মেসির 800তম গোল

in hive-120823 •  2 years ago 

হ্যাল্লো,

অনেকদিন পর আবার আপনাদের সামনে একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি।আশাকরি আপনারা সবাই ভালো আছেন তার সঙ্গে সঙ্গে সুস্থ আছেন এই কামনা করি। আমি বেশ কয়েকদিন এই প্ল্যাটফর্ম এ লিখতে পারিনি ।

4-5 দিন আগে আমি মাঠে ফুটবল খেলতে গিয়ে হাতের ভরে পরে গিয়ে আমার হাত এ লেগে গিয়েছিল।দিয়ে খুব ব্যাথা ছিল হতে ঠিকঠাক খেতে পারিনি আর লিখতেও পারিনি।এখন ঠিক আছি আর লিখতেও পারছি তাই আবার লেখা শুরু করলাম।

এবার টপিক এ আসা যাক তাহলে।আজকে সকালে ভারতীয় সময় 5 টাই আর্জেন্টিনার এর সঙ্গে পানামার ম্যাচ ছিল।রাত্রে রোনালদো একটা দুর্দান্ত ফ্রিকিক এ গোল করেছে।এখন মেসির পালা।সবাই মেসির দিকে তাকিয়ে।

IMG_20230324_165634.jpg

মেসি

বিশ্বকাপ জেতা ধরতে গেলে 3 মাস হয়ে গেলো।ততদিন এ আর্জেন্টিনার একটা ম্যাচ ও হয়নি।আজকের ম্যাচ টায় হলো আর্জেন্টিনার প্রথম ম্যাচ বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে।নিজেদের বুকের মাঝে জার্সি তে বিশ্বকাপ এর চিহ্ন নিয়ে প্রথম মাঠে নামা। স্টেডিয়াম পুরো ভর্তি ছিল।সবাই বিশ্ব চ্যাম্পিয়নদের ওয়েলকাম জানায় একদম অন্তর থেকে।একটা আলাদাই মহল তৈরি ছিল monumental stadium এ।

একদম 5 টার সময় খেলা শুরু হলো।বিশ্বকাপ এ আর্জেন্টিনার যেমন ফরমেশন ছিল তেমনি ফরমেশন আর টীমের প্লেয়ার গুলো একই ছিল।সবার চোখ সেই মেসির দিকেই ছিল।যে নিজের সঙ্গে সঙ্গে সবার স্বপ্ন পূরণ করেছিল যারা ওই মুহূর্তের আসায় বসে ছিল।

IMG_20230324_165705.jpg

De Paul ও Messi

মেসির মোট 799 টা গোল আছে এই ম্যাচের আগে।আর দেশের হয়ে মেসির গোল আছে 98 টা।তাই আর একটা নতুন রেকর্ড গড়ার মুখে সবার প্রিয় যার ডাক নাম লা পুলগা অর্থাৎ মেসি।

খেলা শুরু হওয়ার পর আর্জেন্টিনা একটা ফ্রিকিক পাই।আমি ভাবলাম এবার গোল হবেই।কিন্তু দূর ভাগ্য বল বার এ লেগে চলে আসলো।কি আর করা যাবে। এই ভাবে পানামার প্লেয়ার গুলো মেসি আর আর্জেন্টিনা কে অনেকক্ষন আটকে রাখলো।

তারপর 80 মিনিটের মাথায় আবার ফ্রিকিক এবং সেটাও বার এ লেগে ফিরে আসলো কিন্তু থিয়াগো আলমাদা সেই জায়গা ছিলেন ফিরতি বল কে গোল এ ঢুকিয়ে দিলেন।

IMG_20230324_165737.jpg

Free kick

তারপর এই সেই মুহূর্ত এলো সবার কাছে যেটার জন্য সবাই অপেক্ষা করছিল এতক্ষন ধরে।মেসির ফ্রিকিক একদম কোন দিয়ে গোল এ ঢুকলো। আর শেষ পর্যন্ত মেসির 800 টা গোল হয়ে গেলো সবাই খুশি আর আমিও খুশি।এর পরের ম্যাচ হয়তো দেশের হয়ে 100 টা গোল হয়ে যাবে এই আসায় রইলাম।আজকের মত এই টুকু।

.....ধন্যবাদ.....

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আমি নিজেই মেসির ভক্ত আর মেসিকে নিয়ে আমরা অনেক গর্ব করি কেননা সে প্রতিটা ম্যাচ অসম্ভব সুন্দর খেলে থাকে ৷ তার দলের জন্য সে অনেক পরিশ্রম করে থাকে ৷ এই বারের বিশ্বকাপ পেয়ে আমরা অনেক খুশি হয়েছি ৷

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ৷

মেসি হলো একজন ম্যাজিশিয়ান। মেসি হলো রেকর্ড গড়ার কারিগর। সব রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড করার জন্যই তার সৃষ্টি হয়েছে। আর্জেন্টিনা বনাম পানামার সেই ম্যাচটিতে মেসির একটা নতুন রেকর্ড হয়। ৮০০ তম গোলের রেকর্ড। দুর্ভাগ্যবশত কয়েকটা ফ্রি কিক বারে লেগেছিল। কিন্তু ওই বললাম মেসি হল ম্যাজিশিয়ান। শেষমেষ ফ্রি কিক থেকে একটি গোল করে তার নতুন রেকর্ড গড়ে ফেলল। আমি আর্জেন্টিনার সাপোর্টার শুধুমাত্র মেসির জন্যই। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য।

Messi es un grande del deporte, representa con orgullo a un país, pero es muy querido por muchas personas de países diferentes, muchos niños sueñan con seguir sus pasos. Aunque soy venezolana Messi es uno de mis jugadores favoritos.

Gracias por compartir este post con nosotros y así celebrar el gol 800 de este gran deportista.

মেসি সাধারণত দুর্দান্ত খেলে এটা আমরা সবাই জানি তবে আমি ফুটবল খেলা দেখি না সবার মুখে শুনি কারণ আমার বড় ছেলেও আর্জেন্টিনার একজন ভক্ত শিক্ষক পছন্দ করে।

যাইহোক আপনি দেখছি মেসিকে নিয়ে বেশ ভালো একটা লেখা আমাদের সাথে উপস্থাপন করেছেন ফ্রি ঠিক সবকিছুই আপনার পোস্টে লিখেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা লেখা মেসেজকে নিয়ে আমাদের সাথে উপস্থাপন করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।