Incredible India monthly contest of April| All about my favorite day of the week.

in hive-120823 •  9 months ago 
Quotes Instagram Post_20240409_100707_0000.png edit by canva

Hello friends

আজ একটি আকর্ষণীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য চলে এসেছি বন্ধুরা। এতো সুন্দর একটি বিষয়বস্তূ নির্বাচন করার জন্য Incredible India community admin @sduttaskitchen ma'am অন্তরের অন্তস্থল থেকে অসংখ্য ধন্যবাদ।

এই প্রতিযোগিতার বিষয়বস্তূটি এতোটাই আকর্ষণীয় যে, কখন অংশগ্রহণ করব সেই ভেবে অস্থিরতা ভাব কাজ করছিল মনে। আমার মনে হচ্ছে মন খুলে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে পারব এই প্রতিযোগিতার মাধ্যমে।

বন্ধুরা শুরু করার আগে প্রতিযোগিতার নিয়মানুযায়ী আমি আমার কিছু সংখ্যক বন্ধুকে নিমন্ত্রণ জানাচ্ছি,যাতে করে তারাও আমার মতো করে তাদের মনোভাব ও ব্যক্ত করতে পারে। সেই সুযোগে সবাই সবার মনভাব জানতে পারব ,খুব ভালো লাগবে তাই না বন্ধরা?

@yoyopk
@muktaseo
@shuhad
@mdsahin111

আমি নির্ধারিত প্রশ্নের উত্তরদানের মাধ্যমে আমার অভিমত ব্যক্ত করার চেষ্টা করছি বন্ধুরা। আশা রাখছি আপনাদের সকলের ভালো লাগবে। চলুন তাহলে বন্ধুরা শুরু করা যাক।

What is your favorite day of the week and why?

সাত টি দিনের সমন্বয় হয় একটি সপ্তাহ। এই একটি সপ্তাহের মধ্যে বিশেষ কিছু দিন রয়েছে যার জন্য আমরা পুরো সপ্তাহ জুড়ে অপেক্ষা করি। আমার মনে হয় ছোট বড় সকলের মধ্যেই এই প্রবণতাটা রয়েছে। একেক জন একেক কারণে এ বিশেষ দিনগুলোকে বিশেষভাবে উপভোগ করে।

free-photo-of-pink-wallpaper-with-friday-sign.jpegsource

এখন উপস্থাপন করছি আমার জন্য পছন্দের দিন কোনটি এ প্রশ্নের উত্তরে আমি যে কথাটি বলবো সেটি হল অবশ্যই শুক্রবার। আমি যেহেতু বাংলাদেশে বাস করি তাই শুক্রবার হচ্ছে আমাদের সাপ্তাহিক ছুটির দিন। তাছাড়া আমি একজন কর্মজীবী নারী সেই সুবাদে সারা সপ্তাহ জুড়ে মোটামুটি ব্যস্ততার মধ্যেই কাটতে হয় আমাকে। আমরা যেহেতু রক্তমাংসের মানুষ, তাই আমাদের একটু বিশ্রামের প্রয়োজন রয়েছে, নিজেকে নিজের মতো করে সময় দেওয়ার প্রয়োজন রয়েছে। তাই শুক্রবারে একান্তই নিজের জন্য ব্যয় করি। অল্প কিছু সময়ের জন্য হলেও নিজের জন্য আলাদা একটা জগৎ তৈরি করি। যেখান টা তে নেই কোন ডিপ্রেশন ,নেই কোন মানসিক চাপ ,নেই কোন চাওয়া পাওয়ার হিসেব ‌ আর সেজন্যই আমার কাছে শুক্রবার এত পছন্দের ‌। আমি তো বৃহস্পতিবার থেকেই মানসিক ভাবে প্রস্তুতি নিতে থাকি ওহ্ ! কালকে শুক্রবার যাক বাবা।

তাহলে আমার ছুটি, ছুটি মানে আনন্দ ,ছুটি মানে উচ্ছ্বাস ,ছুটি মানে ডানা মেলে উড়ার অদম্য ইচ্ছা, ছুটি মানে মুক্ত বাতাস, ছুটি মানেই বাধঁ নামানা অনাবিল হাঁসি। ছুটি মানেই নিজেকে পুনরায় সাজিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ।

বন্ধুরা আর এসব কারণেই শুক্রবার আমার কাছে এত পছন্দ। আপনাদের কার কাছে কোন দিন পছন্দ জানাতে ভুলবেন না কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় বসে রইলাম কেমন?

How do you spend your favorite day? Explain.

ছুটির দিনগুলোতে সাধারণত আমি একটা লম্বা ঘুম দিয়ে থাকি ,তারপর ঘুম থেকে উঠে ফুরফুরা মনে প্রয়োজনীয় কিছু কাজ করি ,যেগুলো একেবারে না করলেই নয় ।কারণ এই দিনটাকে আমি আমার মতো করে কাটাবো সেজন্য খুব বেশি একটা প্যারা নেই না ইচ্ছে করেই। তারপর খাবার মেন্যুতে ও থাকে খানিকটা বৈচিত্র্য ।নিজের পছন্দের খাবারগুলা সাধ্যমত তৈরি করার চেষ্টা করি।

IMG_20240409_122616.jpg
IMG_20240409_122432.jpg সবগুলো ছবিই আমার মোবাইল থেকে নেওয়া

পরিবারের সবাইকে নিয়ে একসাথে বসে খেয়ে থাকি । মোটকথা ,আমি আমার মত করে উপভোগ করি এই দিনটিকে। প্রিয়জনদের সাথে, কাছের বন্ধুর সাথে মন খুলে কিছু কথা বলি ,তাতে করে অনেকটাই আমার মন রিফ্রেশ। হয়‌।

Do you think we must get one day in a week to rejuvenate ourselves? Justify.

যেহেতু আমরা কোন যন্ত্র নই। রক্ত মাংসে গড়া সাধারণ মানুষ। তাই আমাদের ও সপ্তাহে একটা ছুটির দিন প্রয়োজন রয়েছে নিজেকে পুনরুজ্জীবিত জীবিত করার জন্য। এমনকি একঘেয়েমি ভাব দূর করার জন্য। তাই আমি মনে করি প্রতিটা মানুষের জীবনেই ছুটির প্রয়োজন, যাতে করে সে তার মত করে দিনটাকে অতিবাহিত করতে পারে।

Do you believe childhood was the best time when we enjoyed our favorite days more comparatively now?

অবশ্যই ,আমি মনে করি ছোটবেলার ছুটির দিনগুলি এখনকার চেয়ে আনন্দঘন ছিল ,মধুর ছিল সর্বপরি প্রাণচাঞ্চল ভরা ছিল। গানের সেই কলি মনে পড়ে গেল ছোটবেলার ছুটির দিনগুলোর কথা বলাতে, পুরোপুরি মনে নেই তবে দুই একটি চরম আমার মতো করে উপস্থাপন করছি বন্ধুরা ।

কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে
মেলে দিলাম গানের সুখের এই ডানা মনে মনে।

pexels-photo-8083822.jpegsource

বুঝতেই পারছেন বন্ধুরা ,ছোটবেলায় বা শৈশবে ছুটির দিনগুলো বলতে কেমন ছিল ।আমার মনে হয় ছোটবেলার ছুটির দিনগুলো আর এখনকার ছুটির দিনগুলোর মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। ছোটবেলার ছুটির দিনগুলো ছিল অর্গানিক আর এখনকার ছুটির দিনগুলো একেবারে ই যান্ত্রিক।

pexels-photo-697244.jpegsource

ছোটবেলায় ছুটির দিন বলতে ছিল ,লাফালাফি হৈ হুল্লো ,মোট কথা পুরো বাড়ি মাতিয়ে তোলা । পক্ষান্তরে, এখনকার ছুটির দিন বলতে হলো ,কোন ডিভাইসে গান শোনা, মুভি বা সিনেমা দেখা। প্রকৃতির সংস্পর্শে খুব একটা যাওয়া হয় না আমাদের । অনেক টা পারিপাশিক কারণেই যাওয়া হচ্ছে না আমাদের।

বন্ধুরা আমি আমার মত করে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি ।জানি না আপনাদের হৃদয় কতটুকু দাগ কাটতে সক্ষম হবে,তবে আমি আমার সর্বোচ্চ টুকু দিয়েই চেষ্টা করেছি ।আজ এখানেই বিদায় নিচ্ছি ,আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

💯⚜2️⃣0️⃣2️⃣4️⃣ This is a manual curation from the @tipu Curation Project.
Also your post was promoted on 🧵"X"🧵 by the account josluds

@tipu curate

অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাকে সাপোর্ট করার জন্য। ভালো থাকবেন সবসময়।

Posted using SteemPro Mobile

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এই প্রতিযোগিতার মূল আলোচ্য বিষয় ছিল সপ্তাহের সেরা দিন। আপনার সবথেকে সেরা দিন হলো শুক্রবার। আমার জানার কথা, আপনি স্কুলের শিক্ষক সে ক্ষেত্রে সাপ্তাহিক ছুটি শুক্রবারই আপনার হয়ে থাকে । এজন্য বিশেষ করে আপনার শুক্রবার দিনটা সবথেকে বেশি পছন্দ।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  • একদমই তাই বৃহস্পতিবার থেকে মানসিকভাবে প্রস্তুতি নেওয়া শুরু করে দিই যে কাল আমার শুক্রবার ।একটা লম্বা ঘুম দিব ,ঘুম থেকে উঠে ফুরফুরা মাইন্ডে হালকা পাতলা কিছু কাজ করব তবে সব সময় এরকম হয়ে ওঠে না মাঝে মাঝে প্রচুর কাজ করতে হয়। পরিকল্পনা মাফিক তো সব সময় সব কাজ হয় না তাই না। গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।