source
Hello,
Everyone,
কেমন আছেন আপনারা সকলে? আশাকরি সকলে ভালো আছেন এবং প্রত্যেকেরই আজকের দিনটা খুব ভালো কেটেছে।
আজকে দুপুরে আমি যখন ব্লগের কিছু কাজ করছিলাম। তখন আমার ফোনে একটা মেসেজ এলো এবং সাথে সাথে মেইল আইডি তেও একটা মেইল ঢুকলো। সেই মুহুর্তে কাজে একটু ব্যস্ত ছিলাম তাই অতটা গুরুত্ব দেই নি।
হাতের কাজ শেষ হতে হতে আমি ভুলেই গিয়েছি ঔ মেসেজ আর মেইল এর কথা। সন্ধ্যা বেলা যখন আমি চেক করলাম, দেখলাম ২৭ তারিখে আমার রেলওয়ের একটি পরীক্ষা আছে, মেসেজে তার নোটিফিকেশন এসেছে। আর মেইল-এ আমার কোথায় পরীক্ষার সিট পড়েছে, কটা থেকে পরীক্ষা শুরু, রিপোর্টিং টাইম কখন তার সব ডিটেলস দেওয়া আছে। শুধু রেজিস্ট্রেশন নম্বর ও জন্ম তারিখ দিয়ে লগইন করলেই সবটা জানা যাবে।
আপনারা অনেকেই অবাক হবেন, ভাববেন আমি কতটা অসচেতন এইসব ব্যাপারে। কিন্তু বিশ্বাস করুন আমার স্বীকার করতে একটুও লজ্জা নেই, যে এই পরীক্ষার নোটিফিকেশন কবে বেড়িয়েছিল, আমি এই ফর্মটা কবে ফিল আপ করেছিলাম, আমার সত্যিই মনে নেই। তবে এটা বলতে পারি ৩-৪ বছর আগে তো বটেই।
যখন পড়াশোনার সাথে যুক্ত ছিলাম এটা তখনকার কথা। আমি তখনও জানতাম, আজকের দিনে একটা সরকারি চাকরি পেতে, শুধুমাত্র মেধা যথেষ্ট নয়। আপনার মেধা কম থাকলেও চলবে। কিন্তু যেটা থাকতে হবে তা হলো উচ্চপদস্থ মানুষের সাথে যোগাযোগ, আর প্রচুর টাকা আর অবশ্যই আপনার ভালো ভাগ্য।
দুর্ভাগ্যবশত আমার শুধুমাত্র মেধাটাই ছিলো। হ্যাঁ ভাগ্য একবার সহায় হয়েছিল। কিন্তু কিভাবে সেটা আবার হারিয়ে গেলো, সেই গল্প অন্য একদিন নিশ্চয়ই শেয়ার করবো। আজকে অন্য কথা বলি।
মাঝখানে করোনার কারনে অনেক কিছু উল্টে পাল্টে গিয়েছে। তাই হয়ত আমারও আর খেয়াল ছিলোনা। তবে সেই নিয়ে আফসোস নেই বিন্দুমাত্র। কারনটা আজকাল খবরের কাগজ বা টিভি খুললে, আপনারা সকলে পড়তে বা দেখতে পারবেন।সেটা আলাদা করে বলার কিছু নেই।
আজকালকার দিনে সৎ পথে কোনো কাজ হয় বলে আমি সত্যিই বিশ্বাস করি না। আর আমার বিশ্বাসকে আরও দৃঢ় করে দিচ্ছে কিছু ক্ষমতাশালী ব্যক্তির কুকীর্তি। সভ্য সমাজে থেকে যারা ভদ্র মানুষের মুখোশ পড়ে দুর্নীতি করে চলেছে বছরের পর বছর। যার ফলে আমাদের মতো মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা অনেক কষ্টে লেখাপড়া করেও নিজের যোগ্যতায়, নিজের পায়ের তলার মাটি শক্ত করতে পারছে না। কারন আমরা পা রাখার আগেই সেই জায়গা কিনে নিচ্ছে কিছু অযোগ্য ছেলেমেয়েদের ক্ষমতাশালী আত্মীয়-পরিজনেরা।
আর ঠিক এই কারনেই আমার মনে হয়েছে মরীচিকার পিছনে ছুটে আর লাভ নেই। অনেক হয়েছে, এবার অন্য কিছু করতে হবে। কারন সৎ পথে থেকে আমি তাড়াতাড়ি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না জানি। কিন্তু তবুও আমি আমার কাজ, আমার যোগ্যতা অনুসারে সৎ পথে থেকেই করবো। আর আমার এই ভাবনাকে আরও বেশি অনুপ্রাণিত করে @sduttaskitchen মানে সুনীতাদি।
মানুষটির কাছ থেকে আমি প্রতিদিন কিছু না কিছু শিখি। আর একটা কথা আমি বলতে চাই, আমি জানি কোনোদিন সম্ভব নয় তবুও আমি আমার জীবনটা সুনীতাদির মতো করে বাচতে চাই। সম্পূর্ণ নিজের মতো করে। কষ্ট করে, সৎভাবে রোজকার করে, ডালভাত খেয়ে।
যাইহোক, সবশেষে এটাই বলবো,রাজনৈতিক কোনো আলোচনা নয়। আমার ব্যক্তিগত ভাবে মনে হয়েছে এই প্রসঙ্গে আমি আমার মতামত আপনাদের জানাই। যদিও প্রত্যেকেই প্রতি দিন খবরে দেখছেন আজকাল সমাজ কোন পথে এগোচ্ছে। তাই সেটা নিয়ে আলাদা করে কিছুই বলার নেই।
দিনের পর দিন চাকরির পরীক্ষায় পাশ করেও চাকরি না পেয়ে, ছেলেমেয়ে গুলো মাসের পর মাস রাস্তায় অনশনে বসে কাটিয়ে দেয়। অথচ তাদের জায়গায় কিছু অযোগ্য মানুষ কষ্ট না করেও, চাকরি করে যায় দিনের পর দিন, মাসের পর মাস। আর সেদিকে কারোর ভ্রূক্ষেপ নেই।
তবে হ্যাঁ আমি পরীক্ষাটা দিতে যাবো কিনা, সেই বিষয়ে আপনাদের নিশ্চয়ই জানাবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই জানাবেন আমি যে প্রসঙ্গে কথা বললাম, সেটা সম্পর্কে আপনার মতামত কি।
এখন সব টাকার খেলা ম্যাডাম, সব জায়গাতে শুধু ঘুষ কথা বলে তাই ধনী মানুষের মেয়ে বন্ধু থাকে আর গরীবের জন্য থাকে খোলা আকাশ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক ই বলেছেন @pulook স্যার। আজকাল শুধু টাকারই মূল্য আছে। বাকি জিনিস মূল্যহীন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit