![]() |
---|
Hello friends |
---|
শীতের মিষ্টি রোদে দিনটা শুরু করতে ভালই লাগে। সাথে যদি থাকে এক কাপ গরম গরম চা ,তাহলে তো কোন কথাই নেই কী বলেন ,বন্ধুরা। আপনারা ও কি আমার মতো চা প্রেমিক ।চুপিসারে বলে যাবেন কিন্তু।
![]() |
---|
তো যাই হোক, গত ১৪ই জানুয়ারি দিনটি আমার কিভাবে কেটেছিল তাই এখন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। সব দিন তো আর এক রকম ভাবে যায় না এটাই স্বাভাবিক। আমার সেদিনই একটু ভিন্নভাবে কেটেছে তাই ভিন্ন অনুভূতি আপনাদের সাথে শেয়ার করছি।
সকালের কার্যক্রম সমূহ |
---|
মূলত সকালটা শুরু হয়েছিল একখানা গরম গরম চা খেয়ে। তাছাড়া আমার মনে হয় ঘুম থেকে উঠে এক কাপ চা না খেলে মেজাজটা চাঙ্গা হয় না। ঝরঝরে হয় না ,কেমন যেন পুতিয়ে যাই,লেতিয়ে যাই। এমন একটা ভাব কাজ করে মনে ।
হয়তোবা চায়ের মধ্যে যে নেশা জাতীয় দ্রব্যটা রয়েছে এই নেশায় আমি আসক্ত হয়ে পড়ছি । তা আমি বুঝতে পারছি। তারপর ও কোন উপায় কোন কিছু তো আসক্ত হয়ে গেলে তা থেকে সহজে তো আর বের হওয়া যায় না ।আমি চায়ের নেশা থেকে বের হতে পারছি না ,তবে পরিমাণটা আগের চেয়ে কমিয়ে দেওয়ার চেষ্টা করছি ।
চা খাওয়া কিছুক্ষণ পরে নাস্তা ও সেরে নিয়েছি। তবে সকালে নাস্তা তো জটপটি সেরে নিতে হয় ।কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে আমাকে স্কুলে যেতে হয় ,ক্লাস থাকে তাই তৃপ্তি সহকারে সময় নিয়ে নাস্তাটা খেতে পারি না যেদিন আমার অফিস থাকে।
দুপুরের কার্যক্রম সমূহ |
---|
এই ব্যস্ততার মাঝেও অনেকগুলো কাপড় জমে গিয়েছিল তাই ওয়াশিং মেশিনে কাপড় ধুতে দিয়ে গিয়েছিলাম ।স্কুল থেকে এসে , আবার এগুলো বারান্দায় মেলে দিলাম। তারপর সমস্ত রুমগুলো সুন্দরভাবে গুছিয়ে,দুপুরের খাবারের পর ,নামাজ আদায় করে ,একটু ছাদে হয়ে গিয়েছিলাম মূলত চুল শুকানোর জন্য ই গিয়েছি ।আমার যেহেতু ঠান্ডার সমস্যা , তাই চুল ভিজা থাকলে ঠান্ডা লেগে যায় । সেজন্য বেশ খানিকক্ষণ ছাদে বসে ছিলাম তাছাড়া ভিটামিন ডি এর প্রয়োজন রয়েছে চল্লিশ উর্ধ্ব সকল মেয়েদের জন্য।
![]() |
---|
![]() |
---|
![]() |
---|
আমার শরীরেও হাড় ক্ষয় দেখা দিয়েছে ।তাই ডাক্তারের পরামর্শই দিনের একটি অংশ বা কিছুটা সময় রোদে থাকার চেষ্টা করি। ছাদ থেকে আসার সময় কাপড় গুলো নিয়ে এসেছিলাম, কারণ এখন বেলা খুবই ছোট দেখতে দেখতে বিকাল হয়ে যায় ।আসরের নামাজের সময় হয়ে যায়। তাই আসার সময় কাপড় গুলো নিয়ে চলে এসেছি। যাতে করে আর দুবার যেতে না হয়।
সন্ধ্যা ও রাতের কার্যক্রম সমূহ |
---|
সন্ধ্যার সময় হালকা পাতলা নাস্তা করে নেই সাথে এক গ্লাস দুধ খেয়ে ফেলি। এরপর মেয়েদের সাথে খানিকটা সময় ব্যয় করি মোবাইলে কথা বলার মাধ্যমে। সত্যি বলতে,ছেলে মেয়েরা বাইরে থাকলে বাবা-মার মধ্যে একটি উদ্বেগ উৎকণ্ঠ কাজ করে। মৌলিক কাজগুলোর মধ্যে একটি কাজ হচ্ছে ছেলে মেয়েদের সাথে কথা বলা ।এটা দিনে যে কোন সময় বেছে নেই ।তবে আমি বেশিরভাগ সময় সন্ধ্যার পরে ই কথা বলি ।কারণ তারা ভার্সিটিতে থাকে বড় মেয়ে ইন্টার্নি করছে ,সে ডিউটিতে থাকে ।ওদের সময় সুযোগ মতোই আমাদের তাদের সাথে যোগাযোগ করতে হয়।
![]() |
---|
ওদের সাথে কথা বলে রাতের খাবার খেয়ে ওষুধ সেবন করে নেই ,আর এভাবেই আমার দিনটি কেটে যায়। আপনাদের দৈনন্দিন জীবন কিভাবে কাটছে সেগুলো আমাদের সাথে শেয়ার করবেন। এতে করে একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে, একে অপর সম্পর্কে জানতে পারব।
তো সবাই সুস্থ থাকবেন এবং অন্য কেউ ভালো রাখার চেষ্টা করবেন, আল্লাহ হাফেজ।
প্রতিটা মানুষের জীবনেই ব্যস্ততা আসলে আমাদের এই ব্যস্ততার শেষ হবে আমাদের মৃত্যুর সাথে তারপরেও আমরা জীবনটাকে সঠিকভাবে উপভোগ করার চেষ্টা করি আমি আপনার সাথে সহমত পোষণ করতে পারলাম না কারণ আমি চা খাই না আপনি চা খেয়ে নিজের সকালটা শুরু করেছেন দেখে বেশ ভালই লাগলো।
আপনি একজন শিক্ষিকা নিজের স্কুলের কার্যক্রম এবং বাড়ির কার্যক্রম করতে গিয়ে একটু বেশি ঝামেলা হয়ে যায় তারপরেও চেষ্টা করেন সবকিছু গুছিয়ে নেয়ার জন্য আপনি ঠিকই বলেছেন আপনার ছেলে মেয়েরা যেহেতু পড়াশোনা এবং নিজেদের চাকরি নিয়ে ব্যস্ত তাই তাদের সময় অনুযায়ী তাদের সাথে কথা বলতে হয় অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার একটা দিনের কার্যক্রম শেয়ার করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার দিনটা খুবই সুন্দর ও সাধারণ, তবে হৃদয়ে ছুঁয়ে যাওয়ার মতো। চা ও রোদে সকালের শুরু, তারপর দিনের কাজগুলোতে স্বাস্থ্য ও পরিবারের প্রতি সচেতনতা সত্যিই প্রশংসনীয়। এই ধরনের দিনগুলোই জীবনের আসল সৌন্দর্য। আশা করি, আপনি ও আপনার পরিবার সুস্থ ও সুখী থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit