বাঁধাকপি ভাজি রান্নার রেসিপি

in hive-120823 •  2 days ago 

আসসালামু আলাইকুম

IMG_20241127_235825.jpg

  • প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটা ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করব। জানিনা আপনাদের কাছে কেমন লাগবে তবু মনে হল যে এই ছোট্ট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন চলুন তাহলে রেসিপি শেয়ার করি।

IMG_20241127_235850.jpg

আজ সকালে, আমি জানালার পাশে বসে চা খাচ্ছিলাম আর ভাবছিলাম, আজ দুপুরে কী রান্না করা যায়। জানালার বাইরে শীতের হালকা রোদ, আর এমন দিনে মজার কোনো শাকসবজি দিয়ে রান্না না করলে কী চলে? হঠাৎ আমার ২ বছরের মেয়ে এসে টান দিতে লাগল, “আম্মু , আজকেও কি মজার কিছু হবে?”যদিও আমার মেয়ে পুরোপুরি কথা বলা শিখেনি এখনো, তবুও ওর কথা আমি বুঝতে পারি।

IMG_20241127_235930.jpg

মেয়ের কথা শুনে রান্নাঘরে ঢুকে দেখি, ফ্রিজে একটা টাটকা বাঁধাকপি রাখা। বাঁধাকপি সবসময় আমার খুব পছন্দের। এর মিষ্টি স্বাদ আর নরম-নরম টেক্সচার যেকোনো সাধারণ খাবারকে অসাধারণ করে তুলতে পারে।তখনই ঠিক করলাম, আজ দুপুরে বাঁধাকপি ভাজি করবো।গরম ভাতের সঙ্গে যা খেতে দারুণ লাগবে।

"বাঁধাকপি ভাজির উপকরণ "

নংউপকরণপরিমাণ
১.বাঁধাকপি কুচি১বাটি।
২.** রসুন কুচি**কয়েক কোয়া
৩.**পেয়াজকুচি **২ টি
৪.রসুন বাটা১ চামচ
৫.আদা বাটা১চামচ
সয়াবিন তেলপরিমাণ মতো
৭.হলুদ গুঁড়ো১চা চামচ
৮.**কাচা মরিচ কুচি **১২টি
৯.**ধনিয়া গুড়া **১চা চামচ
১০.লবনস্বাদ মতো
১১.ধনিয়া পাতা কুচিসাজানোর জন্য

"বাঁধাকপি ভাজির প্রস্তুত পদ্ধতি "

প্রথমেই আমি বাঁধাকপি টা খুব সুন্দর ভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। খেয়াল রাখতে হবে ধোয়ার পরে পানি যেন না থাকে এজন্য একটা ছাকনি ব্যবহার করতে হবে।

"বাঁধাকপি ভাজি করার পদ্ধতি "

IMG_20241128_000005.jpg

কড়াইতে তেল গরম করে প্রথমে পিয়াজ কুচি, রসুন কুচি ও কাঁচা মরিচ কুচি হালকা ভেজে নিতে হবে।ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে হলুদের গুড়া আর সেটা হালকা সোনালি হয়ে আসার পর যোগ করতে হবে রসুন আর আদা বাটা। গন্ধটা এমন মনোরম, যে মনে হচ্ছিল এখনই খেয়ে ফেলি!
পেঁয়াজ-রসুন ভাজা হয়ে গেলে কুচি করা বাঁধাকপি দিতে হবে।

IMG_20241128_000029.jpg

এরপর স্বাদমতো লবণ দিয়ে মাঝারি আঁচে রান্না করতে হবে। রান্নার মাঝখানে ঢাকনা খুলে দেখতে হবে, বাঁধাকপি কুচি গুলো এপাশ ওপাশ করে নেড়েচেড়ে দিতে হবে।আবারো ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে। এরপর কচি করা ধনেপাতাগুলো ছিটিয়ে দিতে হবে। রান্না হয়ে গেছে এবার পরিবেশন করতে হবে।

IMG_20241128_000108.jpg

"বাঁধাকপি ভাজি পরিবেশন "

IMG_20241128_000139.jpg

বাঁধাকপি ভাজি পরিবেশনের সময় একটা আলাদা তৃপ্তি কাজ করে। গরম ভাজি যখন থালায় তুলি, তার ওপর একটু ধনেপাতা ছড়িয়ে দিই—পুরো খাবারটা যেনও আরো সুন্দর লাগে। হাজবেন্ডের সামনে পরিবেশন করার সময় মনে হয়, এই সাদাসিধে পদটাই যেন একধরনের যত্ন আর ভালোবাসার প্রতীক।

"বাঁধাকপি ভাজির স্বাদ "

IMG_20241128_000206.jpg

বাঁধাকপি ভাজির স্বাদটা একদম ঠিকঠাক হয়েছে। মসলার ঝাঁঝ, তেলের হালকা মাখামাখি, আর কপির নিজস্ব মিষ্টি স্বাদ—সব একসাথে মিলে যেন একেবারে পারফেক্ট। ভাতের সঙ্গে মেখে খেতে গেলে মনে হয়, এটাই সবচেয়ে সহজ আর সেরা একটা খাবার। প্রতিবার খাওয়ার সময় মনটা বলে, এত সাধারণ একটা পদ হয়েও কীভাবে এত তৃপ্তি দিতে পারে!

  • যাইহোক,অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...

শীতকালীন সবজির মধ্যে বাঁধাকপি আমার কাছে ভীষণ প্রিয়,, হালকা গরম ভাতের সাথে বাঁধাকপি হলে আমার মনে হয় আর কিছুর প্রয়োজন হয় না,,, সম্পূর্ণ পোস্ট পড়ে বুঝতে পারলাম আপনার রান্নার হাত দারুন এবং খুব সুন্দর এবং ধৈর্য নিয়ে রান্নাটা শেষ করেছেন ,, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর ভাবে উপকরণ সহ উপস্থাপনা করার জন্য।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাবি এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।শীতকালীন সবজির মধ্যে বাঁধাকপি সত্যিই অতুলনীয়, বিশেষ করে ভাতের সাথে এর স্বাদ যেন আরও বেড়ে যায়।

আপনার এই প্রশংসা এবং উৎসাহ আমার রান্নার প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে দিল। আপনার মতামত পেয়ে সত্যিই ভালো লাগল!