Hello friends |
---|
দুর্দান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য চলে আসলাম বন্ধুরা। কেমন আছেন সবাই, আশা রাখি ভালো আছে এবং অসুস্থ আছেন। এই প্রতিযোগিতার শুরুতেই আমি Incredible India community admin @sduttaskitchen ma,am SEC17/W1 এত সুন্দর একটি বিষয়ের উপর ভিত্তি করে প্রতিযোগিতার আয়োজন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি,এই সাথে আমি মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি ,আপনি যেন আপনার উপর অর্পিত দায়িত্ব গুলো সঠিক ও সুন্দরভাবে পালন করতে পারেন।
প্রতিযোগিতার বিষয়বস্তূটি অত্যন্ত মনোরম। তাই কালবিলম্ব না করে অংশগ্রহণ করার জন্য মনস্থির করে ফেললাম। তাছাড়া আজ হচ্ছে আমাদের শেষ রমজান,তাই সকালের দিকে কাজের চাপ খুব একটা থাকে না, সেজন্য লিখতে বসে গেলাম।
বন্ধুরা প্রতিযোগিতার নিয়মানুযায়ী আমি আমার কিছু সংখ্যক বন্ধুকে নিমন্ত্রণ জানাচ্ছি ,যাতে করে তারাও তাদের অভিমত ব্যক্ত করতে পারে এবং এই সুন্দর একটি প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে।
@karobiamin71
@sabus
@sifat420
আমি একজন মুসলিম নারী। আমি ইসলাম ধর্মের অনুসারী। তাই আমার ধর্ম অনুসারে জান্নাত ও জাহান্নাম সম্পর্কে একটি মৌলির ধারণা রয়েছে। সেই বিষয়ে আমি আমার অভিমত ব্যক্ত করার চেষ্টা করছি ,নির্ধারিত প্রশ্নের উত্তরদানের মাধ্যমে ।
- আপনি কি বিশ্বাস করেন যে এই পৃথিবীতে স্বর্গ এবং নরক নামে একটি জায়গা আছে? আপনার বিশ্বাস ন্যায্যতা.
এই প্রশ্নের জবাবে আমি যা বলতে চাই তাহলো, মহান রাব্বুল আলামিন আমাদের নির্দিষ্ট একটি আয়ু দিয়ে এই পৃথিবীতে ক্ষণস্থায়ীভাবে পাঠিয়েছেন , আমার আয়ুষ্কাল শেষ হয়ে যাওয়ার পর এই পৃথিবীর মায়া ছেড়ে আমি চিরজীবনের জন্য পরকালে চলে যাব, আর এই পরকালে দুইটা জায়গা আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। এই দুইটি জায়গায় দুই শ্রেণীর লোক অবস্থান করবেন। যাদের কর্মফল ভালো তারা একটি স্থানে থাকবেন এবং যাদের কর্মফল খারাপ তারা অন্য একটি স্থানে অনন্তকাল অবস্থান করবেন। আর এটি নির্ভর করবে যার যার কর্ম ফলের উপর ভিত্তি করে। যাদের কর্মফল ভালো তাদের অবস্থান হবে জান্নাতে এবং যাদের কর্মফল খারাপ তাদের অবস্থান হবে জাহান্নামে। অর্থাৎ,আমার কর্ম ফলের উপর নির্ভর করবে দুটি স্থান মধ্যে কোনটিতে আমার অবস্থান হবে। অর্থাৎ, জান্নাতে না জাহান্নামে।
আরো একটু বিস্তারিত ভাবে বলতে গেলে বলা যায়।যেই ব্যক্তি এই ক্ষণস্থায়ী পৃথিবীতে সৎকর্ম করবে নবী রাসুলের দিকনির্দেশনা মতো তাদের জীবন পরিচালিত করবে, তাদের জন্য রয়েছে পরম শান্তির জায়গা জান্নাত।
পক্ষান্তরে ,যে ব্যক্তি নবী-রাসূলের পথ অনুসরণ করবে না এবং তাদের দেওয়া দিক নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালিত করবে না তাদের জন্য রয়েছে কঠিন আজাবের স্থান জাহান্নাম।
তবে আমি এই পৃথিবীতে জান্নাত ও জাহান্নামের অস্তিত্ব আছে বলে পুরোপুরি বিশ্বাস না করলেও জান্নাত ও জাহান্নামের কিছু নমুনা মহান রাব্বুল আলামিন আমাদের পৃথিবীতে দিয়ে রেখেছেন যাতে করে আমরা কিছুটা হলে ও অনুধাবন করতে পারি।
- আপনি কি বিশ্বাস করেন যে কর্মফল আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে এবং আমরা সেই অনুযায়ী ফলাফল পাই?
এই প্রশ্নের জবাবে আমি বলবো অবশ্যই আমি বিশ্বাস করি কর্মফলের উপরে একজন মানুষের ভবিষ্যৎ নির্ধারিত হয়।
বাংলাএকটি প্রচলিত প্রবাদ রয়েছে ।
যেমন কর্ম ,তেমন ফল।
আমার কর্ম যদি ভাল হয় তাহলে এর ফল আমি ইহকাল ও পরকাল দু'কালেই ভোগ করব। ভালো কাজের ফল ভালো আর মন্দ কাজের ফল মন্দ এটা একটি স্বাভাবিক রীতি।
আমি যদি কারো সাথে ভালো আচরণ করি বা আমার কর্মফল যদি ভাল হয় এর প্রতিদান স্বরূপ আমি ইহকাল অর্থাৎ এই পৃথিবীতেও পাবো আবার মৃত্যুর পর যে পরকাল রয়েছে ওখানেও পাব।
তাই আমি মনেপ্রানে বিশ্বাস করি মানুষের কর্মফলের উপরই ভবিষ্যৎ নির্ধারিত হয়।
- আপনি কি বিশ্বাস করেন যে অমরত্ব এবং পবিত্রতা এমন কিছু কারণ যা আমাদের জীবনধারাকে প্রভাবিত করে? বর্ণনা করুন।
হ্যাঁ, আমি বিশ্বাস করি অমরত্ব এবং পবিত্রতা আমাদের জীবন ধারাকে অনেক আংশেই প্রবাহিত করে।
এখানেও আমি একটি প্রবাদ উল্লেখ করব তা হল ,
মানুষ বাঁচে তার কর্মে ,বয়সের জন্য নয়।
এই প্রবাদটির আলোকে যদি আমি ব্যাখ্যা করি তাহলে বলা যায় যে, এই ক্ষণস্থায়ী জীবনে আমাদের আয়ুষ্কাল খুবই কম তাই ,আমরা আমাদের কর্মের মাধ্যমে আজীবন মানুষের অন্তরে জায়গা করে নিতে পারব, যদি আমাদের কর্মফল ভালো হয় তাহলে মানুষ আমাকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে এবং মানুষের অন্তরে জায়গা করে নিতে পারব অনন্তকাল যাবৎ।
পক্ষান্তরে ,আমাদের কর্মফল বা আচরণ যদি খারাপ হয় বা মন্দ হয় তাহলে আমাদেরকে কেউ মনে রাখবে না, মৃত্যুর সাথে সাথে আমার নামটি চিরতরে মুছে যাবে আমি বলতে যে একজন ছিলাম পৃথিবীতে ,কেউ বিন্দুমাত্র ও মনে করবেনা বা স্মরণ করবে না।
বরঞ্চ, তারা আমাদের আচরণকে স্মরণ করে ক্ষেত্রবিশেষ ঘৃণা করবে। তাই আমাদের আচার-আচরণ তথা কর্ম সদা ভালো হওয়া উচিত।
কবিগুরুর সেই অমর বাণী স্মরণ করে আমি আমার লেখার সমাপ্তি টানছি বন্ধুরা।
যখন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলো তুমি হেসেছিল সবে ,
এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাঁসিবে তুমি কাঁদিবে ভুবন।
বন্ধুরা আজ এখানেই শেষ করছি। সবাই কে অসংখ্য ধন্যবাদ, আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার পোস্টটি পড়ার জন্য।
hola es interesante tu opinion todas las religiones coinciden en el mismo punto que existe el cielo y el infierno y de acuerdo a las obras de cada quien sera juzgados e ira a ese determinado lugar.
saludos y bendiciones
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এতো সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য। এর সাথে আরবিন নামে কোন ধন্যবাদ জানিয়ে এত সুন্দর একটি আয়োজন করার জন্য। প্রতিযোগিতার মাধ্যমে প্রশ্ন এবং উত্তরগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন।
একদম সত্যি কথা আমরা কেউই ধর্মের বাইরে নই।
সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
The belief in Jannah, Jahannam, immortality, and purity influences our choices and actions in life. It serves as a reminder that our deeds have consequences beyond this worldly existence, shaping our eternal fate. Thus, striving for righteousness and goodness is imperative to secure a place in paradise in the hereafter.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@mesola
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনার সুন্দর মতামত জানানোর জন্য। এই প্রতিযোগিতার প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুব ভালো হবে দেওয়ার চেষ্টা করেছেন।
< বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়
যদিও এই লাইনটা আমার নয় তবে এর ভিতরে রয়েছে অনেক জ্ঞান। যেমন কর্ম তেমন ফল অপেক্ষা করছে প্রত্যেকটা মানুষের জন্য ইহকাল এবং পরকাল দুটার ওপরে ভিত্তি করে তার কর্মের উপরে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit