Hello,
Everyone,
আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটি অনেক ভালো কেটেছে।
বেশ অনেকটা রাত্রি হয়ে গেছে ঠিকই, তবুও আজ যেহেতু আমার সপ্তাহিক রিপোর্ট উপস্থাপনের দিন, তাই লেখা শুরু করলাম। এই রিপোর্টের মাধ্যমে গত সপ্তাহে কমিউনিটিতে আমার সকল কার্যাবলীর একটি সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরার চেষ্টা করবো, যাতে এই কমিউনিটিতে গত সপ্তাহে আমার কার্যক্রমের কিছুটা ধারণা আপনারা পেতে পারেন। চলুন তাহলে শুরু করি, -
![1672344690977_010726.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmccWN3zucJDu5twUmWGXcQ5adWFRxeTowFZWv8fu6yfDp/1672344690977_010726.jpg)
"কমিউনিটিতে যুক্ত হওয়া নতুন ইউজারদের ভিডিও ভেরিফিকেশন" |
আপনারা যারা আমাদের কমিউনিটির অ্যাক্টিভ ইউজার তারা নিশ্চয়ই খেয়াল করছেন, গত কয়েকদিনের মধ্যে বেশকিছু নতুন ইউজার আমাদের সাথে যুক্ত হয়েছেন।
আমাদের কমিউনিটির বেশকিছু নিয়ম রয়েছে, যার মধ্যে প্রথমটি হলো, ইউজারদের ভিডিও ভেরিফিকেশন। আর কমিউনিটির মডারেটরদের সাথে নিয়ে, পাশাপাশি অ্যাডমিন ম্যামের উপস্থিতিতে সেই দায়িত্বটি এই সপ্তাহেও আমি পালন করেছি।
আশাকরি আমাদের সাথে যুক্ত হওয়া সকল ইউজার স্টিমিট প্ল্যাটফর্ম, তথা আমাদের কমিউনিটির নিয়মাবলী অনুসরণ করে কাজ করবেন। আর আমাদের সাথে সুদীর্ঘ পথ অতিক্রম করবেন
![1672344690977_010726.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmccWN3zucJDu5twUmWGXcQ5adWFRxeTowFZWv8fu6yfDp/1672344690977_010726.jpg)
অনেকদিন বাদে আজ সত্যিকারার্থে বিনোদন পর্ব উপভোগ করলাম সকলে মিলে। আজ অ্যাডমিন ম্যামের উপস্থিতি হ্যাং আউটকে আরও বেশি উপভোগ্য করে তুলেছিল।
আমি নিজেও আজ এই বিনোদন পর্বে অংশগ্রহণ করেছিলাম। মুলত আজ ম্যাম মডারেটর ও আমাকে দিয়েই বিনোদন পর্বের সূচনা করেছিলেন।
![1672344690977_010726.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmccWN3zucJDu5twUmWGXcQ5adWFRxeTowFZWv8fu6yfDp/1672344690977_010726.jpg)
"কমিউনিটি কর্তৃক আয়োজিত কনটেস্টর কার্যাবলী" |
আপনারা সকলেই জানেন, কমিউনিটি কর্তৃক আয়োজিত বা অ্যাডমিন ম্যাম কর্তৃক আয়োজিত, যেকোনো কনটেস্টের ফলাফল প্রকাশের পূর্বে, কনটেস্টের সকল ডিটেইলস ম্যামকে পাঠানোর দায়িত্ব রয়েছে আমার।
এই সপ্তাহেও তার অন্যথা হয়নি। অ্যাডমিন ম্যাম নিজের নির্ধারিত উইনারদের নাম আমাকে জানালে, আমি কমিউনিটি কর্তৃক আয়োজিত কনটেস্টে অংশগ্রহণকারী সকল ইউজারদের ডিটেইলস সহ, উইনারদের পোস্ট লিঙ্কগুলো অ্যাডমিন ম্যামকে মেল করে পাঠিয়ে দিয়েছিলাম।
Winners announcement Post
![1672344690977_010726.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmccWN3zucJDu5twUmWGXcQ5adWFRxeTowFZWv8fu6yfDp/1672344690977_010726.jpg)
"সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট" |
সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট উপস্থাপনের দায়িত্ব আমি প্রতি সপ্তাহে পালন করে থাকি। তবে গত সপ্তাহে ইউজারদের এনগেজমেন্ট যথেষ্ট নিরাশাজনক ছিলো।
অথচ শুধুমাত্র আপনাদের উৎসাহ বাড়ানোর জন্য আমরা এইমাস থেকে একটি নতুন উদ্যোগ শুরু করেছি। যারা গত সপ্তাহে বিজয়ী হয়েছিলেন, সকলকে ধন্যবাদ। আশাকরি আগামী কাল বিজয়ী হিসাবে আবারও নতুন কোনো নাম উঠে আসবে।
তবে যারা নিজেদের এনগেজমেন্ট শুরুর থেকে একইভাবে ধরে রাখার চেষ্টা করছেন, তাদের সকলকে ধন্যবাদ। আশাকরি এইভাবেই আপনারা আগামী দিনেও নিজেদের কাজ করে যাবেন।
এনগেজমেন্ট রিপোর্ট
![1672344690977_010726.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmccWN3zucJDu5twUmWGXcQ5adWFRxeTowFZWv8fu6yfDp/1672344690977_010726.jpg)
"বুমিং সংক্রান্ত কার্যাবলী" |
আমার প্রতিদিনের সব দায়িত্বের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব এই বুমিং সংক্রান্ত কার্যাবলী। প্রতিদিন বুমিং সাপোর্টের এর জন্য পোস্ট সিলেক্ট করা থেকে শুরু করে, অ্যাডমিন ম্যামকে মেল করা, সব দায়িত্ব আমার।
অবশ্য আমাকে এই কাজে প্রিয়া দিদিও সাহায্য করেন, তাই তার নাম না বললেই নয়। আমি চেষ্টা করি বুমিং সাপোর্ট পাওয়ার জন্য নির্ধারিত সকল ক্রাইটেরিয়া যাতে সকল ইউজাররা পালন করেন, সেই ভাবে দিক নির্দেশনা দেওয়ার।
![1672344690977_010726.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmccWN3zucJDu5twUmWGXcQ5adWFRxeTowFZWv8fu6yfDp/1672344690977_010726.jpg)
পোস্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে আমার নির্দিষ্ট কোনো সময় নির্ধারণ করা না থাকলেও, বাকি মডারেটরদের কাজের দিকে প্রতিদিন খেয়াল রাখতে হয়। তবে আমি যে একেবারেই ভেরিফিকেশন করছি না এমন নয়, বিশেষ করে নতুন ইউজারদের ভেরিফিকেশন করার দায়িত্ব আমার।
![1672344690977_010726.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmccWN3zucJDu5twUmWGXcQ5adWFRxeTowFZWv8fu6yfDp/1672344690977_010726.jpg)
"কমিউনিটির সদস্য হিসেবে পালিত আমার কার্যাবলী" |
কমিউনিটির একজন সদস্য হিসেবে, কমিউনিটিতে প্রতিদিন নিজের লেখা পোস্ট শেয়ার করাটা আমার দায়িত্ব এবং এই দায়িত্বটি প্রতি সপ্তাহে পালন করা সর্বোচ্চ চেষ্টা করে থাকি আমি। গত সপ্তাহে আপনাদের সাথে কি কি পোস্ট শেয়ার করেছিলাম, তার বিবরণ নিম্নে দেওয়া হলো, -
![1672344690977_010726.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmccWN3zucJDu5twUmWGXcQ5adWFRxeTowFZWv8fu6yfDp/1672344690977_010726.jpg)
এই ছিল আমার আজকের সাপ্তাহিকের রিপোর্ট, যার মাধ্যমে প্রতিটি কার্যক্রমের বিবরণ তুলে ধরার আমি চেষ্টা করলাম।
এই রিপোর্টটি পড়ে আপনাদের কেমন লাগলো, সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরের সপ্তাহে আবার এরকম একটি রিপোর্ট উপস্থাপন করবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ রাত্রি।
প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আপনার একটা সপ্তাহের কার্যক্রম আমাদের মাঝে খুব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।
সেই সাথে আপনি কমিউনিটির তে করা বিভিন্ন কাজ শেয়ার করেছেন,
একটা কথা না বললেই নয় গত কালকের হ্যাংআউট এত বেশি মজা হয়েছে অনেক আনন্দ উপভোগ করেছি,, আমার তো হাসতে হাসতে ঘাম ছুটে যাওয়ার মত অবস্থা ছিলো।
এডমিন ম্যাম কেও ধন্যবাদ জানাই আপনাকেও ধন্যবাদ জানাই খুব সুন্দর একটা হ্যাংআউটের ব্যবস্থা রাখার জন্য আমাদেরকে কিছুটা সময় বিনোদন দেওয়ার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহের সকল কার্যক্রম এই প্রতিবেদনের মাধ্যমে শেয়ার করার জন্য। এ প্রতিবেদন পড়ে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারলাম সেই সাথে সপ্তাহে দেখা যায় একঘেয়েমি দুর করা জন্য বিনোদনের আয়োজন করা হয়। এটা খুব ভালো লাগে। কারন প্রতি সপ্তাহের এক দিনের জন্য বিনোদনের জন্য এমন ব্যবস্থা থাকে। তাই সকল ইউজার দেখা যায় অনেক মজা ও আনন্দ উপভোগ করে থাকি।এবং আমাদের সকল ইউজারের কাজের এক্টিভিটি বাড়াতে হবে এই বিষয়ে জানতে পারলাম। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মাঝে এত সুন্দর পোস্ট উপহার দেওয়ার জন্য। ভালো থাকবেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you for the detailed report. You carried out a lot of responsibilities during the week and that is impressive.
Well done!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit