ঘুরে আসলাম পদ্মার পাড়। I came to the banks of the Padma

in hive-120823 •  last year  (edited)

Hello everyone

আমি আবারও চলে আসলাম আপনাদের সাথে আমার পদ্মার পাড়ে কাটানো কিছু সুন্দর মহুর্ত শেয়ার করব বলে। কয়েক দিন আগে ঢাকা গিয়েছিলাম মেডিক্যাল ক্লাব কতৃক আয়োজিত কেন্দ্রীয় পরিষদের সভায়। আমাদের টিম ‌ব্রাহ্মণবাড়িয়া মেডিসিন ক্লাব খুব সকালে রওনা হলাম ঢাকা সাহাবাগ থাকার উদ্দেশ্যে।ঢাকা যাওয়ার পথে কয়েকটি ছবি তোলে ছিলাম।

IMG-20230923-WA0002.jpgরাতে তোলা পদ্মা সেতুর দৃশ্য
IMG-20230923-WA0005.jpgকুড়িল ফ্লাইওভার
IMG-20230923-WA0004.jpg
কুড়িলফ্লাইওভারে তোলাছবি।টুলপ্লাজাতে তোলাছবি।ঢাকা সাহাবাগে ছিল কেন্দীয়পরিষদের সভা।সেখানে গিয়েপৌঁছালাম প্রায় সকাল‌১০টার দিকে ঐখানে ছিলাম প্রায় সন্ধ্যা ৬.৩৭.১৪ পর্যন্ত।। সভা শেষে করে সাহাবাগ ত্যাগ করার আগে ফুলের
IMG-20230923-WA0006.jpg কনফারেন্স রুমে
IMG-20230923-WA0008.jpg সাহাবাগ ফুলের দোকান

ফুলেরদোকানের ও একটি ছবি তোলে নিলাম।কারন ফুল আমার খুব পছন্দের জিনিস,পরে মাইক্রোতে বসেই সিদ্ধান্ত নিয়েনিলাম যে ,পদ্মাসেতু টা দেখেই যাই সবাই মিলে। তাই সন্ধ্যার দিকে রওনা দিলাম পদ্মা সেতু দেখার উদ্দেশ্যে।ওখানে গিয়ে পৌঁছাতেই রাত হয়ে গেল। রাতে পদ্মা সেতুর এক অপূর্ব সৌন্দর্য

ফুটে উঠেছে। সাথে সাথেই আমি রাতের পদ্মার সৌন্দর্য ক্যামেরা বন্দি করে নিলাম। আমরা মাওয়া ঘাটে গিয়ে পৌঁছালাম।মাওয়া ঘাটে যাব আর ইলিশ খাব না তা কি করে হয় ,তাই সবাই মিলে আর্ডার দিয়ে দিলাম ইলিশভাজা,বেগুন ভাজা, সাথে ছিল সাদা ভাত। খাবারের অর্ডার দিয়ে আমরা কয়েকজন মিলে চলে গেলাম‌‌ সেতুর আশপাশ ঘুড়ে দেখতে। একটু সামনে এগিয়েই দেখতে পেলাম একটি খরগোশ খাঁচায় বন্দী। তাই ক্যামেরাবন্দি করতে দেরিকরলানা।

IMG-20230923-WA0000.jpgমাওয়া ঘাটের ইলিশ ও বেগুন ভাজা
IMG-20230923-WA0009.jpg রান্না চলছে
IMG-20230923-WA0001.jpg খাঁচায় বন্দি খরগোশ

তারপর একটি গাছের নিচে বসে কয়েক জন মিলে ছবি তোলে নিলাম। এক ফাঁকে আমি রান্না করার দৃশ্য টিও ক্যামেরা বন্দি করে রাখলাম। আপনাদের সাথে শেয়ার করার জন্য।সত্যি কথা বলতে কি পদ্মাসেতু আমাদের জন্য স্বপ্নের সেতু। উত্তরাঞ্চলের লোকদের জন্য এটি আশিবাদ স্বরূপ।এই সেতুটি ঐ অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন এনেছে।কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে অনেকলোকের।

IMG-20230923-WA0007.jpg গাছের নিচে আমরা কয়েকজন স্টুডেন্ট

আমার একটা স্বপ্ন পূরণ হলো,এই সেতুর মনোরম দৃশ্য দেখে। আসাধারণ সুন্দর দেখতে।আর পদ্মা সেতুর রাতের দৃশ্য অতি মনোরম। আমার তো আসতেই ইচ্ছে করছিল না।আর এই সেতু আমাদের দেশের নিজস্ব অর্থায়নে নির্মিত হয়েছে।তাই এটির কদর গোটা দেশবাসীর কাছে অনেক বেশি ।

আসতে আসতে অনেক রাত হয়ে গিয়েছিল।আর
আমি বিবাড়ীয়া আসার পথে মাইক্রোতেই ঘুমিয়ে গিয়েছিলাম। খুব সকালে উঠেছি সারা দিনের ক্লান্তি
ভাবটা দৃর হয়েগিয়েছিল, ঘুমের মধ্যেই। আমার কাছে খুব ভালো লাগছে। অনেক পরিশ্রম করেছিলাম সেদিন যখন পদ্মার পাড়ে গেলাম তখন আমার মন এমনিতেই ভালো হয়ে গেয়েছিল।সত্যি কথা বলতে কি? আমার অনেক ভালো ভাবে ঐ দিনটি কাটছে।

আজ আর নয়, সবাই কে শুভেচ্ছা জানিয়ে আজকের মত এখানেই লিখার সমাপ্তি টানছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বপরি মনের যত্ন নিবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম। আপনি খুব সুন্দর একটা দিন পার করেছেন। কেননা পদ্মার পাড়ে ঘুরতে যাওয়ার মজাটাই অন্যরকম। এরপরে আমার পোস্টে আপনি উল্লেখ করেছেন। আপনারা ওখানে গিয়ে ইলিশ ভাজা এবং বেগুন ভাজা দিয়ে রাতের ডিনার করেছেন।

সেই সাথে দেখলাম খাঁচায় বন্দি একটা খরগোশের ফটোগ্রাফিও আপনি নিয়েছেন। রাতে পদ্মার পাড় এত সুন্দর হয় সেটা আমার জানা ছিল না। অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, এত সুন্দর ফটোগ্রাফি এবং আপনার আনন্দঘন মুহূর্তটা আমাদের সাথে উপস্থাপন করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। অসাধারণ সুন্দর লাগছিল দেখতে। মনে হচ্ছিল স্বপ্ন পুরী।
ধন্যবাদ আপনাকে।

পদ্মা সেতু আলোর রেখা দেখে ভালো লাগলো। আপনি একটা সমাবেশে এসে ফেরার পথে মাওয়া ঘাটে ইলিশ কিনে রান্না করে খাওয়া দাওয়া করেছেন। আশাকরি আপনাদের উদ্দেশ্যে সফল হয়েছে;।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।হ্যা‌ আমাদের বাষিক কেন্দীয় সভা ছিল। মেডিসিন ক্লাব কতৃক আয়োজিত। অনেক টাই সফল। সামনে আমার মেডিক্যাল
অনুষ্ঠানে হবে। দোয়া করবেন।

আমরা জীবনে অনেক জায়গায় ঘুরতে যাই তার মধ্যে অনেক জায়গায় আমাদের অনেক বেশি পছন্দ হয়ে থাকে।।।।

আপনি কয়েকদিন আগে মেডিক্যাল ক্লাব কতৃক আয়োজিত কেন্দ্রীয় পরিষদের সভায় গিয়েছিলাম আর যাওয়ার পথে পদ্মা হয়ে গেছিল আর সেখানে তার ফটোগ্রাফি নিয়েছেন খুবই সুন্দর লাগছে দেখে।।।

আপনি সেখানে যেয়ে আরো যা যা করেছেন সবকিছু খুব সুন্দর ভাবে বলেছেন এবং ইলিশ ও বেগুন ভাজি দিয়ে খাবার খেয়েছেন সেগুলো আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।।।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। অনেক সুন্দর জায়গা টা।সময় হলে ঘুরে আসবেন। ভালো থাকবেন সবসময়।

জি ম্যাম অবশ্যই ঘুরতে যাব শুধু ওখানে না আরও অনেক জায়গা আছে আমার পছন্দের শেখানেও যাব ইনশাআল্লাহ।।

  ·  last year (edited)

আমি মনে থাকে ই দোয়া করি, আপনার পছন্দের জায়গা গুলো তে যাতে খুব শীঘ্রই যেতে পারেন। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে বলার জন্য।।

Welcome my dear brother

আপনার পোস্টটা পড়ে বুঝতে পারলাম সুন্দর একটি ডিম আপনি পার করেছেন।আসলে পদ্মা সেতুতে ঘুরতে যাওয়া মজাটাই অন্যরকম।

ওখানে গিয়ে আপনারাই ইলিশ ভাজা এবং বেগুন ভাজা দিয়ে রাতে ডিনার করলেন।সেগুলো আমাদের মাঝে খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ,, খুব সুন্দর ফটোগ্রাফি এবং আপনার আনন্দময় মুহূর্তগুলো আমাদের সাথে উপস্থাপনা করেছেন থ্যাঙ্ক ইউ

আপনাকে অসংখ্য ধন্যবাদ।এতো সুন্দর মন্তব্যের জন্য।

থ্যাঙ্ক ইউ

Welcome my dear friend.

থ্যাঙ্ক ইউ

Welcome my dear friend

আপনার পোস্টটি পরে বুঝতে পারলাম খুব সুন্দর একটি দিন পার করেছেন।আসলে পরিবারের সাথে কোথায় ঘুরতে যাওয়া মজাটাই অন্যরকম।আপনি ওখানে গিয়ে রাতের ডিনার করেছে ইলিশ ভাতা আর বেগুন ভাজা দিয়ে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব দিনের একটি কার্যকারী আমাদের সাথে শেয়ার করেছেন ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।সত্যিআমিএকটি সুন্দর দিন
অতিবাহিত করেছি।

আপনাকেও ধন্যবাদ

আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন।

আপনাকেও ধন্যবাদ

আপনাকে ও ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

😊

আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

Also das mit den Kopftüchern , dass Manche diese tragen , das ist mir einsichtig .
Aber was ich gerne erfragen würde ist , was es mit dem Mundschutz auf sich hat .

!invest_vote

Thank you so much

@udabeu denkt du hast ein Vote durch @investinthefutur verdient!
@udabeu thinks you have earned a vote of @investinthefutur !

Thank you so much for your support

আপনি ঢাকা এসেছিলেন জেনে খুশি হলাম। কেমন লাগলো ঢাকা?
আমি একবারই পদ্মা ব্রিজে ওঠেছিলাম। সূর্যাস্তের হচ্ছিল তখন পদ্মার বুকে।অদ্ভুত সুন্দর এক দৃশ্য! তবে রাতের সৌন্দর্য অন্য রকম।
ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য

Posted using SteemPro Mobile

অনেক ধন্যবাদ আপনাকে। আসলে ই রাতে পদ্মার সৌন্দর্য অন্যরকমই লাগছিল। পদ্মার ইলিশের স্বাদ টাও অসাধারণ ছিল।

আপনার ফটোগ্রাফির মাধ্যমে রাতের পদ্মা সেতুর অপূর্ব দৃশ্য দেখতে পেলাম। আপনি আপনার কাজ শেষ করে পদ্মা সেতুতে ঘুরতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে মাওয়া ঘাটের বিখ্যাত খাবার ইলিশ ভর্তা ও বেগুন ভাজি খেয়েছেন। আমারও ইচ্ছা আছে মাওয়া ঘাটের এই বিখ্যাত খাবার খাওয়ার।
আপনার সম্পূর্ণ পোস্ট পড়ে জানতে পারলাম আপনি দিনটি অনেক ভাল কাটিয়েছেন।
আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপনাকে আপনি আমার পোস্টটি পড়ে অনেক সুন্দর ভাবে একটি মন্তব্য করেছেন।হ্যা রাতে পদ্মা সেতু দেখতে অনেক সুন্দর লাগে।