আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.
২৪শেজানুয়ারি , শুক্রবার।
হ্যালো ইনক্রেটেবল ইন্ডিয়াবাসী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।আজকে আমি আমার দেখা একটি মুভি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, আশা করি আমার এই মুভির রিভিউ টি আপনাদের কাছে ভালো লাগবে।
📋 কিছু তথ্য
পরিচালক | কালেইস |
---|---|
গল্প লেখক | অ্যাটলি, ক্যালিস, সুমিত অরোরা |
প্রোডাকশন | জ্যোতি দেশপান্ডে, মুরাদ খেতানি, অ্যাটলি, প্রিয়া আটলি |
অভিনয়ে | বরুণ ধাওয়ান, সালমান খান, কীর্তি সুরেশ, ওয়ামিকা গাব্বি, জ্যাকি শ্রফ, রাজপাল নৌরাং যাদব, প্রকাশ বেলাওয়াদি, জাকির হুসেন |
মুক্তির তারিখ | ২৫ ডিসেম্বর ২০২৪ |
চলমান সময় | ২ ঘন্টা ৩৯ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
রিভিউ
যারা মুভি লাভার রয়েছেন তারা জানেন বলিউডের মুভির একটা অন্যরকম ফ্যান ফলোইং রয়েছে, কিন্তু এটি বারংবার নষ্ট হচ্ছে শুধুমাত্র রিমেক মুভি তৈরি করার জন্য। বলিউডের টপ হিরোরাই মুভি করেছে, তাই এখানে খুব বেশি কিছু বলার থাকে না। ২০১৬ এপ্রিল মাসে একটি মুভি রিলিজ করা হয়েছিল যার নাম ছিল থারি গল্পটার পরিচালক লেখক মোটামুটি সব কিছুই যে ব্যক্তি ছিলেন তিনি হলেন অ্যাটলি মজার বিষয় হলো রিমেক করার সময় ও ডিরেক্টর হিসেবে অ্যাটলি উনাকেই রাখা হয়েছিল।
মানুষ টিকেট কেটে হলে গিয়ে যে মুভিটা আরো ৮ বছর আগে দেখেছে তার একই রিমিক ভার্সন কেউ দেখতে যাবে না। আর মজার বিষয় হচ্ছে সেই তামিল মুভি হিন্দি ভার্সন ইউটিউবে এভেবল আছে। তাই দেখে আসা পূর্বের অনুভূতি নতুন করে অনুভব করার তেমন কিছু নেই।
তবে হ্যাঁ কিছুটা নতুনত্বের ছোঁয়া আনার চেষ্টা করেছে যেহেতু ডিরেক্টর একই মানুষ ছিল। তবে পরিচালকেরও খুব বেশি একটা করার কিছু নেই, তার যতটুকু দায়িত্ব তিনি তা পালন করেছেন। যেহেতু রিমেক তাই খুব বেশি একটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়নি।
মুভির মধ্যে ক্যামিও করে একঝলক সালমান খানকে এখানে দেখানো হয়, সালমানের ফ্যানরা যদি পাঠান মুভি দেখে ভাবে সেখানে ক্যানিও করে খানিকটা অ্যাকশন ছিল তেমন ফ্লেভার এখানেও পাওয়া যাবে তাহলে সালমান খানের ফ্যানরা ভুল করবে। সালমান খানের মুভিতে আসা আর না আসা প্রায় একই ছিল কারণ তার আশাতে এক পারসেন্টও গল্পের কোন পরিবর্তন হয়নি।
বরঞ্চ বলা যেতে পারে তিনি শুধুমাত্র মিনিট খানেক ছিল এবং একদম শেষ পর্যায়ে তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়ে মুভিটা সমাপ্ত করে। তাহলে চলুন গল্পের মধ্যে দেখা যাক, বেবি জন যারা আরেকটা নাম ডিসিপি সত্যিয়া বারমা। মুভির মধ্যে হিরো কে দুটি গল্পের মাধ্যমে দেখানো হয়, একজন যিনি খুবই সাধারণ একটা মানুষ যেকোনো অল্প কিছুতেই সে ভয় পেয়ে যায়।
তার দুনিয়াটা জুড়ে শুধুমাত্র তার একটি মেয়ে এবং তাকে খুশি করার জন্য সে সবকিছু করতে পারে। সাধারন একটা পটাকার শব্দ হলে সে চমকে ওঠে। কোন ভুল হলে সে খুব সাধারণ মানুষের মতো সবার কাছে মাফ চায় এবং এতটাই ভোলা ভালা সে একজন সাদাসিধা মানুষ।
অপরদিকে তার আরেকটা রূপ যে কিনা গুন্ডাদেরও ভাব, তারা যে স্কুলে পড়েছে সে ওই স্কুলের প্রিন্সিপাল। গুন্ডা জগতে সবাই যাকে ভয় পেত এরকম একটা ক্যারেক্টার অর্থাৎ সম্পূর্ণ বিপরীত। বিরো যদি এরকম হয় ভিলেন তো আরো সাংঘাতিক হওয়া প্রয়োজন তারই ধারাবাহিকতায় এই মুভিতে সব থেকে আকর্ষণ করবে যে এই মানুষটাকে দেখে দিলেই হলেন এই মুভির প্রধান খলনায়ক জ্যাকি শ্রফ, তার একটা মারাত্মক লেভেলের ফেনবেস রয়েছে, এবং তিনি অসম্ভব রকম অ্যাক্টিং করেছে এবং তার লুক দেখে মানুষ এই মুভিটা দেখতে হয়ত আগ্রহ পাবে।
এরকম একজন মারাত্মক সন্ত্রাসী কেনই বা এরকম সাধারন সাদাসিদে মানুষের পেছনে লাগবে এটা নিয়েই গল্পটা সামনের দিকে এগোতে থাকে, তাদের দুজনের মধ্যে ব্যক্তিগত কিছু সমস্যা দেখা যাবে মুভির পরবর্তী অংশ থেকে। প্রথমে মানুষে খুব বেশি কিছু মানুষকে আকর্ষণ করবে না নরমালি গল্পটা সামনের দিকে এগোতে থাকবে তবে মুভির দ্বিতীয় অংশে কিছুটা অ্যাকশন ধামাকা রয়েছে।
এই মুভিটা এমন একটা মুভি যা শুধুমাত্র একবার দেখার মত, মুভিটি দেখার পর এটা নিয়ে কথা বলা কিংবা দ্বিতীয়বারে এই মুভিটা দেখার মত কোন কিছুই নেই। তবে হ্যাঁ ভালো একটা সময় কাটানোর জন্য মুভিটা দেখা যেতে পারে কারণ এখানে ইমোশনাল অনেক কিছু রয়েছে।
তবে অতিরিক্ত গান রয়েছে যেটা খুব বেশি একটা প্রয়োজন ছিল না প্রয়োজন ছাড়া এই যে কোন সময় গান শুরু হয়ে যায়, সেই গানগুলোই যখন ব্যাকগ্রাউন্ডে প্লে করা হয় সেটা বেশ ভালোই লাগে, রোমান্স বা অ্যাকশন দুটোরই ব্যাকগ্রাউন্ডে মিউজিক গুলো বেশ ভাল ছিল।
যারা থারী মুভিটি দেখেননি তারা এই মুভি দেখতে পারেন, এছাড়া যারা মুভিটা পছন্দ করেন পুরনো হলেও নতুন কিছু দেয়ার চেষ্টা করেছে সেই সুবাদে মুভিটা দেখতে পারেন। তবে খুব বেশি একটা এনজয় করবেন এমনটা নয় কিন্তু ইমোশনালি বেশ ভালো একটা কানেক্ট হতে পারবেন। ইমোশনালি যে অংশগুলো রয়েছে সেটা আপনাকে মনে খানিকটা নাড়া দিতে পারে ওই দিক থেকে মুভিটা দেখার মত।
মুভির টেইলার ভিডিওটা দেয়া হল, টেইলার ভিডিও থেকেই বোঝা যাচ্ছে মুভিটা কতটা ইন্টারেস্টিং।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টুইটার পোস্ট লিংক
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব ভালোই লাগলো! আপনার রিভিউ পড়ে। মাঝে-মাঝে আমাদের কেউ লিংক শেয়ার কইরেন, নতুন ছবির দেখার জন্য। এত সুন্দর একটি রিভিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন, সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট দেখার জন্য এবং সুন্দর একটা মন্তব্য করার জন্য, আমাদের সার্ভারে মুভি পাওয়া যায়, আপনি চাইলে সেখান থেকে এই মুভি গুলো দেখতে পারেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আমিও আপনার মত মুভি দেখতে খুব ভালোবাসি। নতুন নতুন মুভি আসলে মুভি দেখতে চলে যাই। তবে এখন মোবাইলেই লেখা হয়ে গেছে সব সময়। বেবি জন মুভিটা আমিও দেখেছি। তবে আমি প্রথমে জানতাম না এটা থেরি মুভির রিমিক। যখন মুভি দেখা শুরু করলাম তখন দেখেই বুঝতে পারলাম যে এটা রিমিক মুভি। রিমিক হলেও চরিত্র বেশ ভালোভাবে উপস্থাপন করেছে।
দাদা ভালো লাগলো আজকে আপনার মুভি রিভিউটা। ভালো থাকবেন দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেসিক্যালি আমি একজন মুভি প্রেমী মানুষ, এজন্য আমি মোটামুটি নিয়মিত মুভি দেখার চেষ্টা করি এবং এর বিশ্লেষণ করতেও বেশ ভালোবাসি। এমনিতেই মুভিটা খুবই দুর্দান্ত হয়েছে এবং অভিনয় খুব চমৎকার এ নিয়ে কোন কমপ্লেন নেই। কিন্তু যেহেতু রিমেক তাই অনেকের কাছে টাকা দিয়ে টিকিট কেটে মুভিটা দেখার আগ্রহ কমে যাবে সেই প্রেক্ষাপটে দিক বিবেচনা করে রিভিউ করার চেষ্টা করেছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি যে মুভি রিভিউটি শেয়ার করেছেন তা খুবই তথ্যপূর্ণ এবং বিস্তারিত। রিমেক মুভির চমৎকার বিশ্লেষণ করেছেন আপনি, বিশেষ করে সালমান খান এবং বরুণ ধাওয়ানের ক্যামিওর ভূমিকা নিয়ে আপনার মন্তব্যগুলো সত্যিই চোখে পড়ে। তবে গল্পের নতুনত্বের অভাব, গানগুলোর অতিরিক্ত ব্যবহার এবং ইমোশনাল কন্টেন্টের ওপর আপনার ফোকাস সত্যিই আকর্ষণীয়। আপনার মতামত অনুযায়ী, যাদের আগে 'থারী' মুভিটি দেখা ছিল, তাদের জন্য এই মুভিটি খুব বেশি নতুন কিছু দিতে পারে না, তবে যারা মুভিটি দেখেননি তাদের জন্য একটি একবার দেখার মতো অভিজ্ঞতা হতে পারে। ধন্যবাদ আপনার রিভিউ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit