Incredible India monthly contest December #2 || My gifts from Santa.

in hive-120823 •  last year 

Picsart_23-12-26_22-15-20-553.jpgpixaboy (edit by PicsArt)

Hello everyone

এই বছরের শেষ প্রান্তে চলে এসেছি আমরা । দেখতে বারোটা মানুষ কিভাবে চলে গেল। আঁচ ই করতে পারলাম না ,বিদায়ের ঘন্টা বাঁজতে শুরু করেছে। নতুন মানে চাওয়া, নতুন মানে আনন্দ ,নতুন মনে আশা আলোর প্রদীপ। নতুন বছরকে আমরা সাদরে আহ্বান জানাই। বিগত বছরে যা পাইনি, আগামী বছরে তা যেন পাই সে আশা আমাদের সকলের মনেই থাকে। চাওয়ার পর হিসাব সব সময় পূরণ হয় না। কিন্তু আমরা নতুন উদ্যমে নতুন বছরকে বরণ করে নেই। জরাজীর্ণ তাকে পিছনে ফেলে নতুন কে আঁকড়ে ধরি। আশায় বুক বাঁধি।

pexels-photo-5708969.jpegpexeels

আমি এই কমিউনিটির এডমিন ম্যাম কে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই বড়দিন উপলক্ষে এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।
আমরা সকলেই জানি পঁচিশে ডিসেম্বর বড়দিন তথা যিশু খ্রীষ্টের জন্মদিন। খ্রিস্টান ধর্মাবলম্বীরা মনে করেন এই দিনে সান্তা ক্লোজ তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য শান্তির দেবদূত হিসেবে তাদের কাছে আসে। এবং যার যা প্রয়োজন তাকে সেই উপহার দিয়ে যান। সবার জন্য শান্তির বার্তা বয়ে নিয়ে আসেন এই 🎅। লাল হলো উজ্জ্বলতার প্রতীক। আর সাদা হলো শান্তির প্রতীক। সবাইকে তারুণ্যে উজ্জীবিত করার জন্য আবির্ভাব হয় শান্তা ক্লজের।
খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য, শান্তা ক্লজ হল আশা-আকাঙ্ক্ষার প্রতীক।

আমি প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আমার কয়েকজন বন্ধুকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নিমন্ত্রণ জানাচ্ছি।

@isratjahanpriya

@sakib012

@pijushmitra

নির্ধারিত প্রশ্নোত্তর‌গুলো দিয়ে আমি আমার অভিমত ব্যক্ত করার চেষ্টা করছি।

আপনি সান্তা থেকে কোন উপহার চাইতে চান? এবং কেন?

আমি সান্তার কাছে তথা আমার মালিকের কাছে যে জিনিসটি চাইবো উপহার হিসেবে তা হল ভাল মানুষের মতো মানুষ হওয়া ।নিজের ভুল ভ্রান্তিকে শুধরে নেওয়ার সুযোগ দেওয়া। অন্যের উপকারে আসার মত মন মানসিকতা তৈরি হওয়া। পরিবার-পরিজন নিয়ে সুখ শান্তি তে থাকতে পারি।

pexels-photo-752473.jpegpexeels

আমি মনে করি জীবন একটাই ,একদিন শেষ হয়ে যাবে ।তাই কর্মের মাধ্যমে বেঁচে থাকতে চাই ,আজীবন যাতে আমাকে সবাই স্মরণ করে। মানুষের মনিকোঠায় যাতে আমার অবস্থান হয় ।ঘৃণার চোখে নয়, ভালোবাসার চোখে যেন সবাই আমাকে দেখতে পায়। আর প্রতিটি মানুষের কাছে তার পরিবার খুব প্রিয়, তাই আমি আমার পরিবার-পরিজন নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই সেজন্য আমি শান্তা ক্লজ তথা আমার মালিকের কাছে এই উপহারগুলো ই চাই।

কীভাবে সেই উপহার গুলি আপনার জন্য মূল্যবান হবে? বর্ণনা করুন।

যে জিনিসগুলো আমি উপহার হিসেবে চেয়েছি তা আমার কাছে অতি মূল্যবান। আমার যদি সুযোগ থাকে তাহলে আমি পুনরায় নিজেকে শুধরে নিতে পারব। ভালো কাজ করে কর্মের মাধ্যমে আজীবন বেঁচে থাকতে পারবো। প্রতিটি মানুষের কাছে তার পরিবার একটি স্বর্গ তাই এই স্বর্গে সুখে শান্তিতে থাকার চেয়ে বড় কিছু নেই। তাই আমি মনে করি আমার প্রতিটি উপহারই মহামূল্যবান। শুধু পরিবারেই নয় পুরো সমাজ তথা রাষ্ট্রে ও যেন সুখ শান্তি বিরাজ, করে সেই উপহার ও আমি চাইবো তার কাছে। কোনরকম হানাহানি ,মারামারি ,রক্তক্ষরণ হবে না এক অপরের সাথে সৌহার্দ্য পূর্ন সম্পর্ক গড়ে তুলবো, সুখে শান্তিতে বসবাস করবো। এটাই আমি চাই।। বড়দিনের উপহার হিসেবে সান্তা ক্লোজ এর কাছে তথা আমার মালিকের কাছে এটাই আমার চাওয়া।

আপনি কি বিশ্বাস করেন যে আমরা যদি হৃদয় দিয়ে কিছু জিজ্ঞাসা করি তবে আমরা তা অর্জন করতে পারি? আপনার সাথে কি কখনো এমন হয়েছে?

হ্যাঁ আমি মনে করি বিশ্বাস করি মন থেকে কোন কিছু চাইলে তা পাওয়া যায়। তার মধ্যে যদি কোন কমতি না থাকে, খাত না থাকে, ভরসা থাকে , তাহলে অবশ্যই সে আশা পূর্ণ হয়। তবে কিছু আছে তাৎক্ষণিক ই পূর্ণ হয়ে যায় বলার সাথে সাথেই হয়ে যায়, আবার কিছু আশা খানিকটা সময় লেগে যায়। কিছু আছে আবার এ জগতে পূর্ণ না হলেও পরকালে পূর্ণ হয়। আশা পূর্ণ হওয়ারই জিনিস শুধু সময়ের অপেক্ষা। কিছু আশা এ জগতেই পূর্ণ হয় যা আমরা সশরীরে ভোগ করতে পারি। কিছু আশা উপরওয়ালা পরকালের জন্য রেখে দেয় যা আমরা পরকালে ভোগ করব।

হ্যাঁ আমার জীবনে ঘটেছে এমন একটি ঘটনা যা ,আমি মন থেকে চেয়েছিলাম তা হয়েছে ।তা এখন আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আমার অল্প বয়সে বিয়ে হয়ে যায় এইস,এস,সি পরীক্ষা আমি বিয়ের পর দেই। অনেকেই বলেছিল আমার দ্বারা আর পড়াশোনা হবে না। একটু ডানপিটে স্বভাবের ছিলাম আমি। আমাকে নিয়ে আমার পরিবার খুব একটা ভরসা করতে পারত না। খামখেয়ালীপনা কাজ করতে সব বিষয়ে। কোন বিষয়ে কেই সিরিয়াসলি নিতাম না। ঘা ছাড়া একটা ভাব সব সময় কাজ করতো।

pexeels

চিন্তা নামক শব্দটি আমার জীবনে নেই, আমার চেহারা দেখলে এমন টাই সবাই ভাবতো। তাই আমাকে নিয়ে ভরসা করতে পারত না কেউ। তবে আমি প্রচন্ড জেদি। দেখাই কম ,করি বেশি। কোন একটা জেদ ঘাড়ে চেপে বসলে তা করেই ছাড়ি ,যে কোন মূল্যই হোক। এই পর্যন্ত আমার পথ চলায় আমি একাই ছিলাম, সাপোর্ট খুব একটা পাইনি কারো কাছ থেকে, শত তিরস্কার , লাঞ্ছনা ছিল, মুখ বুঝে সহ্য করতাম আর এগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করতাম।

প্রিয়জনদের কাছ থেকে পাওয়া আঘাত, হৃদয়ে দাগ কাটলেও, লোক সমাজে বলতাম না ,সদা হাস্যজ্জল থাকতাম আমি। আর প্রতিটা আঘাতের জবাব সময় সুযোগ মতো দিয়ে দিয়েছি, মুখে বলতে হয়নি আমার অবস্থান আমার সফলতা তাদের প্রশ্নের উত্তর দিয়ে দিয়ে দিয়েছে।

পরিশেষে,আমি একটি কথাই বলতে চাই, জীবন একটাই তাকে ভোগ করতে শিখুন ,অন্যের কথা ই পিছপা হবেন না। নিজেকে নিজের মতো রাখতে শিখুন।

আর উপর ওয়ালার কাছে মন দিয়ে কোন কিছু চাইলে অবশ্যই তিনি ফিরিয়ে দেন না। আমি তার কাছে উপহার হিসেবে চাই বিশ্ব শান্তি, সুন্দর পৃথিবী, শিশুদের বসবাসযোগ্য পৃথিবী, ভেদাভেদ বিহীন পৃথিবী এবং সৌহার্দ্য ময় শান্তিময় পৃথিবী।
আজ এখানেই লিখার সমাপ্তি টানছি।

আসলে আমি আমার মতো করে উপস্থাপন করার চেষ্টা করছি।তো ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবসময়।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই প্রতিযোগিতায় নিমন্ত্রণ করার জন্য। আমি অলরেডি গতকাল আমার পোস্ট সাবমিট করে দিয়েছি। আপনার সান্তার কাছ থেকে চাওয়া উপহারগুলো সত্যিই খুব ইউনিক। আপনি ভালো মানুষের মতো মানুষ হতে চেয়েছেন। তার সাথে চেয়েছেন নিজের ভুলভ্রান্তিকে শুধরে নেওয়ার সুযোগ। আমরা মানুষ আর মানুষ মাত্রই ভুল করে। আর আপনি অন্যের উপকার করার জন্য সর্বদা প্রস্তুত। সর্বশেষ উপহার হিসেবে আপনি আপনার পরিবার-পরিজনকে নিয়ে সুখে শান্তিতে থাকতে চেয়েছেন। আমাদের সবার জীবন একটাই আর কর্মের মাধ্যমেই আমরা বেঁচে থাকবো। তাই আমাদের এমন কিছু কাজ করা উচিত যাতে মৃত্যুর পরেও মানুষ আমাদের মনে রাখে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনার জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

ধন্যবাদ আপনাকে। মানুষের মতো মানুষ হিসেবে বেঁচে থাকতে চাই। পশুত্ব যেন নির্মূল হয় মনুষত্ব যেন জাগ্রত হয়।কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকতে চাই আজীবন। এটাই আমার চাওয়া ও পাওয়া। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য। আর জীবন ফুরিয়ে যাওয়া পূর্বেই ভুল ভ্রান্তি গুলো শুধরে নিতে চাই।

আপনাকে প্রথমেই জানাই অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।আর আমাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বলেছেন দেখে অনেক ভালো লাগলো আর আমার ইচ্ছা আছে কালকে অংশগ্রহণ করার।আর আপনি সকল প্রশ্নের উত্তর খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।আর সকালের কাছে তার পরিবার অনেক শখের তাই আমি আপনার এই চাওয়া টার সাথে একমত পোষণ করছি। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

হ্যাঁ ভাইয়া, আমারও তাই মনে হয় পরিবার হল স্বর্গের নেয়। তাই আমার চাওয়া তুমি যেন পরিবার পরিজন নিয়ে সুখ শান্তিতে থাকতে পারি। পুরো পৃথিবী শান্তিময়। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

পরিবারের মানুষ ভালো থাকলে নিজের খারাপ লাগাটা দূর হয়ে যায়।সকলেই তার পরিবারের সদস্যদের সঙ্গে ভালো এবং সুস্থ থাকুক এটা চাওয়া। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

খুব সুন্দর একটি কথা বলেছেন। পরিবারের সাথে থাকলে যে কোন বাবা বাধা বিপত্তি ওভারকাম করা যায়। পরিবার হলো মূল চালিকাশক্তি। তাই পরিবার-পরিজনকে নিয়ে সুখে শান্তিতে থাকার চেয়ে মহান আর কিছুই হতে পারে না। ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

আসলে পরিবার হলো একটা শক্তি যা পাশে থাকলে সকল কাজ একদম সহজে করে ফেলা যায়।আমার কমেন্ট এর রিপ্লাই করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

ঠিকই বলেছেন পরিবার একটি শক্তি। পরিবার পাশে থাকলে যে কোন কাজে সহজে করা যায়। পরিবার হল আস্থা আর জায়গা। তা এখানে সুখ শান্তি থাকা অবশ্যক। ধন্যবাদ আপনাকে।

Loading...

এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। সান্টা ক্লজের কাছে আপনার চাওয়া গুলো খুবই সুন্দর। একজন ভালো মানুষের মত মানুষ হওয়া খুবই কষ্টসাধ্য একটি ব্যাপার। মানুষ তার চলার পথে অনেক ধরনের ভুল ভ্রান্তি করে থাকে। তবে এসব ভুলভ্রান্তি শোধরানোর সুযোগ সবসময় হয় না। নিজের পরিবার পরিজন নিয়ে শান্তিতে থাকার মত আনন্দ আর কোন কিছুতেই নেই। দোয়া করি যেন আপনার সকল কামনা পূর্ণ হয়।

ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য। দোয়াতে রাখবেন। আমি মনে করি প্রতিটি মানুষের জন্যই পরিবার তার স্বর্গ। তাই পরিবার-পরিজন নিয়ে ভালো থাকার চেয়ে আনন্দের কিছুই হতে পারে না ।সেজন্য আমি সৃষ্টিকর্তার কাছে এই উপহারটি চেয়েছি ।

Posted using SteemPro Mobile

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই প্রতিযোগিতায় নিমন্ত্রণ করার জন্য।সান্তা ক্লোজ এর কাছে আপনার চাওয়া গুলো আমার কাছে খুব অসাধারণ লেগেছে। আমি মানুষ হিসেবে সৃষ্টিকর্তার কাছে প্রত্যেক মানুষের জন্য শান্তি চাই। শৃঙ্খলা বজায় জীবনযাপন করতে চাই। যুদ্ধ বিধ্বস্ত দেশগুলো যেন শান্তিতে চলতে পারে। সেই দোয়া আমার সৃষ্টিকর্তার কাছে আমার অন্যতম একটা চাওয়া।জীবনে অনেক ইচ্ছা আছে তার ভিতরে অন্যতম ইচ্ছা মানুষকে সাহায্য করা হেল্প করা তাদের পাশে দাঁড়ানো তাদের অসুস্থ থাকলে তাদের সেবা করা। আপনার প্রশ্নের উত্তরগুলো খুবই সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিশেষ করে আমাকে এই প্রতিযোগিতা নাম দেওয়ার জন্য। সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী পোষ্টের অপেক্ষায় থাকবো।

আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার পোস্টটি পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য। আমি আপনাকে নিমন্ত্রণ জানিয়েছে এই জন্য যে, আপনি যদি আমার মতো করে আপনার মত প্রকাশ করতে পারেন, আপনার ইচ্ছে গুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। হ্যাঁ আমার ইচ্ছে সুখে শান্তিতে বসবাস করা, পরিবার-পরিজন নিয়ে যেন সুখ শান্তিতে থাকতে পারি। এমনকি পুরো পৃথিবী যেন,মানুষের বসবাসযোগ্য হয়। সেই প্রার্থনা করি আমি আমার মালিকের কাছে। আমরা যুদ্ধবিগ্রহ চাই না। চাই শুধু শান্তি আর শান্তি। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

প্রথমে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি প্রতিটি প্রশ্ন সঠিকভাবে উত্তর দিয়েছেন এবং শান্তার কাছে চাওয়া 2024 এর উপরে ছিল খুবই গুরুত্বপূর্ণ। আমরা সত্যি মানুষ তো সবাই হতে পারে কিন্তু মানুষের মত মানুষ কতজন হতে পারে। বর্তমান সবাই সবার নিজের স্বার্থ নিয়ে কাজ করেএবং ভাবার । খুব কম লোকই পাওয়া যায়।

নিজেকে প্রতিষ্ঠিত করা এটা সবারই অনেক স্বপ্ন থাকে, যে আমি যখন থাকবো না কিন্তু আমার স্মৃতি কাজ কর্মে আমাকে সবাই স্মরণ করবে। আপনার জন্য রইল শুভকামনা।

হ্যাঁ দিদি, একেবারে যথার্থই বলেছেন কর্মই মানুষকে বাঁচিয়ে রাখে। তাই আমাদের জীবন দর্শন এমন হওয়া উচিত বা এমন কাজ করা উচিত আমাদের সবাই স্মরণ রাখে। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

এই পৃথিবীতে একজন ভালো মানুষ হওয়ার অনেক বেশি প্রয়োজন। কিন্তু আমি যতোটুকু দেখেছি ভালো মানুষদেরকে অনেকেই গুরুত্ব দিতে চায় না। যারা সত্য পথে চলে সত্য কথা বলে তাদেরকে অনেক অবহেলায় সহ্য করতে হবে। তারপরেও আমি সর্বদাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। যাতে ভালো মানুষ হয়ে এই পৃথিবী ছেড়ে যেতে পারি। হয়তো বা মানুষ এখন আমাদেরকে সম্মান করবে না। কিন্তু সৃষ্টিকর্তা ঠিকই আমাদেরকে সম্মান করবে। ঠিক বলেছেন আমরা যদি সঠিকভাবে কোন জিনিস আশা করি, এবং ইচ্ছা পোষণ করি, এবং কঠোর পরিশ্রম করি। তাহলে সেটা করা সম্ভব আর সফল হওয়ার জন্য এই বিষয়গুলো মাথায় রাখা উচিত। ধন্যবাদ আপনাকে চমৎকার ভাবে প্রতিযোগিতার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেয়ার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য। আমি চেষ্টা করেছি প্রতিটি প্রশ্নের উত্তর সুন্দরভাবে দেওয়ার জন্য। আমিও বিশ্বাস করি মন থেকে কোন কিছু চাইলে কঠোর পরিশ্রম করলে আল্লাহ পাক
ফিরিয়ে দেন না। আর যেটি থাকতে হবে তা হলো দৃঢ় বিশ্বাস বিশ্বাস। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

প্রথমত আমাদের নিজেদের মধ্যে বিশ্বাস থাকতে হবে। আমরা যদি নিজেরা নিজেকে বিশ্বাস করতে পারি তাহলে এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিস জয়লাভ করা অনেক বেশি সহজ। আমরা অনেকেই বলি যে এই কাজ আমরা করতে পারবো না অলসতা করি। তবে অলসতা না করে চেষ্টা করা উচিত। একদিন হয়তোবা আমরা পারবো না দুইদিন চেষ্টা করে ব্যর্থ হবো। কিন্তু আমরা তিনদিন যদি চেষ্টা করি, সেখানে অবশ্যই সফলতা আসবে। ইনশাল্লাহ।

প্রথমে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি প্রতিটি প্রশ্ন সঠিকভাবে উত্তর দিয়েছেন এবং শান্তার কাছে চাওয়া ২০২৪ এর উপরে ছিল খুবই গুরুত্বপূর্ণ।আপনি ভালো মানুষের মতো মানুষ হতে চেয়েছেন। তার সাথে চেয়েছেন নিজের ভুলভ্রান্তিকে শুধরে নেওয়ার সুযোগ। তারপর আপনি সর্বশেষ উপহার হিসেবে চেয়েছেন আপনার পরিবার-পরিজনকে নিয়ে সুখে শান্তিতে থাকতে ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রতিযোগিতা প্রত্যেকটি প্রশ্ন খুব সুন্দর ভাবে উত্তর দিয়েছেন থ্যাংক ইউ।

আপনাকেও ধন্যবাদ মন্তব্যের জন্য। জীবন একটাই তাই শোধরানোর সুযোগ যদি আল্লাহ আমাকে দেয় তাহলে আমি মানুষের মতো মানুষ হয়ে জীবন যাপন করে শেষ জীবন ত্যাগ করতে চাই ।এবং জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত পরিবার-পরিজনদের সাথে থাকতে চাই
সুখে শান্তিতে।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সান্তাক্লজের নিকট আপনার চাওয়া উপহারগুলো খুবই যৌক্তিক। আপনি বলেছেন আপনি খুবই জেদি,আর জেদ চেপে গেলে সেটা অবশ্যই করবেন।।
এই গুনটা আমার খুব ভালো লাগে।আপনার জন্য অনেক শুভকামনা রইল। ধন্যবাদ।

তাই আপনি মনে একজন ব্যক্তি যে আমার জেদ কে সাপোর্ট করেছেন। এই জিদে র জন্য খুব বোকা খেতাম মায়ের কাছে। মা কথায় কথায় বলতো মেয়েদের এত জিদ থাকতে নেই। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

প্রিয় আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই প্রতিযোগীতায় অংশ নেয়ার জন্য। আপনি যে তিনটি জিনিস সান্তা ক্লোজের কাছে চেয়েছেন এই তিনটি জিনিস প্রত্যেকের জীবনের জন্য অনেক মূল্যবান। কেননা মানুষের মতো মানুষ হওয়া, নিজের ভুল ভ্রান্তি সুধরানোর সুযোগ এবং অন্যের উপকার করার সুযোগ যে কেউ পায় না। এর জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম এবং সৃষ্টিকর্তার নেক দৃষ্টি।

আমি মন থেকে আপনার জন্য দোয়া করবো যেন আপনার এই আশাগুলি পূরণ হয়। ভালো থাকবেন আপু।