"The weekly job I concluded being a Co-Admin"

in hive-120823 •  10 days ago 
3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1RqtRJTJHp1nEgjk8cMUEtE3jD98X4MES5frvUWDHZxHg61nUoULZZ99N1Sc...3WCBVcNcL6AR9C5dG2Nt8J7rJ2frzx5nQqgFXgm5N91ukmUurnygfJwY6MJoSLwXaNyE8Bd4HfaxS38eihPmZ38hyvcGXBn7bJqZ7Rtz52Ey1UZQ38Y5nYyGge.png
"Edited by canva"

Hello,

Everyone,

আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের দিনটি আপনাদের সকলের বেশ ভালো কেটেছে।

আজ অনেকগুলো দিন পরে বাড়িতে ফিরে বেশ ভালো লাগছে। আসলে হসপিটাল এমন একটা জায়গা যেখানে থাকতে কারোরই ভালো লাগে না। তবুও গত কয়েকদিন বেশিরভাগ সময়টাই সেখানে কেটেছে।

আজ আমার সপ্তাহিক মডারেটরের উপস্থাপনের দিন, তাই আজ অন্য কোনো কথা নয়। গত সপ্তাহে তেমন বিশেষ কোনো কাজ করতে না পারলেও, যতটুকু কাজ করেছি সেটা আজ এই রিপোর্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। চলুন তাহলে শুরু করি, -

1672344690977_010726.jpg

"কমিউনিটিতে চলমান কনটেস্ট"

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1TvPxBRY79CCRQp7LBeFhjtTYjcaNpMtsx2ADJJMFxoPKi9oGT7itfZQVpCTmUEKZ5JekGguciVmc2yYi.png

"কমিউনিটি কনটেস্ট"

7ynYBCHn3PDVgQ43YaC2yVhHDTXKKaWwdDSStfC4eRrVUA9CrjDr2wXokkzSk1eChmPhh8Gswcda6CFDHCY4V8xC5CWsBRPEAVLcX1TpXhT236nr4PmM2XUNcLKRJP6TFhrKXpKW4hU95js9JnZdKyJpS6SnVVnnsYxDquqhNm7GeQQuvCNZxQ7rGu2JUo8cwfnEtF9aA29RQf8sQ8Np4vvtz9qahamZTyp.jpeg

"কমেন্ট কনটেস্ট"

বর্তমানে কমিউনিটি কর্তৃক আয়োজিত একটি কনটেস্ট কমিউনিটিতে চলছে। তারপর পাশাপাশি আমাদের মডারেটর @nishadi89 কর্তৃক আয়োজিত একটি কমেন্ট কনটেস্টও চলছে। আশা করছি সেটি আপনাদের মধ্যে অনেকেই দেখে থাকবেন। দুটি কনটেস্টের ক্ষেত্রে অবশ্যই অংশগ্রহণ করার জন্য প্রয়োজনীয় নিয়মাবলী গুলো পড়ে নেবেন। আর সেই নিয়মাবলী গুলো মেনে তবেই সঠিক ভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। আপনাদের সকলের জন্যে অনেক শুভকামনা রইলো। আপনাদের জন্যে লিঙ্ক দুটি আরও একবার নিচে দিলাম, -

কমিউনিটি কনটেস্ট

Contest Alert ⚠️️

1672344690977_010726.jpg

"সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট"

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPomPVUv85hckuDgfzzvxxn2jW6FiHSSmyFZgGHhtWGHKi7kwoiPG48oSVgXV5...dS5pRudm1kNxNh9hFjivXaajJzyk44n5zQqkXKpGWBPuCqYe7nApe9xsw991wrLmzbtULDSiKxVLL3Kw3V2fE9zHqt6Xc9xJA6REHUgv3C7J6wC9ViieFszpZ4.png

এই সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্ট যথাসময়ে উপস্থাপন করেছিলাম ঠিকই, তবে সেখানে নিজের এনগেজমেন্ট যথেষ্ট লজ্জাজনক ছিলো। আমার মতন এমন অনেকেই রয়েছেন যাদের এনগেজমেন্টের সংখ্যা নিম্নমুখী। তবে আশা করছি সকলেই নিজেদের এনগেজমেন্ট বৃদ্ধি করে পরবর্তী সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্টে, নিজেদের নামের পাশে পোস্টের সংখ্যার পাশাপাশি কমেন্টের সংখ্যাও অনেকটা বৃদ্ধি করতে পারবেন।

এনগেজমেন্ট রিপোর্ট

1672344690977_010726.jpg

"পোস্ট ভেরিফিকেশন"

গত সপ্তাহে আমার পক্ষে তেমনভাবে পোস্ট ভেরিফাই করা সম্ভব হয়নি। তবে গত কয়েকদিন সময়টা কিছুটা পরিবর্তন করে নেওয়ার কারণে, হসপিটালে বসে দিনের মধ্যে সময় পেলে কয়েকটা পোস্ট ভেরিফাই করেছি।

IMG_20250124_010909.jpg

স্টিমিট প্ল্যাটফর্মে জিপিটি, এ আই ও প্লাগিয়ারিজম নিষিদ্ধ এটা বোধহয় শুরুর দিন থেকে সকলেই জানেন। তৎসত্ত্বেও বেশ কিছু ইউজারের পোস্টে মাঝে মধ্যে জিপিটি লক্ষ্যিত হয় সেক্ষেত্রে বিষয়টি তাদেরকে অবগত করার জন্য ভেরিফিকেশনের মাধ্যমে জানানো হয়।

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1PJU7H6HMi15VNfbNF6efjvjFnGTdD1AYLMrre2rZi6fF6Mf5LJpBnoK2rApZimUajkGQ4YocwLopdQhC.png

IMG_20250124_010923.jpg

আরও একটা বিষয় সম্পর্কে বেশ কিছু ইউজারের মধ্যে উদাসীনতা লক্ষ্য করেছি, সেটি হলো ছবির ব্যবহার। ছবির ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়মাবলী আমাদেরকে মেনে চলতে হয়, সেটা সম্পর্কে হয়তো অনেকেই অবগত। তবে যারা নন তাদেরকে শুরুতে বিষয়গুলি সম্পর্কে ধারণা স্পষ্ট করতে হবে।।তারপরেই সঠিক নিয়ম মেনে ছবি ব্যবহার করা উচিত। ভেরিফিকেশন মানে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো লক্ষ্য করা, যেটা আমি গত কয়েক দিনের মধ্যে করেছি এবং বিষয়গুলো সম্পর্কে কমেন্টের মাধ্যমে জানিয়েছি।

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1PJU7H6HMi15VNfbNF6efjvjFnGTdD1AYLMrre2rZi6fF6Mf5LJpBnoK2rApZimUajkGQ4YocwLopdQhC.png

IMG_20250124_010851.jpg

এছাড়া কনটেস্টে অংশগ্রহণকারী অনেক ইউজারের পোস্ট ভেরিফিকেশন করতে গিয়ে চোখে পড়েছে, তারা কনটেস্টে উল্লেখিত নিয়মাবলী গুলো সঠিকভাবে না পড়েই অংশগ্রহণ করেছেন, যেটা একেবারেই অনুচিত। যে কোনো কনটেস্ট হলে সেখানে নির্দিষ্ট কিছু নিয়মাবলী দেওয়া থাকে, আমাদের প্রত্যেকের উচিত সেই নিয়মাবলী গুলো পড়ে, সেগুলো অনুসরণ করে, কনটেস্টে অংশগ্রহণ করা। তাহলেই হয়তো আমাদের অংশগ্রহণগুলো প্রকৃতভাবে মূল্যায়িত হবে। আশাকরি সকলেই বিষয়গুলো মনে রাখবেন।

1672344690977_010726.jpg

"কমিউনিটির সদস্য হিসেবে পালিত আমার কার্যাবলী"

গত সপ্তাহের সঠিকভাবে প্রতিদিন নিজের লেখা পোস্ট আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হয়ে ওঠেনি, এই কমিউনিটির তথা এই প্লাটফর্মের একজন ইউজার হিসেবে যেটা আমার সর্বপ্রথম কর্তব্য। তবে আশা করছি এরপর থেকে এর অন্যথা হবে না। আসলে কিছু কিছু পরিস্থিতি আমাদের জীবনে তৈরি হয়, যেগুলো আমরা এড়িয়ে চলতে পারি না। যাইহোক গত সপ্তাহে আমি কি কি পোস্ট আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তার সংক্ষিপ্ত বিবরণ নিচে দিলাম।

No.DateTitleThumbnail
01.17-01-2025"The weekly job I concluded being a Co-Admin"3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1RqtRJTJHp1nEgjk8cMUEtE3jD98X4MES5frvUWDHZxHg61nUoULZZ99N1Sc...3WCBVcNcL6AR9C5dG2Nt8J7rJ2frzx5nQqgFXgm5N91ukmUurnygfJwY6MJoSLwXaNyE8Bd4HfaxS38eihPmZ38hyvcGXBn7bJqZ7Rtz52Ey1UZQ38Y5nYyGge.png

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1PJU7H6HMi15VNfbNF6efjvjFnGTdD1AYLMrre2rZi6fF6Mf5LJpBnoK2rApZimUajkGQ4YocwLopdQhC.png

No.DateTitleThumbnail
02.18-01-2025"বিগত কয়েক দিন"JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81C3DAnotXNjKghx4Tx1xpD6mzb3c7psQtMQ1WsVprtnwExNL55AywyxcaUmJoxdYLgRBGqhq9M5tGibRizuxDAXfCnMYS.jpeg

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1PJU7H6HMi15VNfbNF6efjvjFnGTdD1AYLMrre2rZi6fF6Mf5LJpBnoK2rApZimUajkGQ4YocwLopdQhC.png

No.DateTitleThumbnail
03.20-01-2025"INCREDIBLE INDIA WEEKLY ENGAGEMENT REPORT"3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPomPVUv85hckuDgfzzvxxn2jW6FiHSSmyFZgGHhtWGHKi7kwoiPG48oSVgXV5...dS5pRudm1kNxNh9hFjivXaajJzyk44n5zQqkXKpGWBPuCqYe7nApe9xsw991wrLmzbtULDSiKxVLL3Kw3V2fE9zHqt6Xc9xJA6REHUgv3C7J6wC9ViieFszpZ4.png

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1PJU7H6HMi15VNfbNF6efjvjFnGTdD1AYLMrre2rZi6fF6Mf5LJpBnoK2rApZimUajkGQ4YocwLopdQhC.png

No.DateTitleThumbnail
04.21-01-2025"আমার বর্তমান মানসিক পরিস্থিতি"JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7ycXmGX3wKFPUM6LTyE86bUgDqvvztNuig5QSkaLu5A7twzaNEfoDrzGtR2ZwvcemyhFLa7eMkDTznBNzfhkv8CYSYNh8S.jpeg

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1PJU7H6HMi15VNfbNF6efjvjFnGTdD1AYLMrre2rZi6fF6Mf5LJpBnoK2rApZimUajkGQ4YocwLopdQhC.png

No.DateTitleThumbnail
05.22-01-2025"নতুন বন্ধুত্বের গল্প"JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yEYJXc6evUXXNhc1VpHdHKLweriLFZiSuUt72YXNE5XsZ7frsQJ9QAdrjQ2sKDB77rvu5ZjFFYVgZdLLt3VuLRL18Kqjc.jpeg

1672344690977_010726.jpg

"উপসংহার"

এই ছিলো এই সপ্তাহের সাপ্তাহিক রিপোর্ট যেখানে সপ্তাহিক কার্যাবলীর সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সাথে শেয়ার করলাম। সত্যি কথা বলতে দায়িত্ব অনেকখানি কমে গেছে তৎসত্ত্বেও সকল কাজগুলো কেমন যেন গুছিয়ে উঠতে পারছি না। তবে আশা করছি আগামী কাল থেকে পূর্বের মতো আপনাদের সাথে যুক্ত থাকতে পারবো। যাইহোক রিপোর্ট সংক্রান্ত আপনাদের মতামত মন্তব্যের মাধ্যমে জানানোর অনুরোধ রইলো। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।

5c08ed51-26dc-462f-94f6-6f9e6e0fa2b4.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার দিনগুলো হসপিটাল আর বাড়ির মধ্যে কেটে যাচ্ছে। আসলে পরিবারের মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে তখন তাদেরকে সেবা করতে করতে, একটা সময় দেখা যায় নিজের মধ্যেও একটা অসুস্থতা চলে আসে। বিগত প্রায় দুই বছর আপনার সাথে যুক্ত আছি। এই দুই বছরে দেখলাম প্রায় সময় বেশিরভাগ আপনি হসপিটালে কাটিয়েছেন। জানিনা আপনার জীবনের বাকি দিনগুলো কিভাবে যাবে। তবে দোয়া করি যেন সবসময় সমাধান মিটিয়ে আপনি আবারও সাধারণ জীবন যাপন করতে পারেন।

নিজের পরিবারের পাশাপাশি কমিউনিটির কাজগুলো সঠিকভাবে সম্পূর্ণ করা, এটাও একটা দায়িত্ব। আসলে অনেকেই কি করে প্রতিযোগিতার অংশগ্রহণ করে কিন্তু তার নিয়মাবলী সঠিকভাবে পড়ে না। এটা করা মোটেও ঠিক না। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার একটা সপ্তাহের কার্যক্রম আমাদের সাথে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

বিগত দুই তিন বছরে জীবনের খুব কাছের মানুষ গুলোকে মৃত্যুর সাথে লড়াই করতে দেখেছি, ঠাকুমাকে হারিয়েছি। এই কমিউনিটিতে নিজের লেখা শেয়ার করার সুবাদে তা আপনি জেনেছেন। শারীরিক ভাবে ঠিক থাকলেও, মানসিক ভাবে ভেঙে পড়েছি বহু বার। এমনই এই মানসিক অবস্থার মধ্যে দিয়েই বর্তমানে যাচ্ছি। তবুও চলতে থাকার নামই জীবন। একদম ঠিক বলেছেন অনেকেই প্রতিযোগিতা উল্লেখিত নিয়মাবলী পড়েন না, ফলত ভুল চোখে পড়ে। ধন্যবাদ আপনাকে আমার রিপোর্টটি পড়ার জন্যে। ভালো থাকবেন।

Loading...

আপনার পোস্টটি পড়ে জানতে পারলাম!আপনি আজকে বাড়িতে ফিরেছেন। যা পড়ে অনেক ভালো লাগলো, আপনি এত ব্যস্ততার মাঝেও থেকে আমাদের কে যেভাবে সাপোর্ট দিয়েছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক সুন্দর ভাবে সাপ্তাহিক রিপোর্টটি আমাদের সাথে উপস্থাপন করেছেন। যা পড়ে অনেক ভালো লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জন্য সব সময় শুভকামনা রইল দিদি।

সাপ্তাহিক রিপোর্ট সময়মতো উপস্থাপনের চেষ্টা আমি সর্বদা করি। অন্যান্য সপ্তাহ থেকে গত সপ্তাহে আমার কার্যক্রম অনেকটাই কম ছিলো। বেশকিছু দায়িত্ব বর্তমানে আর পালন করতে হচ্ছে না। তৎসত্ত্বেও কখনো কখনো পারিবারিক সমস্যা বাঁধা হয়ে দাঁড়ায়। তবে সেগুলো পালনের পাশাপাশি কমিউনিটির দায়িত্ব পালনের চেষ্টা সবসময় করি। আপনি আমার রিপোর্ট পছন্দ করেছেন জেনে ভালো লাগলো। ভালো থাকবেন।

আপনার সাপ্তাহিক রিপোর্ট খুবই ভালো হয়েছে আপু। কমিউনিটির প্রতি আপনার দায়বদ্ধতা ও কাজের প্রতি মনোযোগ সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে কনটেস্ট ও পোস্ট ভেরিফিকেশন বিষয়গুলো নিয়ে যে সতর্কতা আপনি দেখিয়েছেন, তা অন্যদের জন্যও শিক্ষণীয়। আশা করছি পরবর্তী সপ্তাহগুলোতে আপনার এনগেজমেন্ট আরও বৃদ্ধি পাবে।

আসলে ভেরিফিকেশন করতে গেলে এই ধরনের ভুলগুলো সবথেকে বেশি চোখে পড়ে। বহুবার বলা সত্ত্বেও অনেকেই এই বিষয়গুলো লক্ষ্য করেন না। তাই রিপোর্টের মধ্যে বিষয়টি আরও একবার উপস্থাপন করলাম, যাতে সকলের নজরে পরে বিষয়গুলো। ধন্যবাদ আপনাকে আমার রিপোর্টটি মনোযোগ সহকারে পড়ার জন্যে। ভালো থাকবেন।