আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভাল আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের দিনটা শুরু হয়েছে একদম আগেভাগে। সকাল সকাল উঠে আমি প্রথমেই রান্নাঘরে চলে গেলাম। আজকের নাস্তা ছিল রুটি আর তরকারি। আমার স্বামী অফিসে যাওয়ার আগে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে গেলো। আমি কাজ শুরু করলাম, কারণ গতকাল রাতেই অনেক কিছু রান্না করতে হয়েছিল এবং রান্নাঘরটা বেশ এলোমেলো হয়ে গিয়েছিল।কিন্তু আমি অনেক রাত পর্যন্ত কাজে ব্যস্ত ছিলাম এজন্য রান্নাঘরটা পরিষ্কার করতে পারিনি।
তাছাড়া রাতের বেলায় রান্না ঘড়টা সুন্দর করে পরিষ্কার করে রাখতাম।সকালে উঠেই আমি নাস্তা রেডি করে ভাবলাম যে এবার রান্নাঘরটা পরিষ্কার করে ফেলি। রান্নাঘরটা তাড়াতাড়ি পরিষ্কার করা শেষ করলাম।মেয়েটা এখনো ঘুমাচ্ছে, তাই আমি একটু অবসর পেলাম। ড্রইং রুম ও থাকার রুম দুটো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে মুছে ফেললাম, যেন সব কিছু ঝকঝকে দেখায়। গোছানোর জন্য সঠিক পরিবেশ খুব জরুরি, আর আমি সব সময়ই চাই আমার চারপাশ সুন্দর ও গোছানো থাকুক।
তবে এখানেই শেষ নয়। আমি একটু সময় পেয়ে গরুর দুধ ভিজিয়ে রাখলাম, ভাবলাম একটু গরম করে মেয়েকে খাওয়াবো। এরপরই মনে পড়লো গতকাল রাতে চাল কিনে আনতে বলেছিলাম। সেই চালের মধ্যে পোকামাকড় থাকতে পারে, তাই আমি চলে গেলাম চাল ঝাড়াতে। গ্রামে একে চাল ঝাড়া বলে, যেখানে চালের ভিতর থেকে সব ময়লা ও পোকামাকড় পরিষ্কার করা হয়। আর সেই কাজটা আমি খুব সুন্দরভাবে সেরে ফেললাম, যাতে রান্নার সময় কোন সমস্যা না হয়।
এদিকে, মেয়েটা উঠে এসে একটু খেতে চাইলো। আমি গরম দুধ নিয়ে তার সামনে বসিয়ে দিলাম। সে খাচ্ছিল, আর আমি তার সঙ্গে বসে ভাবছিলাম, যে কাজের ভিড়ে দিনের শুরুটা কেমন সুন্দর হয়ে যায়। সকাল বেলা সব কিছু সুষ্ঠুভাবে সেরে ফেললে পুরো দিনটা শান্তিতে কাটে।পাশাপাশি আমি একটু সময় নিয়ে দুপুরের রান্নার প্রস্তুতিও শুরু করলাম। ভাত, মাছ, ও তরকারি। রান্না করতে করতে কখনো কখনো মনে হচ্ছিল, এত কাজ কেন এত তাড়া? কিন্তু পরে বুঝলাম, সব কিছু যখন নিয়মিতভাবে করা যায়, তখন এমনই তো হয়। রোজকার কাজের মধ্যে সুখ রয়েছে।
যখন সব কাজ শেষ হয়ে গেল, তখন বুঝলাম, সব কাজ করার পর যখন শান্তি পাওয়া যায়, তা সত্যিই অন্যরকম।
এই হলো আজকের দিনটা, একদম সকাল শুরু হয়েছিল অন্যরকম ভাবে , সব কিছু সেরে সুন্দরভাবে কাটানো। সকাল বেলাটা সব কিছু সঠিকভাবে হয়ে গেলে সত্যিই ভালো লাগে।আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রান্নাঘর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই হলো গৃহিণীদের প্রধান কাজ। রান্নাঘর যদি এলোমেলো থাকলে কখনোই ভালো লাগে না ।
আমাদের বেশিরভাগ সময় কেটে যায় রান্না ঘরে । আমরা সব সময় চেষ্টা করি গুছিয়ে রাখার।
রান্নাবান্নার, সংসারের কাজ এবং সন্তানের পড়াশোনায় হলে মায়েদের কাজ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার কাছে মনে হয় ছোট বাচ্চারা যখন ঘুমিয়ে থাকে তখন কাজগুলো খুব তাড়াতাড়ি করলে ভালো হয় কেননা তারা যতক্ষণ ঘুমাবে ততক্ষণে আমাদের কাজ হয়ে যাবে কিন্তু তারা যখন জেগে থাকে তখন আমাদের কাজ করা অনেক বেশি টাফ হয়ে যায় অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ততা আমাদের সাথে তুলে ধরার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit