হ্যালো,
বন্ধুরা।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি মোঃ আব্দুস সালাম।আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি পোস্ট।আমার আজকের পোস্ট হলো আইপিএল খেলা নিয়ে।তো আর দেরি না করে শুরু করা যাক।
আমরা সবাই কম বা বেশি ক্রিকেট খেলা দেখে থাকি। আমদের অনেকেরই জনপ্রিয় খেলা এটি।ব্যাক্তিগত ভাবে আমি নিজেও ক্রিকেট খেলা অনেক পছন্দ করি।ফুটবল খেলতে অনেক বড় মাঠের দরকার হয় কিন্তু ক্রিকেট খেলার জন্য একটু ফাঁকা জায়গা পাইলেই সকল ছেলেরা হাজির হয় ব্যাট এবং বল নিয়ে।একটা সময় আমিও অনেক ক্রিকেট খেলতাম কিন্তু বর্তমান সময়ে তেমন আর খেলার সময় হয়ে ওঠে না।ভীষণভাবে মিস করি সেই ছোটবেলার ক্রিকেট খেলার সময় গুলোকে।
আজকের তারিখ টা হলো ২৯/০৫/২০২৩। আজকে আইপিএল এর ফাইনাল খেলা বাংলাদেশ সময় ঠিক রাত আট টার সময় অনুষ্ঠিত হয়েছে।এই খেলায় মোট দশটি দেশ অংশগ্রহণ করেছে। তারমধ্যে আজকে ফাইনাল খেলতিছে চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স।এই দুটি দলই অনেক শক্তিশালী। দুটি দলেই রয়েছে সেরা সেরা ব্যাটসম্যান এবং বোলার।চেন্নাই সুপার কিংস এর অধিনায়ক হিসেবে আছেন মহেন্দ্র সিং ধনি এবং গুজরাট টাইটান্স এর অধিনায়ক হিসেবে আছেন হার্দিক পান্ডিয়া।এই দুইটি অধিনায়কই অনেক অভিজ্ঞতা সম্পূর্ণ। তারা চাইলে যেকোন সময় যেকোনভাবে ম্যাচের পরিবর্তন নিয়ে আসতে।
ব্যাক্তিগত ভাবে আমি কলকাতা নাইট রাইডার্স এর সাপোর্টার। সেই ছোটবেলা থেকে আমার এই দলটি ভালো লাগে। কারণ এখানে আমার পছন্দের খেলোয়ার থাকে। কিন্তু কষ্টের ব্যাপার হলো এইবার কলকাতা নাইট রাইডার্স সেমিফাইনাল পর্যন্তও পৌঁছাতে পারে নি।কিন্তু আশা রাখি সামনের বছর আরও ভালো করবে।এইবার আইপিএল ম্যাচে বিভিন্ন কারণে দলটি সামনের দিকে এগিয়ে যেতে পারে নি কিন্তু সামনের বার ভুলগুলো এড়িয়ে বিজয়ের দিকে এগিয়ে যাবে।
বর্তমান সময়ে দেখা যায় অনেক কিশোর ছেলেরা অনেক মোটা অংকের টাকা বাজি ধরে এই খেলার উপর যদিও এটা করা ঠিক না।এর ফলে আমাদের সমাজের যুবক ছেলেদের উপর অনেক খারাপ প্রভাব ছেলে।যার কারণে সমাজের মধ্যে সবসময় ঝগড়া বিবাদ লেগেই থাকে।আমাদের সবাইকে এটির প্রতিরোধ করতে এগিয়ে আসতে হবে।সমাজের যুবক ছেলেদের উপর এই খারাপ প্রভাব বিস্তার লাভ করতে দেওয়া যাবে না।
আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবার সু- স্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোন পোস্টে। আল্লাহ হাফেজ।
এই ফাইনাল খেলাটি গুজরাটের যে স্কোর ছিল আসলেই এই স্কোর অতিক্রম করা অনেক কঠিন ছিল ৷ গুজারাটের বেশি উইকেট ফেলতে পারে নি চেন্নাই ৷ আর চেন্নাই কথা কি বলবো তাদের যে হারে উইকেট পরেতেছিল ম্যাচ জেতার কোন সম্ভাবনা ছিল না ৷ তারপরও লাস্ট বলে যাদেজা ফোর মেরে ম্যাচ জিতিয়ে নিয়েছিল ৷ আমি মনে করি চেন্নাই ভাগ্যক্রমে ম্যাচ টা জিতেছি ৷ কারন যদি বৃষ্টি না হয়ে ফুল রানের টার্গেটে চেন্নাই ম্যাচ টা খেলতো তাহলে চেন্নাই এই ম্যাচ হার অনিবার্য হতো ৷ কারন তাদের উইকেট বেশি ছিল না ৷
যাই হোক খেলাটি অনেক সুন্দর ভাবে উপভোগ করেছি ৷ আর আপনাকেও অসংখ্য ধন্যবাদ এই খেলাটি আমাদের মাঝে ভাগ করে নেওয়ার জন্য ৷ ভালো থাকবেন ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া অবশেষে চেন্নাই সুপার কিংস জয় লাভ করলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit