আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আজও আমার দিনটি বেশ কর্মব্যস্ততার মধ্য দিয়েই কাটালাম। শীতের সকালে খুব ভোরে উঠে দিনটা শুরু করেছিলাম, তাই আজকের দিনটি আপনাদের সঙ্গে শেয়ার করতে মন চাইল।
সকাল শুরু হলো শীতের কুয়াশা মাখা পরিবেশে। প্রতিদিন সকালে উঠার অভ্যাস থাকায় ঘুম থেকে উঠতেই চারপাশের স্নিগ্ধতা মনকে চমৎকার এক প্রশান্তি এনে দিল। প্রথমেই ফজরের নামাজ আদায় করে নিলাম। নামাজ শেষে কিছু সময় কুরআন তেলাওয়াত করলাম। এরপর ঘর ঝাড়ু দেওয়া আর রান্নাঘরে ঢুকে সকালের নাশতার জন্য রুটি ও তরকারি তৈরি করা শুরু করলাম। শীতের সকালে রান্নাঘরের কাজগুলো করতে গিয়েও যেন অন্যরকম তৃপ্তি কাজ করে।
এদিকে আমার হাজব্যান্ড সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করার জন্য টেবিলে এসে বসলো। আমি তাড়াতাড়ি করে টেবিলে নাস্তা দিলাম, আমার হাজব্যান্ড নাস্তা সেরে অফিসে চলে গেল সেই সাথে আমিও নাস্তা সেরে সংসারের বাকি কাজগুলোতে মন দিলাম। কাপড় ধোয়া থেকে শুরু করে ঘরের কিছু জিনিসপত্র গোছানো, সব কিছু ঠিকঠাক করতে গিয়ে সময় কখন যে গড়িয়ে দুপুর হয়ে গেল বুঝতেই পারলাম না। দুপুরে রান্নার প্রস্তুতি নিতে গিয়ে মনে হলো, দিন যতই ঠান্ডা হোক না কেন, কাজের মধ্যেই জীবনের উষ্ণতা লুকিয়ে থাকে। পরিবারের জন্য ফুলকপি দিয়ে পছন্দের একটা পদ রান্না করলাম। খাওয়া শেষে মেয়ে আর তার বাবার জন্য আলাদা কিছু ফল কেটে রাখলাম।
দুপুরে খানিকটা বিশ্রামের জন্য শুতে গিয়েছিলাম, কিন্তু মেয়ে তখনও ঘুমাতে চাইছিল না। তাই তাকে ঘুমানোর চেষ্টা করাতে করাতে আমার বিশ্রাম নেওয়া আর হলো না। এরপর বিকেল গড়িয়ে আসলো, এবং ভাবলাম এবার মেয়েকে নিয়ে একটু বাইরে বের হবো। একটানা সারাদিন বাসার ভেতর মেয়েকে নিয়ে থাকা একদমই উচিত নয়। এসব ভাবতে ভাবতে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচে চলে গেলাম। শীতের বিকেলে হাঁটতে বের হওয়া যেন এক ধরনের অভ্যাসে পরিণত হয়েছে। চারপাশের ঠান্ডা হাওয়া আর শিশির মাখা সবুজ ঘাসে হাঁটতে হাঁটতে সময়টা বেশ ভালো কাটলো।সেই সাথে আমার মেয়ে টেনে নিয়ে গেল তার পছন্দের জায়গায়। আমার মেয়েটা স্লিপারে উঠতে ভীষণ পছন্দ করে। বাইরে নিয়ে আসলেই একদম টেনে এই স্লিপারে নিয়ে আসে।
বিকেলের হাঁটা মেয়ের খেলাধুলা শেষে আবার বাসায় ফিরে এলাম। এরপর সন্ধ্যার নামাজ আদায় করে নিজের জন্য কিছু সময় বের করলাম। শীতের সন্ধ্যায় চায়ের কাপ হাতে নিয়ে জানালার পাশে বসে ভাবলাম এমন ছোটখাটো কাজ আর মুহূর্তগুলোই আমাদের জীবনকে রঙিন করে তোলে।আজকের দিনটা এভাবেই কেটে গেল। শীতের সকাল থেকে শুরু করে সন্ধ্যার নীরবতা পর্যন্ত সবকিছুতেই যেন একধরনের প্রশান্তি ছিল। আমি জানি, এসব ছোট ছোট কাজ, পরিবারের যত্ন নেওয়া, নিজের জন্য সময় বের করা এসবই আমাদের জীবনের আসল সৌন্দর্য। আল্লাহ আমাদের সবাইকে এমনই সুন্দর দিনগুলো উপহার দিন।
যাইহোক আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।
মিরাকে দেখে অনেক ভালো লাগলো, মিরা আগের থেকে এখন অনেক সুস্থ হয়ে উঠেছে। আমি মনে করি, আপনি সত্যিই বলেছেন মেয়েদের সংসারের ছোট ,ছোট কাজের সাথে আনন্দ খুঁজে বের করতে হয়। তাতে পরিবারের সুখ বয়ে আনে। আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো ভালো থাকবেন। সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শীতের সকালে ঘুম থেকে উঠলে সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করা যায়, তবে সেটা গ্রামে অনেক বেশি সুন্দর ভাবেই উপভোগ করা যায়। কেননা চারপাশ কুয়াশা ঘেরা পথ দিয়ে হাঁটতে অনেক বেশি ভালো লাগে।
দিন ছোট হওয়ার কারণে ছোট বাচ্চারা এখন আর ঘুমাতে চায় না। আসলে তারা ঘুম থেকে উঠতেই সকালেই অনেক দেরি করে যার কারণে দুপুরের দিকে তাদের ঘুম আর হয় না, আমাদেরও স্বস্তি এবং ঘুমের সময়টা নষ্ট হয়ে যায়। যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনার একটা জিনিস কার্যক্রম উপস্থাপন করার জন্য, ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit