Better Life with Steem|| The Diary Game|26 January 2025||

in hive-120823 •  last month  (edited)
IMG_20250127_163430.jpg

Hello friends

প্রতিটা দিন তো আর একরকম যাবে না এটাই স্বাভাবিক। একেক দিনের একেক রকমের স্বাদ ও উপলব্ধি। আমার মনে হয় প্রতিটা দিনই কিছু না কিছু স্মৃতি রেখে যায় জীবনের পাতায়। তাই আজ আপনাদের সাথে গতকালকের দিনটি আমার কিভাবে কাটল তারই কিছু স্মৃতি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি।

IMG20250126110215.jpg

সকালের কার্যক্রম সমূহ

সত্যি বলতে আমার শুরুটা হয় এক কাপ চায়ের সাথে ।আর সাথে যদি থাকে রুটি ,সবজি ও ভাজি এতেই হয় তেমন কিছুই লাগেনা ‌। তাছাড়া সকাল বেলা খুব বেশি কিছু খেতেও ইচ্ছে করে না ।আর শীতের বেলাতে এমনিতে শীত।আর শীতের বেলায় আমার কাছে একটু গরম ,হালকা পাতলা কোন কিছু খেলেই ভালো লাগে ।হয়তো আপনাদের কাছেও লাগে ,তবে ক্ষেত্র বিশেষ এর ব্যতিক্রমও থাকতে পারে।

IMG20250126105850.jpg
IMG20250126111948.jpg

আমি সকালে চা নাস্তা খেয়েই কর্মস্থলে উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের যেহেতু মর্নিং স্কুল তাই একটু সকাল সকালই শুরু হয়। তবে মনিং স্কুলের একটি সুবিধা হল সকাল সকাল শুরু হয় আবার খুব দ্রুতই বাসায় চলে আসতে পারি । আর দুপুর নাগাদ বাসায় চলে আসতে পারি ইনশাআল্লাহ ‌।

দুপুরের কার্যক্রম সমূহ

দুপুরের দিকে বাসায় এসে প্রয়োজনীয় কাজগুলো সেরে নেই প্রথমে। তারপর গোসল করে দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট নিরেছি। আর রেস্টের ফাঁকে ফাঁকে কমিউনিটিতে ঢুকে অন্যের পোস্টে ভোট দেই নিজের এনগেজমেন্ট বাড়ানোর জন্য । তবে আজকাল খুব বেশি পারছি না বিভিন্ন কাজের ঝামেলায়।

Screenshot_2025-01-26-20-22-39-08_8aec07f7b845d813d60eb77cce0a797e.jpg

যাইহোক বন্ধুরা, আসরের নামাজ পড়ে দাঁতের ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল ,তাই দাঁতের ডাক্তারের কাছে চলে গেলাম। ইতিমধ্যে ১১ টা দাঁতে ক্যাপ করিয়েছি ।এখন আমার 12 নম্বর দাঁত এটা তে ও ক্যাপ পড়াতে হবে। এখন বুঝেন কি অবস্থা ।আমাদের দাঁতের এই সমস্যা আমার বাবা মায়ের কাছ থেকে পাওয়া।তাদের ও এই সমস্যা ছিল ,অল্প বয়সেই দেখা দিয়েছিল।এজন্য হয়তো আমার দাঁতে ও অল্প বয়সেই সমস্যা দেখা দিচ্ছে।

সন্ধ্যা ও রাতের কার্যক্রম সমূহ

IMG20250126151507.jpg

দাঁতের ডাক্তারের কাছে যেয়ে দেখি দীর্ঘ সিরিয়াল ।তাই বাসায় আসতে আসতে প্রায় রাত হয়ে গিয়েছিল ।বাসায় এসে দেখি অনেকগুলো কাজে জমে ছিল । তাই সবগুলো কাজ করে ফেলেছি ।তাছাড়া আমার সকালবেলা স্কুল সকলের জন্য কাজ রেখে দেওয়ার কোনো সুযোগ নেই । তাই সমস্ত কাজ গুছিয়ে নামাজ পড়ে, মেয়েদের সাথে একটু কথা বলে বিশ্রামের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আর এভাবেই আমার কেটে ছিল গত কালকের দিনটা। যেহেতু দাঁতের ডাক্তারের কাছে গিয়েছি দাঁতে ক্যাপ পরাবো বলে ।তাই প্রচন্ড ব্যথা হচ্ছিল । সেজন্য রাতের খাবার খেয়ে ওষুধ সেবন করে বিছানায় চলে গেলাম রাত নিদ্রা যাপনের জন্য।
তো এই ছিল আমার গতকালকের কার্যক্রম সমূহ।

তো সবাই সুস্থ থাকবেন এবং অন্য কেউ ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আপনার দিনটি সত্যিই একটি ব্যস্ত ও স্মরণীয় দিন ছিল। সকালে চা ও হালকা নাস্তা, তারপর কর্মস্থলে যাওয়ার পরের কার্যক্রমগুলো বেশ ভালোভাবে বর্ণনা করেছেন। দাঁতের ডাক্তারের কাছে যাওয়ার সময় যে ব্যথার সম্মুখীন হয়েছেন, তাও বুঝতে পারছি। আল্লাহ আপনাকে সুস্থ রাখুন এবং দ্রুত সুস্থ হয়ে উঠুন। আপনার মতো ভালো মানুষের দিনগুলো সাফল্যমণ্ডিত হোক।

যেহেতু চাকরি করছেন তাই বাসার কাজের পাশাপাশি চাকরি জায়গাটাও সঠিকভাবে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করেছেন তবে আপনার চা খাওয়ার মাধ্যমে আপনার সকালটা শুরু হয় এটা অনেক আগে থেকেই জানতাম বিকেল বেলা আবার নিজের পরিবারের কাজের পাশাপাশি কমিউনিটির মধ্যে ভোট দেয়ার কাজও সম্পন্ন করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার একটা দিনের কার্যক্রম শেয়ার করার জন্য ভালো থাকবেন।

  • হ্যাঁ আপু এংগেজমেন্ট এর জন্য ভোটের বিকল্প নেই তবে আগের মত পারিনা পারিবারিক একটু সমস্যা রয়েছে তারপর শরীর স্বাস্থ্যটা আগের মতো খুব একটা ভালো নেই সব মিলিয়ে আছি। দোয়া করবেন সুস্থ মতো যাতে চাকরিটা শেষ করতে পারি।

সব সময় আমাদের শরীর সঙ্গা দেবে এটা আমরা চিন্তা করতে পারি না তবে আপনি যদি চেষ্টা করেন সেটা সম্ভব আসলে আমরা পারি না বলে চুপ করে বসে থাকি চেষ্টা করলে অবশ্যই সে কাজ কোন না কোন ভাবে হয়ে যায়। চেষ্টা করুন ইনশাল্লাহ অবশ্যই সম্ভব হবে বাকিটা আপনার ইচ্ছা।

  • জীবনে সফল হওয়ার জন্য চেষ্টা অপরিসীম। এটির কোন বিকল্প নেই, তবে শরীর-স্বাস্থ্যের ও একটা ব্যাপার রয়েছে। আপনার শরীরে যদি সায়না দেয় তাহলে মন মশাই দিবে না আর মন সয় না দিলে চেষ্টা কোন কাজে আসবে না। সেদিকটাও ভেবে দেখতে হবে তবে চেষ্টা চালিয়ে যেতে হবে। উন্নতির হাতিয়ার রয়েছে চেষ্টা।

ঠিক বলেছেন আমরা যখন অসুস্থ হয়ে পড়ি তখন আমাদের কোন কিছুই করার থাকে না তবে আমার মনে হয় হাজারো ব্যস্ততার মাঝে নিজেকে কিছুটা সময় দেয়ার মধ্যে চেষ্টা চালিয়ে যান অসুস্থতা হয়তোবা কিছুদিন পরে কেটে যাবে কিন্তু সময় যদি একবার চলে যায় সেটার ফিরে পাওয়াটা কখনোই সম্ভব হবে না চেষ্টার মাধ্যমেই উন্নতি সফলতা সবকিছু লুকিয়ে আছে আমি যদি চেষ্টা না করে শুধুমাত্র ভাগ্যের উপর দোষ দেই এটা আমাদের বোকামি ছাড়া আর কিছুই নয়।

একদম সঠিক কথা বলেছেন প্রতিটা দিন কখনো একেক ভাবে যায় না কখনো ভালো কখনো খারাপ এভাবেই আমাদের দিন অতিবাহিত হয়।।

প্রতিদিনের মতোই সকালের নাস্তা করে স্কুলে গিয়েছিলাম আবার সেখান থেকে এসে দুপুরের খাবার।। দাঁতের সমস্যা কঠিন সমস্যা যদিও আমার এখনো সমস্যা দেখা দেয়নি কিন্তু আমার ভাইয়ের দেখা দিয়েছিল সত্যিই অনেক যন্ত্রণাদায়ক ‌‌

  • আর বলেন না, দাঁতের সমস্যা একেবারে জর্জরিত সারা বছরই যাতে সমস্যা লেগে থাকে আমার। আসলে আমার চা দিয়ে দিনটা শুরু হয় এবং শেষও হয় চা দিয়ে ই।