হ্যালো স্টিমিট বন্ধুরা |
---|
সবাই ভালো আছেন সুস্থ আছেন সেই প্রত্যাশাই ব্যক্ত করছি ,এর সাথে আজকের আমার সারাদিনের কার্যক্রম গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। সারা দেশে শৈত্য প্রবাহ বিরাজমান। আর আমার এখানে শীত একটু বেশিই মনে হচ্ছে। তোর প্রতিদিনের ন্যায় আজকেও খুব ভোর সকালে ঘুম থেকে উঠেছি। প্রাত্যহিক কাজ কর্ম গুলো সেরে সকালের নাস্তা টা ও করে নিলাম।
সকাল বেলা
যেহেতু আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। সাধারণত ছুটির দিনগুলো তে আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠি। কিন্তু আজ খুব ভোরেই ঘুম থেকে উঠেছি। কারণ ডাক্তার দেখাতে যাব। আমার না আমার এক আত্মীয়র। মা মেয়ে একসাথে ডাক্তার দেখাবে। সাথে আমাকেও নিয়ে গেল। প্রতিনিয়তই ডাক্তার দেখাতে গেলে আমাকে নিয়ে যায়। আমি গেলে নাকি ওরা ভরসা পায়। তাই আমি যাওয়ার চেষ্টা করি। আবার আমার যে কোন বিপদেও ওরা এগিয়ে আসে।
![]() |
---|
তো সকাল ৮ টার দিকে চা বিস্কুট খেয়ে রওনা দিলাম হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালে গিয়ে রিসিপশন থেকে ডক্টরের খোঁজ নিলাম, যাকে দেখাবো উনি আছে কিনা, তো খোঁজ নিয়ে দেখলাম যাকে দেখাবো ওনি আছেন। এখন অপেক্ষার পালা দীর্ঘ অপেক্ষার পর আমাদের সিরিয়াল আসল। তাছাড়া দুজনে একসাথে দেখাবে তাই একটু সময়বেশি লেগে গেল ।
![]() |
---|
![]() |
---|
ডাক্তার দেখানোর পর উনি আবার কিছু টেস্ট দিলেন। তাই টেস্ট করার জন্য চলে গেলাম ল্যাবরেটরীতে। এখন আবার বসেছিলাম রিপোর্টের জন্য। প্রায় দু আড়াই ঘন্টা পর রিপোর্ট বের হবে।
![]() |
---|
দুপুর বেলা
এদিকে খুব খিদে লেগে গেছে। বাসা থেকে তো শুধু চা বিস্কুট খেয়ে বের হয়েছি, তাছাড়া আমার ১১ টার দিকে সবসময় খিদে লাগে। তাই ক্যান্টিনে গিয়ে তেহেরি খেয়ে নিলাম, সাথে ছিল চা। তেহেরি খেয়েছিলাম এর জন্য কারণ দুপুরে খাবার একটু ভারী না খেলে হয় না। তাই তেহেরি ও চা খেয়ে মোটামুটি দুপুরের খাবারটা সেরে নিলাম।
![]() |
---|
![]() |
---|
![]() |
---|
সন্ধ্যা বেলা ও রাতেরবেলা
আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। ডাক্তার দেখেছিলাম বিকেলেই। তবে যে ঔষুধগুলো দিয়েছিল সেই ঔষুধগুলো কিনতে হয়েছিল শহর থেকে। তাই ঔষধ কিনে বাসায় আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। বাসায় এসে ফ্রেশ হয়ে দেশের বাড়ি থেকে আনা ভাপা পিঠা ও কুলিপিঠা দিয়ে সন্ধ্যার নাস্তা সেরে
![]() |
---|
নিলাম, সাথে রসমালাই ও ছিল।
নাস্তা খেয়ে প্রয়োজনীয় কিছু কাজ ছিল।তা সেরে নিলাম। কারন সকালে বাসা থেকে বের হয়েছি, তো স্বাভাবিকভাবে কিছু কাজ জমা ছিল।
তাছাড়া ছুটির দিন গুলো তে আমার কিছু স্পেশাল কাজ থাকে। যা আমি সাপ্তাহে একদিন করি। যেমন বাসার জানালা গুলো মুছা, ঘরের ঝোল ঝারা ইত্যাদি তো আজ যেগুলো কিছুই করতে পারিনি। সারাদিন বাইরে ছিলাম তাই ক্লান্ত লাগছিল। তাই পোস্ট লিখে কিছু কমেন্ট করে, ঔষধ খেয়ে প্রতিদিনের ন্যায় ১১টার দিকে শুয়ে পড়ি । তাছাড়া আমি সাধারণত একটু সকাল সকাল শুয়ে পড়ার চেষ্টা করি। কারন আমাকে প্রতিদিন খুব ভোরে উঠতে হয়।
এই ছিল আমার সারাদিনের কর্মকাণ্ডগুলো। যা আমি খুব সাবলীল ভাষায় লিখার চেষ্টা করেছি। তো আজ আর লিখছি না, আজ এখানেই আমার লিখার সমাপ্তি টানছি। সবাই কে অসংখ্য ধন্যবাদ। সময় ও ধৈর্য্য নিয়ে আমার পোস্ট টি পড়ার জন্য।
বিপদের সময় যারা পাশে থাকে তাদের সঙ্গ কখনো ছাড়তে নেই। বিপদের সময় একে অপরের পাশে এসে দাঁড়াবে এটাই তো হওয়া উচিত। কিন্তু আধুনিক যুগে এরকম মানসিকতার লোক দিনকে দিন কমে যাচ্ছে।
একি আমারও সকালে ব্রেকফাস্টে যাই খাই না কেন বেলা এগারোটা থেকে বারোটার মধ্যে খুব খিদে পেয়ে যায়। তেহেরিটা কি জিনিস সেটা বুঝলাম না!
সারাটা দিন প্রায় বাড়ির বাইরেই ছিলেন বলতে গেলে। আপনি বাড়িতে ফিরে দেশের বাড়ি থেকে আনা পিঠা খেলেন আর আজকে আমি দুটো পাটিসাপটা কিনে এনেছি। রাতে ডিনার করার পরে খাবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে আমার পোস্টে পরিদর্শন করে এত সুন্দর মন্তব্য করার জন্য। একদমই তাই বিপদে যে সঙ্গ দেয় তাকে ভূলা ঠিক নয়।
আর তেহেরি/তাহারি হলো অনেকটা বিরিয়ানির মতোই, তবে এটি তে হলুদ ব্যবহার করা হয়। সাথে যেকোনো ধরনের মাংস ব্যবহারকরে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
!invest_vote
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@udabeu denkt du hast ein Vote durch @investinthefutur verdient!
@udabeu thinks you have earned a vote of @investinthefutur !
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিপদ-আপদে একজন আরে একজনের পাশে দাঁড়ানোই হচ্ছে প্রকৃত সৎ মানুষের কাজ।
তবে আমাদের দেশে বা সমাজে এরকম মানুষের খুবই অভাব তবে আপনার এরকম কাজ দেখে আমি অনেক সন্তুষ্ট হয়েছি এবং খুশি। আপনার জন্য হলে অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লিখেছেন। বিপদে মানুষ পাওয়া যায় না, তবে চেষ্টা করি কারো বিপদে পাশে থাকার জন্য। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্টে আপনার সততার কাজটি দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। একজন মুসলমান হিসেবে আরেকজনের মুসলমানের পাশে দাঁড়ানো এটা একটা আমাদের মুসলমানের দায়িত্ব।
তারা আপনাকে ভরসা মনে করে তাদের সঙ্গে আপনাকে নিয়ে যায। আসলে এই কাজটা আমি মাঝেমধ্যে করে থাকি কে একজন সঙ্গে গেলে মনটা অনেক ভালো লাগে এবং অনেক ভরসা পাওয়া যায়।যারা চাকরিজীবী সপ্তাহের একদিন ছুটি পায় এবং সেহ দিন সংসারে অনেক কাজ থাকে । আর যারা গৃহিনী মানে সংসারের প্রতিনিয়ত কাজকর্ম করতে পারে তাদের ঘরের কাজ নিয়ে তেমন একটা প্রেশার থাকতে হয় না।
ধন্যবাদ দিদি আপনার একটা দিলে কার্যক্রম গুলো উপস্থাপনা করেছেন ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার সারাদিনের কার্যালিপি পড়ে মনে হল খুব কর্ম ব্যস্ততার মধ্য দিয়ে দিনটি পার করেছেন। অন্যান্য দিনের তুলনায় আপনার ৫ই জানুয়ারির দিনটি ভিন্ন রকম কেটেছে। আপনার এক আত্মীয় ডাক্তার দেখাবে এজন্য আপনাকে সাথে নিয়ে গিয়েছিল। আপনারা ডাক্তার দেখাতে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমরা মানুষ আর কে কখন কোথায় বিপদে পড়বো সেটা আমরা কেউই জানিনা।। আমাদের প্রত্যেকের উচিত মানুষকে বিপদের সাহায্য করা।।
আপনি আজকে যে কাজটি করেছেন সেটা সত্যি প্রশংসনীয়। আর আপনার পোস্টটি পড়ে সত্যি অনেক ভালো লাগলো।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit