।

IMG20240701075812.jpg

তাই আমার মাথায় আসলো স্যারকে যদি রিংটা না দিয়ে আসি, তাহলে তো স্যারকে আবার আমাদের বাসায় আসতে হবে ।সে ভেবে আমি ও আমার এক কাজিন মিলে চাবির রিংটা দিয়ে আসার জন্য অন্য পাড়ায় রওনা দিলাম।

ওই বাসায় ও স্যার প্রাইভেট পড়ান। বাসা থেকে বের হওয়ার একটু পরেই শুরু হল ঝুম বৃষ্টি। সে কি বৃষ্টি একেবারে ভিজে একাকার হয়ে গেলাম। তারপরও বাসায় ফিরে আসেনি বাসা থেকে যেহেতু বের হয়েছি স্যারকে চাবি দিয়েই আসবো ‌। বৃষ্টির সাথে বজ্রপাত ছিল একটু একটু ভয় ও পাচ্ছিলাম কিভাবে কি করব, ছোট মানুষ তো অত গভীরভাবে ভাবিনি যা হবার হবে।

বৃষ্টিতে ভিজেই আমি আর আমার কাজিন ওই আন্টির বাসায় যেয়ে পৌঁছলাম ।স্যার আমাদের দেখে তো একেবারে অবাক কি ব্যাপার তোরা এতো বৃষ্টিতে ভিজে আসলি কেন? কোন সমস্যা? প্রতি উত্তরে আমি বললাম স্যার, আপনার চাবির রিং আমাদের বাসায় ফেলে রেখে এসেছেন চাবি ছাড়া বাসায় ঢুকবেন কি করে ?তাই চাবির রিং টা নিয়ে আসলাম।

সারের মুখের হাসিটা এখন ও আমার চোখে লেগে আছে ।আসলে কিছু হাসি অনেক কিছুই বলে দেয়। ঐ হাসিটাই বলে দিয়েছিল উনি কি পরিমাণে খুশি হয়েছিল, আমার এই চাবি রিংটা দেখে। আসলে মানুষের মনে জায়গা করে নেওয়ার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন হয় না। সময় সুযোগ মতো অল্প একটু কিছু করলেই হয়।

IMG20240701075936.jpg

আজকের এই বৃষ্টির তে ভিজে যখন স্কুলে যাচ্ছিলাম তখনই সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। ছোটবেলার ছবিটা তো আর ধারন করে রাখা সম্ভব হয়নি। তবে আমি কোয়াটারে কয়েকটি ছবি তুলে রেখেছি।

IMG20240701082142.jpg
IMG20240701080132_BURST001_COVER.jpg

বৃষ্টি ভেজা রাস্তার দৃশ্যটা ও খুব সুন্দর। আমি যখন ছবি তুলছিলাম, আমার ছাতার উপরও টাপুর টুপুর বৃষ্টি পড়ছিল ,সে এক অসাধারণ ছন্দ। সত্যিই খুব উপভোগ করেছিলাম আমি বৃষ্টির দিনটি। আমার বাসা থেকে স্কুলে যেতেও প্রায় আমি ভিজিয়ে গিয়েছিলাম ,শুধুমাত্র মাথাটুকু শুকনো ছিল ।সমস্ত শরীর ভিজে গিয়েছিল। আর এই ভিজে কাপড় নিয়েই, ক্লাস করতে হয়েছে কিছু করার ছিল না। বাসায় এসেই আসলো প্রচন্ড জ্বর আর সে কারণেই বেশ কয়েকদিন পোস্ট লিখতে পারিনি। মাত্রা অতিরিক্ত বৃষ্টি আমাদের স্বাভাবিক জীবনযাপনকে ব্যাহত করে। তাই অতিরিক্ত কোন কিছুই ভালো না।

বন্ধুরা বৃষ্টি ভেজা দিনের স্মৃতি আপনাদের সাথে শেয়ার করলাম এবং আমার কোয়ার্টারের বৃষ্টি স্নানের কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ শুভরাত্রি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বৃষ্টি আমারও খুব ভালো লাগে। তবে এখন বর্ষা শুরু হয়ে গেছে। বর্ষাকাল মানেই যখন তখন বৃষ্টি আসা। আবার কখনো আকাশে কালো মেঘ। সত্যি বৃষ্টি দেখলে ছোটবেলাকার কত স্মৃতি মনে পড়ে যায় ।আপনার সারাদিনের কাজকর্ম শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  • বৃষ্টি আমার ও বরাবরই খুব ভালো লাগে। তবে মাত্রা অতিরিক্ত বৃষ্টি ভালো লাগে না ‌‌। তাছাড়া বৃষ্টিতে ভিজলে ছোটবেলা থেকে আমার জ্বর চলে আসে ‌। সেদিন এ বৃষ্টিতে ভেজার পর প্রায় এক সপ্তাহ যাবত অসুস্থ ছিলাম। ধন্যবাদ আপনাকে পোস্ট পড়ে মন্তব্য করার জন্য।
Loading...

রিমঝিম বৃষ্টি আমার অনেক ভালো লাগে আর বৃষ্টির দিনে ঘুম অনেক ভালো হয়।। আর হ্যাঁ স্যারের গল্পটা অনেক মজার ছিল ভিজেও স্যারের উপকার করেছেন আর এইজন্য স্যার অনেক খুশি হয়েছিল। আর হ্যাঁ বৃষ্টির দিনের রাস্তা অনেক ভালো দেখা যায়।।

  • এই স্যার কথা এখনো খুব মনে পড়ে। দোয়া করি আল্লাহ পাক যেন স্যারকে সুস্থ রাখেন। জানিনা স্যার বেঁচে আছেন কিনা। যেখানেই থাকুক আল্লাহ পাক যেন উনাকে আল্লাহ পাকের হেফাজতে রাখেন। একদমই তাই বৃষ্টি আমারও খুব ভালো লাগে আর বৃষ্টিতে ভিজতে তো আরো বেশি ভালো লাগে। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

বৃষ্টিতে ভেজা রাস্তায় দৃশ্য যেগুলো আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন সেগুলো আসলে অনেক সুন্দর হয়েছে, আর বৃষ্টি আসলে সবারই একটু ভালোই লাগে তাই যে যাই বলুক না কেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই বৃষ্টি দিনের পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

  • বৃষ্টি ভেজা রাস্তাটা আমার কাছে ও খুব ভালো লেগেছিল তাই আপনাদের সাথে শেয়ার করেছি। একজনই তাই বৃষ্টি ভালো লাগে না এমন লোক খুঁজে পাওয়া মুশকিল আমার নিজের কাছে খুব ভালো লাগে নিজেকে হারিয়ে ফেলি। খুব ভালো লাগলো মন্তব্য করে ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে।

লেখা পড়ার আগে প্রথমেই আপনার ছবির দিকে চোখ গিয়েছে। সুন্দর লাগছে আপনাকে। বৃষ্টির দিনে আপনার ছোট বেলার একটা স্মৃতি আমাদের সাথে শেয়ার করেছেন।

যেটা পড়ে খুব ভালো লাগলো। পড়ার সময় আপনার টিচারের হাসিমুখটা আমার মনের চোখে ভেসে উঠেছিল।
বৃষ্টিতে আপনার শরীর খারাপ হয়েছিল শুনে খারাপ লাগলো।
সুস্থ হয়ে উঠুন দ্রুত।