Incredible India monthly contest of January #1|Time is the best teacher for all?

in hive-120823 •  last year 

Hello everyone

কেমন আছেন সবাই ।বন্ধুরা এই শীতে সবার শরীর-স্বাস্থ্য ভালো আছে তো, আশা রাখি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি। যখন যে অবস্থায় থাকি তাতেই আলহামদুলিল্লাহ। আল্লাহপাক মহান রাব্বুল সঠিক পরিকল্পনা করি। তাই তার পরিকল্পনামাফিক যখন যা হয় তাই মেনে নেওয়াই উত্তম।

মূল পূর্বে যাওয়ার আগমুহূর্তে আমি এই কমিউনিটির এডমিন ম্যাম কে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এত সুন্দর একটি বিষয়ের উপর মাসিক প্রতিযোগিতার আয়োজন করার জন্য। এই প্রতিযোগিতার বিষয়বস্তু দেখেই লেখার প্রতি একটা আগ্রহ তৈরি হয়ে গেল। বিষয়বস্তু টি অতি চমৎকার, আমার বিশ্বাস আপনারাও আমার সাথে সহমত পোষণ করবেন।

তাই ভাবছি এই বিষয়বস্তু নিয়ে কিছু লিখি ,আপনাদের সাথে শেয়ার করি, লেখা তো আমি আমার মতো করেই লিখব, আমার লিখা আপনাদের হৃদয়ে কতটুকু দাগ কাটতে পারবে তা তো জানি না, তবে আমি চেষ্টা করব লেখাটাকে যতটুকু সম্ভব শ্রুতি মধু করার জন্য আপনাদের হৃদয়ে দাগ কাঁটা তে যাতে সহায়ক হয়, সে চেষ্টাই করবো ইনশাআল্লাহ।

তো চলুন বন্ধুরা মূল করবে প্রবেশ করা যাক।

তো বন্ধুরা প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আমার কিছু সংখ্যক বন্ধুকে নিমন্ত্রণ জানাচ্ছি ,যাতে করে তাঁরাও তাদের অভিমত গুলো ব্যক্ত করতে পারে এতে করে তাদের অভিমত গুলো আমরা শুনতে পারবো জানতে পারবো, এরফলে পরস্পরের মধ্যে একটি ভাব তৈরি হবে , তথা একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হবে।

@farhanahossin

@mdsahin111

@pijushmitra

তো বন্ধুরা আমি নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দানের মাধ্যমে আমি আমার অভিমত ব্যক্ত করার চেষ্টা করছি।

প্রথম প্রশ্ন:- আপনি কি বিশ্বাস করেন সময় সেরা শিক্ষক? বর্ণনা করুন

pexels-photo-8172579.jpegpexeels

হ্যাঁ আমি মনেপ্রাণে বিশ্বাস করি সময় হচ্ছে সবচেয়ে সেরা শিক্ষক।এই প্রসঙ্গে আমি বলতে গেলে বলতে চাই, শিক্ষক হলো দিক নির্দেশক। তথা ভালো-মন্দ যাচাই কারি, সঠিক সময় সঠিক পরিকল্পনা দানকারী, অন্ধকার ও আলোর ভেদাভেদ তৈরি কারি।
একজন শিক্ষক কুমোলময়ী একজন শিক্ষার্থীকে সঠিক দিকনির্দেশনা দিয়ে সঠিক সময় সঠিক কাজ করিয়ে তার জীবনকে প্রতিষ্ঠিত করতে সহায়ক ভূমিকা পালন করে।

  • ঠিক তেমনি সময় ও একজন মানুষকে বুঝিয়ে দেয় কখন কি করা উচিত আর কখন কি করা উচিত ছিল না। কিন্তু অনেক সময় আমরা আবেগে বশীভূত হয়ে এমন কিছুই করে ফেলি যার জন্য নিজেকেই এর মাশুল দিতে হয়। সময় আমাদের ইঙ্গিত দিলে ও সেই ইঙ্গিত কে আমরা খুব একটা পাত্তা দিই না।
  • উদাহরণস্বরূপ বলা যায় সূর্য উঠে একটি নির্দিষ্ট সময়ের জন্য। সেই নির্দিষ্ট সময় অতিক্রম করার পর সে কিন্তু আমাদের জীবন থেকে চলে যায়। যখন সূর্য উঠেছিল সে কিন্তু জানিয়ে দিয়েছিল যে আমি একটি সময়ের পর চলে যাব, কিন্তু আমরা যদি হেলায় বশীভূত হয়ে ২৪ ঘণ্টাকে সঠিকভাবে ব্যবহার করতে না পারি ,তাহলে এর সুদূর প্রসারী রেজাল্ট কখনোই ভালো হবে না। তাই আমি বলবো সময় আমাদের সেরা শিক্ষক।

দ্বিতীয় প্রশ্ন :- আপনি কি কখনো এমন কোনো পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন যেখানে আপনি সময়ের সাথে আপনার উত্তর পেয়েছেন?

pexels-photo-7703740.jpegpexeels

এই প্রশ্নের জবাবে ও আমি বলব হ্যাঁ, আমার জীবনে আমি এমন পরিস্থিতির মধ্যে পড়েছি, তখন আমি বুঝতে পেরেছিলাম যে, এখন আমার কি করা উচিত।
এই প্রশ্নের আঙ্গিকে আমি আমার অতীত অভিজ্ঞতার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি তাতে করে আপনারা ও বুঝতে সক্ষম হবেন সময় কি করে শ্রেষ্ঠ শিক্ষক হয়। বা আমার দৃষ্টিতে কেন সময়ই সেরা শিক্ষক।

আপনারা যদি আমার পূর্বের পোস্টগুলো পড়ে থাকেন তাহলে জানবেন, আমার খুব একটা বয়স হয়নি, কাটায় কাটায় ১৮ বছর তখনই আমার বিয়ে হয়ে যায় সরকারি চাকরিজীবীর সাথে। এর কারণ ছিল আমার ঘরে ক্যান্সার আক্রান্ত বাবা ছিল । স্বাভাবিকভাবেই আমার পড়াশোনার বরন পোষণ করার মত তেমন কেউ ছিল না, আর থাকলেও হাত বাড়ানোর ইচ্ছা তাদের তেমন একটা ছিল না। এই বিষয়টি আমার বাবা ও অনুধাবন করতে পেরেছিলেন, তাই সে আমাকে একজন বিশ্বস্ত লোকের কাছে রেখে পরপারে যেতে চেয়েছিল।

তো একটা সময় আমি অনুধাবন করতে লাগলাম, নিজের বলতে একটা জিনিস রয়েছে, অন্যের পরিচয় অন্যের দানে বেঁচে থাকার চেয়ে, নিজে কিছু একটা করা উত্তম। সব সময় কেমন যেন একটা শূন্যতা কাজ করতো। পরিচয় দেওয়ার মতো তেমন কিছুই তো আমার নেই। অনেকটা জলে বসে পদ্মের মতই হয়ে গেলাম আমি। একদিকে বাবা নেই, আরেকদিকে নিজের পরিচয় দেওয়ার মতো তেমন কিছুই নেই, অনেকটা অবহেলার পাত্রী হতে লাগলাম আমি। তাই আমি মনে মনে সংকল্প বদ্ধ হলাম ।

এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে আমাকে অবশ্যই স্বাবলম্বী হতে হবে। সমাজে আমার একটি পরিচয় তৈরি করতে হবে, পায়ের নিচের মাটিকে শক্ত করতে হবে। এবং আমার মত আমাকে থাকতে শিখতে হবে। এই সমাজ আমাকে কিছুই দিবে না, নিজের যোগ্যতায় নিজের প্রতিভায় নিজের অবস্থান তৈরি করতে হবে। বলার লোকের অভাব নেই, কিন্তু সঠিক সময় সঠিক দিকনির্দেশনা দেওয়ার লোকের বড়ই অভাব। শুধুমাত্র সময়ই বলে দেয় কখন আমার কি করা উচিত ‌। যেমনটি সময় ই আমাকে বলে দিয়েছিল যে আমার অবস্থার পরিবর্তন করতে হবে।

তাই আমার বর্তমান অবস্থানে আসার পেছনে সময়ের ভূমিকা অনেক।। সেজন্যই আমি আবারো বলতে চাই। আমার জীবনে আমি এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম, তখন মানুষ চিনতে পেরেছিলাম, মুখোশধারী ভালো মানুষগুলোকে সনাক্ত করতে পেরেছিলাম, কে আমার প্রকৃত বন্ধু তার চিনতে শিখেছিলাম ,আপন বলতে যে পৃথিবীতে কেউ নেই তা জানতে শিখেছিলাম, প্রয়োজন ফুরিয়ে গেলে যে আপন মানুষগুলো কিভাবে পর হয়ে যায় তা দেখতে শিখেছিলাম, এ সবকিছু ই আমাকে সময় শিখিয়ে দিয়েছিল।

তৃতীয় প্রশ্ন:- আপনি কি বিশ্বাস করেন যে সময় আমাদের প্রকৃত বন্ধু, সম্পর্ক এবং সৎ লোকদের সনাক্ত করতে সাহায্য করে? আপনার অভিজ্ঞতা শেয়ার করুন যদি থাকে।

pexels-photo-667500.jpegpexeels

হে আমি মনে প্রাণী বিশ্বাস করি সময় হচ্ছে প্রকৃত বন্ধু। এমনকি সম্পর্ক এবং সৎ লোক কে সনাক্ত করতে ও সময় সাহায্য করে। সময় যদি আমাকে না সজাগ করে দিত ,তাহলে তো আর এখানে আসতে পারতাম না। তাই আমি বলব সময়, সময় এবং সময়ই হল একজন মানুষের প্রকৃত বন্ধু এবং শ্রেষ্ঠ শিক্ষক।

  • সম্পর্কের ক্ষেত্রে :-

আমার যখন সময় ভালো থাকবে তখন আমার সাথে হাজারো মানুষের হাজারো রকমের মধুর সম্পর্ক থাকবে। অনেকেই আমার সাথে আগ বাড়িয়ে সম্পর্ক তৈরি করতে চাইবে, পক্ষান্তরে যখন আবার সময় খারাপ হয়ে যাবে ,আমার সেই মধুর সম্পর্ক গুলো আর থাকবে না ,এমন কি আপন মানুষগুলো ও কেমন যেন পর হতে থাকবে, একটু এড়িয়ে চলতে চাইবে। চেনা জানা মুখগুলো কেমন যেন অচেনা হয়ে যায় ‌। তাই আমি বলতে চাই সময়ের সাথে সাথে তাল মিলিয়েই সম্পর্ক তৈরি হয়।

  • সৎ লোক চিহ্নিত করার ক্ষেত্রে :-

সৎ লোক ও অসৎ লোক দুটিই শনাক্ত করা যায় সময়ের ব্যবধানে। যারা সৎ ও নিষ্ঠাবান তারা কিন্তু কখনোই কাউকে কোন অবস্থায় ফেলে রেখে যাবে না। প্রয়োজনে নিজের জীবন বিলীন করে অন্যের পাশে দাঁড়াবে। একজন সৎ লোক যতটুকুই না নিজেকে নিয়ে ভাবে ঠিক ততটুকুই অন্যকে নিয়েও ভাবে। তাই আমি মনে করি একজন সৎ লোক সনাক্ত করতে সাহায্য করে সময়।
একটি বহুল প্রচলিত প্রবাদ রয়েছে ।

সুসময়ে বন্ধু বটে হয়,অসময়ে হায় হায় কেউ কারো নয়।তাই অসময়ে যে আমার পাশে থাকবে সেই হলো আমার প্রকৃত বন্ধু

তো বন্ধুরা আমি আমার মতো করে আমার অভিমত ব্যক্ত করার চেষ্টা করছি ,জানিনা কতটুকু আপনাদের হৃদয়ে দাগ কাটাতে পেরেছি। আমার এই কাঁচা হাতের লেখা যদি কারো ভালো লেগে থাকে। তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে সামনে এগিয়ে যেতে প্রেরণা যোগায়।

তো বন্ধুরা আজ আর নয়। আজ এখানে ই আমার লেখা সমাপ্তি টানছি। এই বৈরী আবহাওয়ায় সবাই সবার শরীরের প্রতি বিশেষ যত্ন নিবেন। আর যে অবস্থায় ,যখন যেভাবে যেখানে আছেন ,সে অবস্থা টি কে মনে প্রাণে মেনে নিবেন। নিশ্চয়ই আলোর পথ অতি সন্নিকটে। আবারও আসবো অতি শীঘ্রই।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আমিও আপনার সাথে একমত যে সময়ই আমাদের সবচেয়ে বড়ো শিক্ষক। একজন শিক্ষক আমাদের থিউরি শেখালেও জীবন সম্পর্কে শিক্ষা দেয় সময়। আপনি খুবই চমতকার ভাবে প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছেন। আপনার লেখা পরে খুব ভালো লাগলো।
প্রতিযোগিতায় আপনার সাফল্য কামনা করছি।

  • ধন্যবাদ আপনাকে আমার পোস্টে পড়ে সুন্দর মন্তব্য করার জন্য। আমি চেষ্টা করেছি প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য জানিনা কতটুকু আপনাদের হৃদয়ে থাকতে পেরেছে। আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন।

টা কথা ভালো লাগলো। তুমি সময়ের পরিবর্তনের মাধ্যমে একজন শিক্ষক হতে কিভাবে চেষ্টা করছো তা সহজেই উপলব্ধ হয়ে এসেছে। সময় যখন একটি ক্রিটিক্যাল জীবন স্কুল হতে পারে, তখন সেই সময় হচ্ছে একজন ভালো শিক্ষকের উপর বিশেষ দৃষ্টি প্রদান করার জন্য উপযোগী।

তোমার প্রশ্নোত্তর অংশটুকুতেও তোমার ভাষা এবং বিশ্লেষণ একে অপরের সাথে ভালোভাবে মেলেছে। তোমার প্রকৃত অভিজ্ঞতা ও ব্যক্তিগত উদাহরণগুলি পোস্টটিকে মনোহর করেছে।

তোমার উত্সাহের জন্য ধন্যবাদ এবং আশা করছি তোমার মাসিক প্রতিযোগিতার জন্য ভালো ফলাফল হয়।

!invest_vote

  • বাহ্ দারুন মন্তব্য তো। সাতসকালে মণ টাই ভরে গেল। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সবসময় এবং অন্যকেও ভালো রাখার চেষ্টা করবেন কেমন।

জীবনের কদর্য রূপটি এক একজনের কাছে একেক ভাবে আবর্তিত হয়। কেউ এই রূপটিকে দক্ষতার সাথে মোকাবেলা করে আবার কেউবা কালের বিবর্তনে হারিয়ে যায়। আপনি সেই ব্যক্তি যে দক্ষতার সাথে আপনার সমস্ত প্রতিকূলতাকে মোকাবেলা করেছেন। নিজেকে প্রতিষ্ঠিত করেছেন পাশাপাশি সকলের দিকেও আপনি নজর দিয়েছেন। এটা শুধু সময় আপনাকে শিখিয়ে দিয়েছে। সময় থেকে যে শিক্ষাটা আপনি পেয়েছেন তা আপনি পূর্ণরূপে ব্যবহার করেছেন। তাই জীবন আপনাকে দুহাত ভরে দিয়েছে। প্রতিযোগিতায় আপনি সবগুলো প্রশ্নের উত্তর খুব সুন্দর ভাবে দিয়েছেন। আপনার আবেগকে নিংড়ে দিয়েছেন। খুব ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।

  • দারুন ,দারুন কিছু মন্তব্য মনে জায়গা করি নাই, এমন একটি মন্তব্য আপনার ছিল আপু। ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে, দোয়া করবেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যাতে প্রতিকূলতাকে অতিক্রম করার ধৈর্য্য,সমর্থ্য সবকিছু আল্লাহ পাক আমাকে দেন না। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য । আল্লাহপাক যেন সর্বঅবস্থা আপনার সহায় হয়।

এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ৷ আপনি এই প্রতিযোগীতায় তিনটি প্রশ্নের উত্তর বেশ সুন্দর ভাবে উল্লেখ করেছেন ৷

যাই হোক আপনার এই প্রতিযোগীতায় সফলতা কামনা করি ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ নিজের প্রতি খেয়াল রাখবেন ৷ দিনটি আপনার শুভ হোক ৷

  • আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই প্রতিযোগিতার পোস্টটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। জি ভাইয়া আমি চেষ্টা করেছি তিনটি প্রশ্নেরই যথার্থ উত্তর দেওয়ার জন্য‌। আমি আমার মতো করেই উপস্থাপন করেছি।জারিনের কতটুকু আপনাদের হৃদয়ের দাগ কাটতে সক্ষম হয়েছে ।