|
---|
Hello,
Everyone,
আশাকরি আপনারা সকলে ভালো আছেন এবং আপনাদের প্রত্যেকেরই আজকের দিনটি অনেক ভালো কেটেছে।
ফিস ফিঙ্গার খেতে পছন্দ করেন না, এমন মানুষ বোধহয় খুব কমই আছে। আমার মত অনেকে আছেন যারা মাছ খেতে খুব একটা পছন্দ না করলেও, মাছ দিয়ে তৈরি বিভিন্ন রেসিপি তাদের বেশ পছন্দের।
তাই আজ ভাবলাম মাছ দিয়ে তৈরি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। যদিও এই রেসিপিটি একটু সময় সাপেক্ষ, তবে খেতে নাকি ভীষণ সুস্বাদু হয়।
চলুন বাড়িতে কিভাবে আমি এই রেসিপিটি তৈরি করেছি আজ এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি।সবার আগে আমি আপনাদের সাথে শেয়ার করি রেসিপিটি তৈরি করতে আমি কি কি উপকরণ ব্যবহার করেছি, -
|
---|
নং | উপকরণ | পরিমাণ |
---|---|---|
১. | ভেটকি মাছের পিস | ৩ টে |
২. | পেঁয়াজ কুচি | হাফ কাপ |
৩. | আদা বাটা | ১½ চা চামচ |
৪. | রসুন বাটা | ১½ চা চামচ |
৫. | লঙ্কা বাটা | ১ চা চামচ |
৬. | টোস্ট বিস্কুট | ১০-১২ টি |
৭. | সাদা তেল | দেড় কাপ |
৮. | হলুদ গুঁড়ো | ১চা চামচ |
৯. | জিরে গুঁড়ো | ১ চা চামচ |
১০. | কাশ্মিরী লঙ্কা গুঁড়ো | ½ চা চামচ |
১১. | ধনে গুঁড়ো | ½ চা চামচ |
১২. | ডিম | ২ টি |
১৩. | গোলমরিচ গুঁড়ো | ½ চামচ |
১৪. | লবন | স্বাদ অনুসারে |
সত্যি কথা বলতে ঘরোয়া উপায়ে তৈরি করার ক্ষেত্রে আমি উপরোক্ত উপকরণ গুলি ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে ইউটিউবে বিভিন্ন রেসিপির ভিডিও ফলো করে উপকরণ কমবেশি করতে পারেন।
আমি টোস্ট বিস্কুট ব্যবহার করেছি কারণ, ঘরে আলাদা করে বেড ক্রাম্ব কেনা ছিল না। আপনারা চাইলে আলাদা করে ব্রেডক্রাম্ব কিনে ব্যবহার করতে পারেন।
|
---|
চলুন এবার রেসিপিটি তৈরি করার ধাপ গুলো আমি আপনাদের সাথে শেয়ার করি।
প্রথমেই বলি রেসিপিটি তৈরি করতে কেবলমাত্র যে ভেটকি মাছ প্রয়োজন এমনটা নয়। আপনারা চাইলে রুই, কাতলা এই ধরনের মাছ দিয়েও রেসিপিটি তৈরি করতে পারেন। শাশুড়ি মা বাজার থেকে ভেটকি মাছ এনেছিলেন, তাই সেখান থেকে আলাদা করে ৩ পিস রেখেছিলাম রেসিপিটি তৈরি করবো বলে।
প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে, সামান্য পরিমাণ হলুদ ও লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে।
এরপর মাছগুলোর কাঁটা খুব ভালো করে ধীরে ধীরে বেছে নিতে হবে। এই কারণে যদি মাছের পেটির পিস ব্যবহার করা যায়, তাহলে কাটা বাছতে অনেকটাই সুবিধা হয়।পেঁয়াজ খুব পাতলা করে কুচিয়ে নিতে হবে, চাইলে আপনারা পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন।
মাছ সেদ্ধ হওয়ার ফাঁকে বিস্কুট গুলোকে মিক্সারের সাহায্যে গুঁড়ো করে নিয়েছি হবে একদম মিহি করে গুঁড়ো করার প্রয়োজন নেই একটু দানা দানা থাকলেই ভালো। যারা ব্রেড ক্রাম্ব ব্যবহার করবেন, তাদের ক্ষেত্রে এই কাজটি করার প্রয়োজন পরবে না।
এরপর গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে, তার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ গুলোকে ভালোভাবে ভাজতে হবে। পেঁয়াজের রং পরিবর্তন হলে, তার মধ্যে আগে থেকে বেটে নেওয়া আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিতে হবে।
সমস্ত মসলা গুলো খুব ভালো করে কষানো হয়ে গেলে, প্রয়োজনীয় সব গুঁড়ো মশলা গুলো দিয়ে দিতে হবে। তারপর সব মশলা গুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে।
এরপর কাটা বেছে রাখা মাছগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে, গ্যাস বন্ধ করে ঠান্ডা করে নিতে হবে।
ঠান্ডা হয়ে যাবার পর, হাতের সাহায্যে কষিয়ে, ঠান্ডা করে নেওয়া মাছের পুর গুলোকে সেপ দিতে হবে। ঠিক যেমনটা আপনারা উপরের ছবিতে দেখতে পারছেন। তিন পিস মাছ ব্যবহার করলেও, বেশ অনেকগুলোই ফিস ফিঙ্গার তৈরি হয়েছিলো।
এরপর ডিম দুটো ফেটিয়ে নিয়ে, তার মধ্যে সামান্য লবণ ও গোলমরিচ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিতে হবে। এরপর আগে থেকে তৈরি করে রাখা ফিস ফিঙ্গার গুলি ডিমের মধ্যে দিয়ে, ভালো করে এদিক ওদিক নাড়াচাড়া করে, ব্রেড ক্রাম্বের মধ্যে দিতে হবে। এই পদ্ধতিটি দু-বার ফলো করতে হবে। তাহলে ফিশ ফিঙ্গার এর উপরের অংশটা বেশি ক্রিস্পি হবে।
এইরকম ভাবে সমস্ত ফিশ ফিঙ্গার তৈরি করে নেওয়ার মাঝে, কড়াই বসিয়ে ভাজার জন্য সাদা তেল গরম করে নিতে হবে। তবে খুব বেশি হাইফ্লেমে ভাজা যাবে না, মিডিয়াম ফ্রেমে ভাজলে ভেতর থেকে খুব ভালোভাবে ভাজা হবে।
কিছুক্ষণ এদিক ওদিক নাড়াচাড়া করার পর, যখন রং পরিবর্তন হতে শুরু করবে, তখন এই ফিশ ফিঙ্গার গুলোকে তুলে নিতে হবে। এরপর উপর থেকে সামান্য বিট লবন/ চাট মলশা ছড়িয়ে, নিজের পছন্দ মতন সস বা চাটনির সাথে পরিবেশন করতে পারেন, গরম গরম ফিশ ফিঙ্গার। সামনে শীতকাল আসছে, তাই গরম গরম ফিশ ফিঙ্গার খেতে আশাকরি বেশ ভালোই লাগবে।
ধৈর্য্য ধরে তৈরি করলে রেসিপিটা খেতে ভীষণ সুস্বাদু হয়। যদিও এই ফিডব্যাকটা শুভর থেকে পাওয়া। কারন রেসিপিটি আমি তৈরি করলেও, খেয়ে দেখিনি। যাইহোক রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সম্পূর্ণ পড়ার পরে মনে হলো আপনি খুব ধৈর্য নিয়ে রান্না করেছেন,, আর এটা পড়ার পরে আমার একটা কথাও মনে পড়ে গেল,, তাহলে আমার হাজব্যান্ড ফিশ ফিঙ্গার খুব পছন্দ করে আর আমি এতটাই অলস আমার ইচ্ছা করে না,,
তো সে একদিন বলছিল আমাদের এই প্ল্যাটফর্মে তো অনেক রেসিপি দেয় কোন একদিন ফিশ ফিঙ্গারের রেসিপি পেলে ভালো মতো দেখে নিতে,,, এবং তাকে তৈরি করে খাওয়াতে।
আর আজ সেটা আপনার পোস্টে পেয়ে গেলাম,, ধন্যবাদ খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য।।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ এই ধরনের রেসিপিটি একটু ধৈর্য্য নিয়েই বানাতে হবে। আপনার হাজব্যান্ডকে একটু কষ্ট করে তৈরি করে খাওয়াবেন, আশাকরি তিনি নিশ্চয়ই পছন্দ করবেন। আপনাকে ধন্যবাদ আমার রেসিপিটি এতো পছন্দ করার জন্যে। আমি সবটা সহজ ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি, আশাকরি আপনার রেসিপিটি তৈরি করতে খুব বেশি সমস্যা হবে না। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কি আর বলব দিদি কখনো এই রেসিপি খাওয়া হয়নি এবং নামটাও আজ আপনার পোষ্টের মাধ্যমে শুনেছি তবে দেখে তো খাওয়ার প্রতি আগ্রহ অনেক বেশি হয়েছে যদি কখনো যেতে পারি তাহলে আপনার কাছ থেকে অবশ্যই ফিশ ফিঙ্গার তৈরি খেয়ে আসবো খুবই সুন্দর ভাবে আপনি এটি আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটি আমাদের এখানকার একটি বিখ্যাত রেসিপি। আপনি যদি কোনো রেস্টুরেন্টে খেতে যান, তাহলে এই রেসিপিটি অবশ্যই আপনি মেনু কার্ডে দেখতে পাবেন। নিশ্চয়ই যদি কখনো সুযোগ আসে, আপনাকে অবশ্যই খাওয়াবো। ধন্যবাদ আপনাকে আমার রেসিপিটি পছন্দ করার জন্যে। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit