Better Life with Steem|| The Diary Game||15 February 2024||প্রস্তূতি ছাড়া ই ঘুরতে যাওয়া।।

in hive-120823 •  last year 
Picsart_24-02-15_21-08-39-774.jpg

হ্যালো স্টিমিট বন্ধুরা

১৫ ই ফেব্রুয়ারি সারাদেশে এস,এস,সি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আমাদের আশুগঞ্জ ফার্টিলাইজার স্কুল এন্ড কলেজে পরীক্ষার কেন্দ্র পড়েছে। তাই আমাদের ক্লাস গুলো বিকেলের দিকেই আজ থেকে শুরু হয়েছে।

সকাল বেলা

যেহেতু সকালে স্কুল নেই। তাই সকালে ঘুম থেকে উঠার খুব একটা তাড়া ছিল না। একটু লেট করেই ঘুম থেকে উঠলাম। নিত্য প্রয়োজনীয় কাজ গুলো ছেড়ে সকলের নাস্তাটা সেরে নিলাম। তারপর দুপুরের রান্নার প্রস্তুতি নিতে শুরু করলাম।

দুপুর বেলা

কারণ বেলা ২ টা থেকে আমাদের স্কুল শুরু হবে। যতদিন পরীক্ষা চলবে ততদিন চারটি করে ক্লাস হবে বলে সিদ্ধান্ত নিয়েছে। বরাবর এমনটিই হয় যখন কোন পাবলিক পরীক্ষা চলে তখন ক্লাস চারটার বেশি হয় না। আজ আমার প্রথম ক্লাশ ছিল সপ্তম এ। ছেলেদের ক্লাস, সাধারণত ছেলেরা একটু বেশি চঞ্চল প্রকৃতির হয় মেয়েদের চেয়ে। তবে বেশ কয়েক বছর যাবত চাকরি করাতে সবার সাথে একটা আন্তরিকতা তৈরি হয়েছে।

এখন যারা সেভেন এর পরে তাদের প্রথম ক্লাস ছিল আমার ক্লাস থ্রিতে। তো স্বাভাবিকভাবে তখন ওরা ছোট ছিল। আজ অনেকদিন পর ওদের ক্লাসে গেলাম। তাছাড়া এখন অংশগ্রহণমূলক শিক্ষা ,গ্রুপে গ্রুপে ক্লাস নিতে হয়। আমি আজকে তিনটে গ্রুপ করে দিয়েছিলাম। গ্রুপের "এ 'এর দলনেতা তার দলের প্রতিনিধিত্ব করছে,বক্তব্য উপস্থাপন করছে।

IMG20240215143636.jpg
IMG20240215143423.jpg
IMG20240215143613.jpg

এভাবে পর্যায়ক্রমে তিনটি গ্রুপের তিন দলনেতা তাদের দলের প্রতিনিধিত্ব করছিল। যেহেতু বিকেলে স্কুল প্রত্যেক ক্লাস ৪০ মিনিট করে। তাই স্বাভাবিকভাবে সময় একটু কম । আমার চারটা ক্লাসের মধ্যে তিনটা ক্লাসই ছিল। তাই খুব ক্লান্তি লাগছিল। তাছাড়া আমি তো বিকেলে ক্লাস করে অভ্যস্ত নই সেজন্য একটু বেশি ই ক্লান্ত লাগছিল।

বিকেল বেলা

বিকাল বেলা ক্লাস করে বাসায় আসতে ছিলামন, পথিমধ্যে আমার দুই সহকর্মী বলল চলেন, ফুচকা খেয়ে আসি ফ্যামিলি পার্ক থেকে। আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল না। এমনিতেই ভালো লাগছিল না আমার। ভেবেছিলাম বাসায় এসে রেস্ট নিয়ে ভেরিফিকেশন শুরু করব।

IMG20240215170007.jpg
IMG20240215170046.jpg
IMG20240215165558.jpg

কিন্তু এমন ভাবে আবদার করল মানা করতে পারলাম না। আমাকে নেওয়ার জন্য এক ধরনের লোভ দেখাচ্ছিলো আমাকে। বলল, চলেন আপনাকে ট্রিট দিবো। আমি একটু মুচকি হেসে বললাম ট্রিট দিলে কি মানা করা যায়। ‌ তারপর তিনজনে মিলে অটোরিকশা করে চলে গেলে ফ্যামিলি পার্কে। সবাই মিলে স্পেশাল ফুচকা খেলাম। আমরা যেখানে বসে বসে খাচ্ছিলাম এর পাশে খুব সুন্দর ফুলের বাগান ।দেখে খুব ভালো লাগলো তাই কয়েকটি ছবি তুলে নিলাম।

IMG20240215165519.jpg

সন্ধ্যা বেলা ও রাতেরবেলা

বাসায় এসে কিছুটা সময় কমিউনিটিতে দিলাম। তারপর মাগরিবের নামাজ আদায় করে , সন্ধ্যার নাস্তায় ভাপা পিঠা তৈরি করা প্রস্তুতি নিলাম।কারন ছোট মেয়ে ভাপা পিঠা খেতে চেয়েছিল। আমি কয়েক কেজি চালের গুঁড়ি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম।
যখন যে পিঠা খেতে ইচ্ছে করে, ফ্রিজ থেকে বের করে বানিয়ে খেয়ে ফেলি।

IMG20240215193648.jpg

কয়েকটা পিঠা বানানোর পর কিছুটা সময় নতুন ইউজারদের সাথে কিছু মত বিনিময় করি ।তাদের অনেক কিছু বুঝার ছিল সেগুলো আমরা কয়েকজন মিলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি । তারপর ডিসকর্ড থেকে থেকে বের হয়ে বাকি পিঠাগুলো বানিয়ে ফেলি।এরপর রাতের খাবার রেডি করি। এবং আপনাদের সাথে আমার দিনের কার্যক্রম গুলো শেয়ার করার জন্য পোস্ট লিখতে বসি। সারাদিনের কর্মকাণ্ডগুলো আমি আমার মত উপস্থাপন করার চেষ্টা করলাম।

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ‌।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

!invest_vote

  • ধন্যবাদ আপনাকে আমার পোস্টে আপলোড করার জন্য ‌আপনাদের সাপোর্টে আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে আমার বিশ্বাস।

Posted using SteemPro Mobile

TEAM 4

Congratulations! This post has been voted through steemcurator07. We support quality posts and comments!
Curated by : @malikusman1


  • অসংখ্য ধন্যবাদ আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য।

Posted using SteemPro Mobile

একটানা ক্লাস নিলে ক্লান্তি আসাটা স্বাভাবিক। খুব ভালো করেছেন সহকর্মীদের সাথে গিয়ে স্পেশাল ফুচকা খেয়ে। ফুচকার ছবি দেখে যথেষ্ট লোভনীয় লাগছে। বাড়িতে ফিরে আবার ভাপা পিঠাও বানিয়েছেন মেয়ের আবদারে। আপনার এনার্জি লেভেল সত্যিই যথেষ্ট প্রশংসনীয়।

  • আরে ভাই কোথায় আছে না পড়েছি মোড়লের হাতে খানা খেতে হবে সাথে। আমার ক্ষেত্রেও তাই। তবে বরাবরই চেষ্টা করি সবার মন জুড়িয়ে চলতে ,পরিশ্রম হলেও তাকে প্রায়োরিটি দিই না।

Posted using SteemPro Mobile

প্রস্তুতি নিয়ে ঘুরতে যাওয়ার আনন্দ থাকে একরকম। আর হঠাৎ করেই ঘুরতে যাওয়ার আনন্দ হয় অন্যরকম। আপনি আপনার স্কুল থেকে হঠাৎ করেই ঘুরতে গিয়েছেন। শীত একেবারেই একটা বছরের জন্য বিদায় নিয়ে চলে যাচ্ছে। কিন্তু তারপরেও ভাপা পিঠা তৈরি করার আমেজ, আপনার মধ্যে এখনও রয়ে গেছে। ধন্যবাদ একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

  • আরে আপু আমার মেয়ে বলতেছে সে পিঠা খাবে কি আর করব ডিপ ফ্রিজেচালের গুঁড়া ও ছিল তাই বানিয়ে দিয়েছিলাম।

Posted using SteemPro Mobile

এসএসসি পরীক্ষা শুরু হওয়ার জন্য অন্যান্য ক্লাস গুলো ২টার থেকে শুরু হয় ।সত্যিই সরকারের এই উদ্যোগটি অনেক সুন্দর। যেহেতু এক মাস ব্যাপী পরীক্ষা চলবে, এই এক মাস যদি বাচ্চারা পড়াশোনা থেকে দূরে থাকে তবে তারা অনেক পিছিয়ে যাবে এবং কিছুদিন পরে আবার রোজার ছুটিও চলে আসবে তাই এই উদ্যোগ সরকারের প্রশংসনীয়।
ফুচকা খেতে সবারই ভালো লাগে। আমাকেও যদি ফুচকা খাওয়ার অফার করে আমি কখনো না বলতে পারি না। ফুচকা এমনই একটি জিনিস যা প্রতিটি মেয়েদের অনেক প্রিয় ।আপনার সহকর্মীদের সাথে খুব সুন্দর একটি বিকাল কাটিয়েছেন ।ভাপা পিঠা আমারও খুব প্রিয় ।
পোস্টটি পড়ে আপনার দিনলিপি সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম।আপনার জন্য রইল শুভকামনা ।

  • আমার স্কুলে সব পরীক্ষার কেন্দ্র পরে।তো স্বাভাবিক ভাবেই বছরে অনেক ছুটি পরে যায়।আর বাচ্চা রা স্কুলে না গেলে বাসায় একদমই পড়তে চায় না। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

@udabeu denkt du hast ein Vote durch @investinthefutur verdient!
@udabeu thinks you have earned a vote of @investinthefutur !

  • ধন্যবাদ আপনাকে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। আপনাদের সাপোর্ট আমাদের সামনে এগিয়ে যেতে উৎসাহ প্রদান করে।

Posted using SteemPro Mobile

আপনার পোস্টগুলো পড়লে সব সময় ভালো লাগে। কেননা মনের ভেতরে এক অন্যরকম অনুভূতি জাগে। এভাবে মনের অজান্তে কোথাও ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। আমি বলি কোথাও কোন জায়গায় প্লান করে ঘুরতে যাওয়ার থেকে হুট করে ঘুরতে যাওয়ার মজাটাই মনে হয় সব থেকে বেশি আনন্দের হয়।

  • বাহ দারুন লিখেছেন তো আসনি। আমার আর্টিকেল গুলো পড়তে আপনার ভালো লাগে‌, তা শুনে আমারও খুব ভালো লাগল। লিখার প্রতি আগ্রহ দ্বিগুণ বেড়ে গেল। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile