The January Contest#1 by sduttaskitchen| Me and my city!

in hive-120823 •  16 days ago  (edited)

আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের সাথে আমার প্রিয় শহর এবং তার সাথে সম্পর্কিত কিছু স্মৃতি শেয়ার করতে যাচ্ছি, যেগুলো আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাই আমাদের প্রিয় এডমিন ম্যামকে, এই চমৎকার প্রতিযোগিতা তে আয়োজন করার জন্য। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে আমরা নিজেদের শহর এবং তার ইতিহাস সম্পর্কে সবাইকে জানাতে পারি এবং আমাদের অনুমতি শেয়ার করতে পারি। শুরুতেই আমি আমার তিনজন বন্ধুকে আমন্ত্রণ জানাই,

@tanay123, @karobiamin71, @sampabiswas

"What makes your city special"

IMG_20250105_114025.jpg

আমার শহর, বিশেষ কারণ এটি একটি শান্তিপূর্ণ এবং ঐতিহ্যবাহী স্থান। এখানে প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহাসিক স্থান এবং আধুনিক সুবিধাগুলি সুন্দর সমন্বয়ে রয়েছে। শহরের মানুষ একে অপরকে খুব সম্মান এবং ভালোবাসা দিয়ে দেখে যা এই স্থানটিকে আরও বিশ্বাস করে তোলে। এখানকার পার্ক বাগান এবং সবুজ পরিবেশ আমাকে প্রতিমুহূর্তে আনন্দ দেয়।

"Share a few nostalogic memories related to your native place"

IMG_20250105_122958.jpg

আমার শহরে বেড়ে ওঠা অনেক সুন্দর স্মৃতি রয়েছে। ছোটবেলায়,আমি আর আমার বান্ধবীরা শহরের পার্কে একসাথে সময় কাটাতাম। সেখানে হাঁটাহাঁটি, গল্প করা,একটা গাছের সঙ্গে রশি টানিয়ে দোল খাওয়া এবং প্রকৃতির মাঝে মজা করা ছিল আমাদের প্রিয় কাজ। বিশেষত, শহরের একটি বড় পার্কে গাছের নিচে বসে আমরা অনেক সময় আনন্দের মুহূর্ত কাটিয়েছি। সেসব মুহূর্ত আজও আমার মনে খুব উজ্জ্বল।

"What's the distinction you see in your city now and then?Share"

IMG_20250105_113946.jpg

আমার শহর এখন অনেক বদলে গেছে। আগে শহরটি অনেক নিরিবিলি ছিল, রাস্তাঘাট ছিল কিছুটা অপ্রতিষ্ঠিত। কিন্তু আজ শহরটি আধুনিক প্রযুক্তি এবং উন্নত অবকাঠামো দ্বারা পূর্ণ হয়ে উঠেছে। নতুন বিল্ডিং উন্নত রাস্তা শপিংমল এবং স্কুল গুলো সবই শহরের উন্নতির নিদর্শন। তবে সবচেয়ে ভালো বিষয় হলো, শহরের ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য আজও অটুট রয়েছে।আমি মনে করি শহরের পরিবর্তনের সাথে তার শান্তিপূর্ণ মনোভাব এবং পুরনো স্মৃতি আজও জীবিত রয়েছে।

"শেষ কথা "

আমার শহর, আমার জীবন,আমার গর্ব। যদিও সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে গেছে কিন্তু আমার শহরের ঐতিহ্য সংস্কৃতি এবং তার মানুষের ভালবাসা কখনোই পরিবর্তিত হবে না। আমি আশা করি আজকের এই স্মৃতিচারণ আপনারাও কিছুটা হলেও অনুভব করতে পেরেছেন আমার শহরের প্রতি আমার ভালোবাসা। আমি আবারো ধন্যবাদ জানাতে চাই আমাদের এডমিন ম্যামকে আমাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

নতুন বছরের শুভেচ্ছা রইলো।
আমরা যে শহরে বেড়ে উঠি সেই শহরের প্রতি একটা আলাদা টান জন্মায়। মায়ের সাথে যেমন নাড়ির টান হয়তোবা ঠিক তেমনি। আমরা যত বড়োই হয় না কেন কিংবা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন সেই শহরের নাম শুনলে যে অনুভূতি হয় সেটা আর নন জায়গার নাম শুনলেই হয় না।
আমাদের বড়ো হওয়ার সাথে সাথে আমাদের শহরও পাল্টাতে শুরু করে। যেখানে হয়তো একসময় খোলা মাঠ ছিল সেখানে হয়তো এখন বহুতল ভবন কিংবা বিশাল শপিং মল গড়ে উঠেছে। যা দেখলে বুকের মাঝে কেমন জানি একটা চিনচিনে ব্যাথা অনুভব হয়। সেই অতি পরিচিত শহরের অতি পরিচিত অনেক মুখ যেমন হারিয়ে গেছে তেমনি পরিচিত জায়গাগুলিও সময়ের সাথে সাথে হারিয়ে যায়।
প্রতিযোগিতায় আপনার সফলতা কামনা করছি।

জি আপু আপনি একদম ঠিক বলেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

আসলে আমাদের শহর আগে যতটা নিরিবিলি এবং সুন্দর ছিল। বর্তমান সময়ে যদিও সৌন্দর্য টা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে কিন্তু জনগণ কোলাহল অনেক বেশি বেড়ে গেছে। বর্তমান সময়ে শহর অঞ্চলে যারা বসবাস করে, তারা বুঝতে পারে ঘন্টার পর ঘন্টা জ্যামের মধ্যে পড়ে থাকার কষ্ট কতটুকু। তারা বুঝতে পারে ঢাকা শহরে ঘুম থেকে ওঠার পরে চারপাশে কোলাহল কতটুকু।

তবে তার পরেও আমাদের সবার আমাদের প্রাণকেন্দ্র যেখানে গড়ে উঠেছে হাজারো মানুষের কর্মসংস্থান। এজন্য আমরা অবশ্যই আমাদের শহরকে অনেক বেশি ভালোবাসি। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতার প্রতিটা প্রশ্নের উত্তর এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Loading...

নতুন বছরে, নতুন কনটেস্টে অংশগ্রহণ করেছেন। দোয়া করি আপনার জন্য আপু ,আপনি যেন প্রথম স্থান অধিকার করেন। আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। আপনি অনেক সুন্দর ভাবে। শহরটির বিবরণ দিয়েছেন, আপনার পোস্টটি পড়ে আরেকটি বিষয় আমি জানতে পারলাম। আপনি দোলনায় দুলতে অনেক পছন্দ করেন। আমিও যখন স্কুলে পড়তাম তখন দোলনায় ওঠার জন্য সকাল ছয়টার দিকে স্কুলে চলে যেতাম। যদি স্কুলে সকালবেলা না যাইতাম, তাহলে দোলনার জন্য সিরিয়াল ধরতে হতো। আপনার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন ,সুস্থ থাকবেন ,আল্লাহ হাফেজ আপু।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আমার পোস্টে এত সুন্দর ভাবে মন্তব্য করার জন্য।

আপু আপনার পোস্টতে আপনার শহরের বর্ণনা শুনে আমার নিজের শহরেরে চিত্র চোখের সামনে ভেসে উঠতেছিলো। আপনার পোস্টটি পড়ে জানতে পারলাম আপনার শৈশব বেশ আনন্দে কাটিয়েছেন। আপনি ঠিক কথাই বলেছেন আমাদের আগের শহর এখন আর আগের মতো নেই। অনেক উন্নত হয়েছে।

আপনি যেন এই কনটেস্ট এ প্রথম হতে পারেন এই প্রার্থনা করি। ভালো থাকবেন।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Only original pictures and source photos are not allowed.

  • প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার পোস্ট পড়তে আমি বরাবর খুব ভালোবাসি। আপনার শহরের প্রতি আপনার অনুভূতি লেখার মধ্যে স্পষ্ট ভাবে আপনি ফুটিয়ে তুলেছেন। তবে যে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পূর্বে প্রতিযোগিতার নিয়ম গুলো অবশ্যই ভালোভাবে পড়ে নেবেন। নিয়মাবলীর মধ্যে এটাও ছিল আপনাকে শুধুমাত্র আপনার ক্যামেরা দিয়ে তোলা ছবি ব্যবহার করতে হবে, সোর্স থেকে নেওয়া কোনো ছবি নেওয়ার অনুমতি নেই। তবে আপনি আপনার পোস্টে সোর্স থেকে ছবি ব্যবহার করেছেন। আশা করি পরবর্তী সময়ে যখনই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন এই বিষয়গুলো খেয়াল রাখবেন। ভালো থাকবেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Saludos amigo

Hablas muy emotivo sobre lo especial que era una tu ciudad, tu país Bangladesh tiene lugares muy hermosos por eso imagino que hablás tan bien de tu ciudad.

Tienes razón aunque las ciudades tengan muchos cambios con el paso del tiempo, su cultura y la grandeza de su gente nunca cambian.

Buena suerte con tu participación

Thank you