আসসালামু আলাইকুম,
শীতের দিন মানেই এক ধরনের বিশেষ অনুভূতি, যা আমাদের দৈনন্দিন জীবনকে আরও সুন্দর করে তোলে। বিশেষ করে মিষ্টি হাওয়া, ব্যস্ত সকাল আর নিরিবিলি দুপুরগুলো যেন অন্যরকম প্রশান্তি নিয়ে আসে। আজকের লেখাটি সেই শীতের একটি সাধারণ দিনের কাহিনি, যেখানে ব্যস্ততার মাঝেও মমতা আর তৃপ্তির ছোঁয়া লেগে থাকে। আশা করি, গল্পটি আপনার মনে একটি উষ্ণতার অনুভূতি এনে দেবে।
আজকের সকালটা শুরু হলো খুব ভোরে। শীতের সকালের মিষ্টি হাওয়া ঘুম ভাঙিয়ে দিল। বিছানা থেকে উঠে হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেলাম। সকালটা যেন বেশ ব্যস্ততার মধ্যে শুরু হলো। নাস্তার জন্য রুটি বানালাম। গরম তাওয়া থেকে একে একে রুটি নামাতে নামাতে মনে হলো, শীতের সকালের নাস্তার মজাই আলাদা। চা টা একটু বেশিই ঝাঁজাল করে বানালাম, শীত তো,নাস্তা সেরে হাজবেন্ডকে বিদায় দিলাম। তিনি অফিসের জন্য বেরিয়ে গেলেন।
আমি আবার নিজের কাজে মন দিলাম। শীতের দুপুর মানেই তরতাজা শাকসবজি দিয়ে রান্নার আনন্দ। সিম আর আলু দিয়ে একটা মজার তরকারি রান্না করলাম। একটু মাছ মিশিয়ে দিলাম, স্বাদ যেন আরও ভালো হয়। মসুর ডালও চড়িয়ে দিলাম, দুপুরের খাবারের জন্য। রান্নাঘরে কাজ করতে করতে জানালা দিয়ে বাইরে তাকালাম। শীতের কুয়াশা তখনো পুরোপুরি কাটেনি। দূর থেকে পাখির ডাক ভেসে আসছিল। সেই মিষ্টি শব্দগুলো যেন সারা বাড়িটা মাতিয়ে রেখেছিল।
রান্নার ফাঁকে ফাঁকে মেয়ের দিকে নজর রাখছিলাম। ও খেলার জন্য বায়না করছিল। ভাবলাম, রান্নার কাজটুকু সেরে একটু নিচে গিয়ে ওকে নিয়ে খেলি। দুপুরের দিকে মেয়েকে নিয়ে নিচে গেলাম। ওকে নিয়ে পার্কের দিকে হাঁটতে বের হলাম। রোদটা বেশ উজ্জ্বল ছিল, কিন্তু বাতাসে শীতের একটা মৃদু ছোঁয়া রয়ে গিয়েছিল। মেয়ে দৌড়াদৌড়ি করছিল, আমি বসে বসে তার খেলা দেখছিলাম। শীতের রোদে বসে ওর সেই আনন্দ দেখে নিজের শৈশবের কথা মনে পড়ে গেল।
খেলাধুলা শেষ করে যখন বাসায় ফিরলাম, তখন রান্নার কিছু কাজ বাকি ছিল। যা ছিল তা গুছিয়ে নিলাম। মেয়েকে খাইয়ে ওকে ঘুম পাড়ালাম। ছোট বাচ্চার যত্নের ফাঁকে নিজের জন্য একটু সময় বের করাই যেন কঠিন। তবে যখন ওর শান্ত মুখ দেখে ঘুমন্ত অবস্থায় দেখি, তখন মনে হয়, পৃথিবীর সব ক্লান্তি যেন নিমেষেই দূর হয়ে যায়।বিকেলের দিকে আবারও এক কাপ চা বানালাম। নিজের জন্য এই সময়টুকু যেন শীতের বিকেলের এক টুকরো শান্তি। চা টা হাতে বারান্দায় দাঁড়িয়ে বিকেলের ঠাণ্ডা হাওয়া গায়ে মাখলাম। সামনের গাছগুলোকে কুয়াশার চাদরে ঢাকা দেখে মনে হলো, দিনটা কেমন তাড়াতাড়ি শেষ হয়ে গেল।
আজকের দিনটাও শেষ হলো সেই চেনা কাজ আর আনন্দময় মুহূর্তগুলো দিয়ে। শীতের দিন মানেই ব্যস্ততা, কিন্তু তার মধ্যেও লুকিয়ে থাকে একরাশ শান্তি আর তৃপ্তি। আর দিনের শেষে যখন মেয়ের মাথায় হাত রেখে ওর পাশে শুয়ে পড়ি, তখন মনে হয়, জীবনটা সত্যিই সুন্দর।জীবনের প্রতিটি দিনই একেকটি গল্প। আমাদের প্রতিদিনের কাজগুলো আর ছোট ছোট আনন্দের মুহূর্তগুলোই তো জীবনের প্রকৃত সৌন্দর্য। শীতের দিনগুলো আমাদের এই সৌন্দর্য আর স্মৃতিকে আরও বেশি গভীর করে তোলে। গল্পটি পড়ে যদি আপনাদের মনে কিছুটা ভালো লাগা জাগে, তবে সেটাই হবে আমার লেখার সার্থকতা।
শীতকালের মিষ্টি সকালটা সকলেরই খুব ভালো লাগে। তবে ঘুম থেকে ওঠার পর কাজের ব্যস্ততার শেষ থাকে না। শীতকালে বিভিন্ন রকমের টাটকা শাকসবজি দেখে সকলেরই খুব লোভ লাগে। কোনটা ছেড়ে কোনটা রান্না করব নিজেরাই ঠিক করে উঠতে পারিনা। আপনিও সিম আলু মাছ দিয়ে সুন্দর একটা তরকারি রান্না করেছেন। বাড়িতে বাচ্চা থাকলে তার খেয়াল তো রাখতেই হবে। আপনার সারাদিনের ব্যস্ততা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শীতের মিষ্টি সকাল অনেক সুন্দর। কিন্তু কর্মব্যস্ততার জন্য সেই সকাল উপভোগ করা যায় না ।সকাল বেলায় মেয়েকে নিয়ে বের হতে হয় স্কুল -কলেজের উদ্দেশ্য বেরিয়ে পরা।
শীতের সবজি খেতে আমিও ভীষণ ভালো বাসি। ছোট বাবুটার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শীতের সকালটা আমাদের মিষ্টি হওয়ার মাধ্যমেই কাটিয়ে দিতে হয় আর শীত মানেই হচ্ছে তরতাজা শাকসবজি যেটা আমরা রান্না করে খেতে অনেক বেশি পছন্দ করি তবে সংসারের কাজে আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়ি মাঝে মাঝে দেখা যায় নিজের বাচ্চাকেও সময় দেয়ার মত সময় আমাদের থাকে না তবে আপনি বেশ ভালো করেছেন নিজের কাজকর্ম শেষ করে নিজের বাচ্চাকে কিছুটা সময় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার একটা দিনের কার্যক্রম শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিদিনের মতোই সকালে উঠে ছিলাম আর দায়িত্ব নিয়ে সকলের নাস্তা তৈরি করেছেন এছাড়াও দুপুরের রান্না ।।। শীতের মধ্যে রোদের দেখা পেলে কি যে ভালো লাগে মেয়েকে নিয়ে বেশ কিছুটা সময় পার্কে অতিবাহিত করেছেন।। সব মিলিয়ে সুন্দর একটি দিন উপভোগ করেছেন।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
TEAM 2
Congratulations! Your Post has been upvoted through @steemcurator04.Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you so much @fombae sir
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit