আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.
২২শে জানুয়ারি , বুধবার ।
হ্যালো ইনক্রেটেবল ইন্ডিয়াবাসী। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি, আজকে আমি আমার ডেইলি ডায়েরি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে।
𝕋𝕙𝕖 𝔻𝕚𝕒𝕣𝕪 𝔾𝕒𝕞𝕖
আজকে সকালে বন্ধুর ফোনে ঘুম থেকে উঠলাম, ফোন করে বলল ওর আম্মুর একটা মেডিকেল রিপোর্ট হসপিটাল থেকে নিয়ে আসতে হবে, ঘুমের ঘোরে আমি হ্যাঁ বলেছিলাম, যাইহোক পরবর্তীতে ভাবলাম হ্যাঁ বলে ফেলেছি এবং ফ্রি আছি বন্ধু একা একা যাবে আমিও সাথে যাই। রেডি হয়ে নাস্তা করে ফোন করলাম, ওরও গাড়ি আছে কিন্তু এখন যেহেতু আমার আছে সবাই আমাকেই বাইক নিয়ে আসতে বলে। প্রথম প্রথম ভালো লাগলেও এখন একটু চিন্তার বিষয় হাহাহা।
যাই হোক সকালবেলা উঠে নাস্তা করে রেডি হতে হতে আমার প্রায় বারোটা বেজে গেল, এরপর আমি আর আমার বন্ধু বের হয়ে গেলাম ঢাকা উত্তরার উদ্দেশ্যে, পপুলার ডায়গনস্টিক সেন্টার বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি প্রতিষ্ঠান। বাংলাদেশের সব জায়গাতেই এদের শাখা রয়েছে। যাই হোক আমরা উত্তরা শাখায় গেলাম এবং সেখান থেকে আমাদের কাঙ্খিত রিপোর্ট কালেক্ট করলাম।
তারপর বন্ধুকে বিদায় জানিয়ে দুজনেই দুজনের বাসার উদ্দেশ্যে রওনা হলাম, ইতিমধ্যে দুপুর হয়ে গেছে বাসায় এসে দুপুরের খাওয়া-দাওয়া করে, হঠাৎই আমার নিজের একটা গুরুত্বপূর্ণ কাজ মনে পড়ে গেল। সেই সাথে এক সপ্তাহ হয়ে যাচ্ছে আমার ছোট ভাইয়ের সাথে দেখা হচ্ছে না, ওকে একটা আবাসিক স্কুলে দিয়েছিলাম, যাই হোক আবার আমি একা বের হলাম কাজ শেষ করে ছোট ভাইয়ের সাথে দেখা করে এলাকায় ফেললাম।
আসার পথে চায়ের একটা বিরতি নিয়েছিলাম, এই ফাঁকা জায়গায় চা খেতে বেশি ভালো লাগে। যা খেতে খেতে দেখলাম ছোট ছোট দুটি ছেলে বেশ অনেকক্ষন ধরে দুষ্টুমি করছে। জিজ্ঞেস করাতে তারা বলল তারা দুজন বন্ধু, হয়তো বা তারা তাদের জীবনের সবথেকে আনন্দের মুহূর্ত টাই কাটাচ্ছে, যখন পড়া হবে তখন দায়িত্ব ও কর্তব্য ইত্যাদি ঝামেলায় জীবন জড়াজর্ণ হয়ে যাবে, এখনই কি মধুর একটা শর্ত কোন টেনশন নেই, কত শত কিছু ভাবতে ভাবতে চায়ের কাপ শেষ করে বন্ধুকে ফোন করলাম ওদের বাসার কন্সট্রাকশনের সাইডে আমরা চলে আসলাম।
এখানে আসলে কন্সট্রাকশনের কাজও আমরা দেখতে পাচ্ছি, এবং মিলে কেরাম বোর্ড কিনেছি সেটাও আমরা খেলতে পারি, যাইহোক দুই বন্ধু এখানে একরাম খেলছি এবং সবার কাজ দেখছিলাম। কিন্তু একটা বিষয় হতে যখন আমরা খেলা শুরু করি পরক্ষণেই অনেক মশা চলে আসে এখানে, যেহেতু খালি জায়গায় এবং পাশে একটা পুকুরের মতো রয়েছে তাই এখানে মশা বেশি, তাই যতটুকু সময় আমরা এখানে কেরাম খেলি এখানে আগুন ধরানোর একটা ব্যবস্থা করা হয়।
ক্রাম খেলা শেষ করে এখানে কনস্ট্রাকশন সাইটে যারা থাকে তাদেরকে সহ নিয়ে আমরা প্রায় ৭-৮ জন হয়েছিলাম আমরা আলুর, চপ, পেঁয়াজু, বেগুনি, ম্যাগি নুডুলসের মসলা, চাটনি, সরিষার তেল, পেঁয়াজ, মরিচ এবং মুড়ি কিনে নিয়ে আসি, এরপর দুই বন্ধু মিলে সবার জন্য মুড়ি তৈরি করলাম, খেলাধুলা শেষ করে সবাই একত্রে বসে মুড়ি খাচ্ছিলাম মোটামুটি ভালো একটা আড্ডা হয়ে গেল এবং সন্ধ্যার নাস্তা হয়ে গেল।
কনস্ট্রাকশন সাইডে আমরা সবাই নাস্তা শেষ করে যখন বসলাম ইতিমধ্যে আমাদের অন্যান্য বন্ধুরাও ফোন করলো তারা এলাকায় চলে এসেছে অফিস থেকে কিংবা বিভিন্ন জায়গা থেকে, এরপর আমরা সবাই এলাকা থেকে ফিরে আসলাম এবং বন্ধুরা মিলে একসাথে আড্ডা দিলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টুইটার পোস্ট লিংক
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার সারাদিনের কাজকর্ম পড়ে অনেক ভালো লাগলো। আপনার বন্ধুর আম্মার রিপোর্ট আনার জন্য একটি ডায়গনস্টিকে গিয়েছিলেন, এই বিষয়টি পড়ে খুব ভালো লাগলো। বন্ধু একা যাবে বলে আপনাও তার সাথে উত্তরায় গেলেন রিপোর্ট আনার জন্য। ক্রাম খেলা আমি আগে অনেক খেলতাম। এখনো যদি কোথাও ক্রাম বোর্ড দেখে তাহলে খেলার জন্য অস্থির হয়ে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিদিনের কার্যক্রম এর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন
আল্লাহ হাফেজ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit