Hello,
Everyone,
লেখার শুরুতেই সকলকে জানাই সুপ্রভাত। আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন।
অনেক মন্ডপে কাল প্রতিমা বিসর্জন দেওয়া হয়নি, যেহেতু বৃহস্পতিবার ছিলো। আবার অনেক মন্ডপের প্রতিমা দশমীর দিনেই বিসর্জন দিয়ে দিয়েছে। বিশেষ করে যারা বাড়িতে পুজো করেছেন।
এই বিসর্জনের কথা প্রসঙ্গেই আমার আজকের লেখার বিষয়টি মাথায় এলো। সেটি হলো পান পাতা (Betel Leaves)। আমাদের জীবনে প্রত্যেকটি শুভ কাজে পান পাতার ব্যবহার লক্ষ্য করা যায়। এই প্রথা গুলো কিন্তু সেই প্রাচীন আমল থেকেই চলে আসছে। প্রাচীন যুগেও এই পান পাতা ছিলো অতিথিদের আপ্যায়নের একটি গুরুত্বপূর্ণ অংশ। আর আজও বাঙালির পুজো পার্বন থেকে শুরু করে বিবাহ বা অন্যান্য শুভ কাজে পান পাতার ব্যবহার লক্ষ্য করা যায়।
বিসর্জনের আগে যখন আমরা মা দূর্গাকে বরন করতে যাই, তখনও আমাদের পানপাতা দরকার হয়। এমনকি হিন্দুমতে বিবাহের সময় শুভদৃষ্টির আগে পানপাতা দিয়ে কনের মুখ ঢেকে রাখার রীতি আজও প্রচলিত।
তবে শুধু তাই নয়। শুভকাজে ব্যবহৃত হওয়ার পাশাপাশি আমাদের শরীরিক বিভিন্ন সমস্যার উপকারেও পান পাতার গুরুত্ব অপরিসীম। সেগুলো সম্পর্কে কিছু তথ্য আমি আজকে আপনাদের শেয়ার করবো।
পানপাতার উপকারিতা:-
১. পানপাতা আমাদের শরীরের বিভিন্ন জায়গার ক্ষত নিরাময় করতে সাহায্য করে। এরমধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল রাসায়নিক থাকায় এই পাতা বেটে ক্ষতস্থানে লাগালে সংক্রমনের আশংকা অনেকাংশে কমে যায়।
২. হজমশক্তি বাড়াতে পান পাতার রস ভীষন উপকারী। এই কারণে দেখবেন বেশিরভাগ অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়ার পর পান দেওয়া হয়।
৩. হজমশক্তি বাড়ানোর পাশাপাশি এটি শরীর থেকে টক্সিন বের করে দেয়, ফলে খিদে বাড়ে এবং কোষ্ঠকাঠিন্য দুর করে।
৪. মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে।
৫. পান পাতা রক্তে চিনির পরিমাণ কমাতে সাহায্য করে, তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে পানপাতা বেশ উপকারী।
৬. গলা খুসখুস, সর্দি কমাতে সাহায্য করে।
৭. এছাড়াও পানপাতা খুব তাড়াতাড়ি রক্ত জমাট বাধতে সাহায্য করে, তাই অনেক সময় অনেক কারনে নাক দিয়ে রক্ত পড়লে পানপাতা ভাজ করে নাকের ভিতরে গুঁজে রাখলে কিছুক্ষণ বাদে রক্ত পড়া বন্ধ হয়ে যায়।
পানপাতার অপকারিতা:
তবে পানপাতার অনেক উপকারিতা থাকলেও পান খাওয়ার জন্য পানের সাথে আমরা যেসকল উপকরণ খেয়ে থাকি সেগুলো যথেষ্ট ক্ষতিকর। সেগুলো কি চলুন জেনে নেওয়া যাক।
১. সবার প্রথমে যেটা মনে রাখতে হবে পান সব সময় ভরা পেটে খেতে হয়। কারন এটি হজমে সাহায্য করে। কিন্তু খালি পেটে পান খেলে শরীরের জন্য সেটা খুবই ক্ষতিকারক।
২ পানের সাথে যে চুন আমরা ব্যবহার করি তা আমাদের দাঁতের জন্য যথেষ্ট ক্ষতিকর।
৩. এছাড়াও পানের সাথে খয়ের খেলে আমাদের ফুসফুসে ইনফেকশনের সম্ভবনা বহুগুনে বেড়ে যায়।
৪ এমনকি সুপারীও বেশি খেলে তা আমাদের মুখ ও চোখের বিভিন্ন রোগের সম্ভবনা থাকে।
৫. অন্তঃসত্ত্বা মহিলা ও শিশুদের জন্য পান কিন্তু ক্ষতিকারক।
আমাদের বাড়িতে আমার শাশুড়ি মা পান গাছ লাগিয়েছেন। প্রতি বৃহস্পতিবারে আমার পান পাতার প্রয়োজন হয়। কারন লক্ষ্মী ঠাকুরের ঘট বসানোর সময় লাগে। আর আমার শশুর মশাই ও শাশুড়ি মা দুজনেই কিন্তু পান খান।
আমার ঠাকুরমাকে আমি জন্মের পর থেকে পান খেতে দেখছি। আমার মনে আছে ছোটো বেলায় ঠাকুমার থেকে নিয়ে যখন পান খেতাম, তখন জিহ্বায় অন্য কোনো কিছুর স্বাদ পেতাম না। তখন ভীষন রাগ হতো।
আমার মনে আছে ঠাকুরমা তখন একটি ছন্দ বলতো-"পুজোর সময় আমরা পানের খিলি তৈরি করে দেই।কারন একটি পানের খিলিতে ত্রীদেব বাস করে। তারমধ্যে ব্রক্ষ্মা তুষ্ট সুপারিতে, বিষ্ণু তুষ্ট পানে এবং মহাদেব তুষ্ট চুনে।"
যাইহোক, আজকে প্রতিমা বরনের প্রসঙ্গে পানপাতা নিয়ে লেখা এই পোস্টটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক এই প্রার্থনা করি।
শুভ বিজয়া @sampabiswas । তোমার লেখা থেকে অনেক নতুন কিছু জানতে পারলাম। ধন্যবাদ এতো সুন্দর একটি তথ্যমূলক পোস্টের জন্য। ভালো থেকো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ দিদি @baishakhi88 আপনার সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Very informative post related to the benefits of betel leaves. Keep up the good work.
We would like to appreciate your presence and activities towards the community. Our community also like to inspire you to participate in the engagement by visiting others post and make insightful comments .
Regards
@sduttaskitchen(Moderator)
Incredible India
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি মূল্যায়নের জন্য @sduttaskitchen ম্যাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@sampabiswas দিদি পান পাতা যে এতটাই উপকারী সত্যি আগে জানতাম না। তুই শেয়ার করলি বলেই জানতে পারলাম। অনেক ধন্যবাদ তোকে শেয়ার করার জন্য। ভালো থাকিস।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ তোকে @swetab97 এতো সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব ভালো হয়েছে লেখাটা, কারণ বাঙালির অন্যান্য খাবার এর শেষে পান চাই, কিন্তু খুব কম মানুষ উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে ওয়াকিবহল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit